Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RaghavChadha

Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান

আজ সেই বহু প্রতীক্ষিত দিন। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে (wedding) শুরু হবে আজ থেকে। শনিবার বিবাহপূর্ব নানা অনুষ্ঠানে ভরপুর থাকবে দিন। ডেস্টিনেশন ওয়েডিং করছেন তারকারা। উদয়পুরে দুটি বিলাসবহুল হোটেলে রয়েছেন বরপক্ষ ও কনেপক্ষ। লীলা প্যালেসে রয়েছেন পরিণীতি ও পরিবার অন্যদিকে তাজ হোটেলে রয়েছেন রাঘব ও পরিবার। আলাদা আলাদা হোটেলেই বর ও কনের নানা অনুষ্ঠান হবে।


সকাল ১০টায় লীলা প্যালেসে শুরু হয়েছে পরিণীতির চূড়া অনুষ্ঠান। শিখ বিবাহের ক্ষেত্রে বিয়ের আগে কনের হাতে লাল-সাদা চুরির গুচ্ছ থাকে। বরপক্ষ থেকেই আসে এই উপহার। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কনেকে এই চুড়ি পরানো হয়। শনিবার সকালে এই রীতি দিয়েই শুরু হয়েছে কনের বিবাহ প্রস্তুতি। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান।

8 months ago
Priyanka: বোন পরিণীতির বিয়ে, আজ রাতেই মেয়েকে নিয়ে দিল্লির বিমানে উঠবেন প্রিয়াঙ্কা

শুক্রবার রাত পেরোলেই শনিবার সকালে বিয়ের বাদ্যি বাজবে পরিণীতি (Parineeti Chopra) ও রাঘবের (Rahav Chadha)। রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করছেন তাঁরা। শুক্রবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন মিঞা-বিবি। পরিবার ও কাছের আমন্ত্রিতরা একে একে পৌঁছে গিয়েছেন সেখানে। কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি সেই তালিকা। কারণ পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা (Priyanka Chopra) চোপড়া নেই সেখানে। কখন আসবেন প্রিয়াঙ্কা?

জানা গিয়েছে, আজ রাতেই দিল্লি আসার ফ্লাইটে উঠবেন অভিনেত্রী। সকালে দিল্লি পৌঁছে, সেখান থেকে আরও একটি বিমানে রাজস্থান যাবেন তিনি। প্রিয়াঙ্কার স্বামী নিক হয়তো আসতে পারবেন না। তাঁর গানের ট্যুর পরিকল্পনা তাই-ই বলছে। তবে প্রিয়াঙ্কা তাঁর মেয়ে মালতি মেরিকে নিয়ে আসতে পারেন বলে জানা গিয়েছে।

প্রিয়াঙ্কা নাকি বোনের বিয়ে নিয়ে বেশ উত্তেজিত। শনিবার সকাল থেকে নানা অনুষ্ঠান থাকছে পরিণীতি ও রাঘবের বিয়ে। দুই পরিবারে ক্রিকেট ম্যাচ হতে পারে বলে খবর। শনিবার দুপুরে হবে 'ওয়েলকাম লাঞ্চ'। বিকেলে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি হবে। এরপর পরিণীতির মেহেন্দি-চূড়ার অনুষ্ঠান হবে। রবিবার দিনটি গুরুত্বপূর্ণ। সেহেরাবন্দির পর, নৌকো করে পরিনীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। রবিবার রাতে হবে রিসেপশন পার্টি।

8 months ago
Wedding: বিয়ে করতে রাজস্থানে পরিণীতি-রাঘব, উষ্ণ স্বাগত জানানো হল হবু দম্পতিকে

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। পরিকল্পিত ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারকারা। রাজস্থানে দুটি বিলাসবহুল হোটেলে চার হাত এক হবে দম্পতির।  সেখানেই হবে বিয়ের আগের সমস্ত অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর, শনিবার ও ২৪ সেপ্টেম্বর রবিবার নানা আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। তার আগেই শুক্রবার সকালে রাজস্থানে পৌঁছে গেলেন পাত্র ও পাত্রী।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দিল্লি থেকে একেবারে সকালের বিমানে করেই রাজস্থান পৌঁছে গিয়েছেন পরিণীতি ও রাঘব। বিমানবন্দরের বাইরে ঢোল-তাসা ও নাগারা বাজিয়ে স্বাগত জানানো হয়েছে তাঁদের। পরিণীতি পরেছিলেন একটি লাল সঙ্গের জাম্পস্যুট। গায়ে জড়িয়েছিলেন একটি হালকা গোলাপি চাদর। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে কালো রঙের টিশার্ট ও নীল ডেনিমে। পোশাকের সঙ্গে মিল না থাকলেও অন্য একটি মিল দেখা গিয়েছে তাঁদের মধ্যে। বিয়ের রঙে রেঙে উঠেছেন তাঁরা। চেহারায় লাল আভা দৃশ্যত।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে একসঙ্গে রাজস্থান এলেও, আপাতত দু'জনের পথ ভিন্ন। কনেপক্ষ উঠবেন রাজস্থানের লীলা প্যালেসে অন্যদিকে বরপক্ষ থাকবেন তাজ লেক প্যালেসে। বিবাহপূর্ব অনুষ্ঠান হবে দুই পক্ষের আলাদা প্যালেসে। রবিবার সেহেরাবন্দির পর নৌকায় করে বউ আনতে যাবেন রাঘব। সেইদিনই বিকেলে হবে রিসেপশনের অনুষ্ঠান। দুটি হোটেলে ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যাওয়ার কথা রয়েছে সেখানে। পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া, মেয়ে মালতিকে নিয়ে বোনের বিয়েতে আসবেন, বলে জানা গিয়েছে।

8 months ago


Parineeti Chopra: আলোয় সেজে উঠল বাড়ি, পরিণীতি-রাঘবের বিয়ে শুরু হল বলে

এই মুহূর্তে নেটিজেনরা তাকিয়ে রয়েছেন বলিউড এবং রাজনৈতিক জগতের বহু অপেক্ষিত বিয়ের জন্য। অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা (Raghav Chadha) বিয়ে করতে চলেছেন। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর জাকঁজমক আয়োজনে সাত পাকে বাঁধা (Wedding) পড়বেন দুই তারকা। তার আগেই শুরু হয়ে গেল প্রস্তুতি। রাঘবের বাড়ি সেজে উঠেছিল আগেই। এবার অভিনেত্রীর মুম্বইয়ের বাড়ি ঢাকল রোশনাইতে।

পাত্র-পাত্রী ও তাঁদের পরিবার এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে। সেখানে বিবাহপূর্ব নানা অনুষ্ঠান হবে। শিখ ধর্মমতে হবে অরদাস, কীর্তন। এই পাঠ চুকিয়েই তাঁরা পৌঁছে যাবেন রাজস্থানের উদয়পুর। সেখানে শুরু হবে আসল বিয়ের অনুষ্ঠান। দুটি প্রাসাদপম হোটেলে রাঘব- পরিণীতি বিয়ে সারবেন। দু'দিন ব্যাপী নানা অনুষ্ঠান থাকবে তালিকায়। ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এরপর মেহেন্দি, সঙ্গীত, চূড়া হবে পরিণীতির। অন্যদিকে রাঘব 'সেহেরাবন্দি শেষে, জলপথে নিতে যাবেন তাঁর 'দুলহন'।

বাগদানের মতোই তাঁরা কাছের মানুষের উপস্থিতিতে বিয়ে সারতে চান। উদয়পুরে দুটি হোটেলে ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে আরও ৫০ জন ভিভিআইপি অতিথিদের জন্যও থাকার বিশেষ ব্যবস্থা রয়েছে। অভিনেত্রী তথা পরিণীতির তুতো দিদি, প্রিয়াঙ্কা চোপড়ার আসার কথা। তবে তাঁর সঙ্গে নিক আসবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

8 months ago
Parineeti-Raghav: 'চোপড়া ভার্সেস চাড্ডাস', ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু হবে পরিণীতি-রাঘবের বিয়ে

হাতে আর মাত্র কয়েকটি দিন, এরপরেই শুরু হয়ে যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে। রাজস্থানের দুই প্রাসাদপম হোটেলে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিবাহবাসর বসবে। দুই পরিবার মিলিয়ে ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এমনিই জাঁকজমক আয়োজন করা হয়েছে বিয়েতে। বিশেষ দিনকে আরও বেশি উপভোগ্য করে তুলতে দু'দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। তবে বিয়ের শুরু নাকি হবে ক্রিকেট ম্যাচ দিয়ে।

এই ক্রিকেট ম্যাচের একদিকে থাকবেন 'চোপড়াস' (পরিণীতি এবং তাঁর টিম), অন্যদিকে থাকবে 'চড্ডাস' (রাঘব চাড্ডা এবং টিম)। ১৭ সেপ্টেম্বর থেকে বিবাহপূর্ব অনুষ্ঠান শুরু হওয়ার কথা দিল্লিতে। রাঘব এবং পরিণীতি দু'জনেই পাঞ্জাবি। ফলে শিখ ধর্মমতে, অরদাস এবং শবদ কীর্তন দিয়ে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এই মুহূর্তে পাত্র ও পাত্রীর পরিবার ও আত্মীয়স্বজন সকলেই দিল্লিতে রয়েছেন।

২৩ সেপ্টেম্বরের আগে সকলে পৌঁছে যাবেন উদয়পুর। সেখানে তাজ হোটেল এবং লীলা প্যালেস হোটেলে বিয়ের সব অনুষ্ঠান হবে। ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু, এরপর হলদি,চূড়া, রাঘবের সেহেরাবন্দি অনুষ্ঠান হবে। সবথেকে বেশি আকর্ষণীয় বরযাত্রীর শোভাযাত্রা। প্যালেস লাগোয়া লেকে জাহাজে করে রাঘব যাবেন পরিনীতিকে আনতে। বিয়ে শেষে ২৪ তারিখ হবে রিসেপশন। বিয়ের ছবি দেখতে অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা।

8 months ago


Parineeti-Raghav: পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড প্রকাশ্যে, রাজকীয় বিয়ে রূপকথার থেকে কম নয়

চলতি বছরের ১৩ মে গোপনে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ঘনিষ্ঠ মহলে বাগদান সারলেও স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান। তাঁদের বিয়ের পরিকল্পনাও রূপকথার থেকে কম কিছু নয়। চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ রাজস্থানের বিলাসবহুল প্রাসাদপম হোটেলে বসবে বিয়ের বাসর। দু'দিনের অনুষ্ঠানের পরিকল্পনা একেবারে জমজমাট। এর আগে রিসেপসনের কার্ড প্রকাশ্যে এসেছিল। এবার বিয়ের অনুষ্ঠানের সময়সূচী ও পরিকল্পনা প্রকাশ্যে এলো।

২৩ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে, সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। দুপুরে অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে এলাহী খাবারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার দিকে বলরুম লাগোয়া খোলা ছাদে হবে পরিণীতির চূড়া অনুষ্ঠান। ২৪ সেপ্টেম্বর সকালে রাঘবের সেহেরাবন্দীর অনুষ্ঠান হবে। এরপর তাজ হোটেল লাগোয়া লেক-এ বরযাত্রীর বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। দুপুর ৩টে ৩০ মিনিটে বরমালার অনুষ্ঠান হবে। বিকেল ৪টেয় সাত পাকে বাঁধা পড়বেন রাঘব পরিণীতি। সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে পরিণীতির বিদায় অনুষ্ঠান হবে।


২৪ তারিখ বিকেল ৮টা ৩০ মিনিট থেকে বিরাট রিসেপশন অনুষ্ঠিত হবে। খুব বাছাই করা অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুটি হোটেলে। আরও ৫০ জন ভিভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।


8 months ago
Raghav-Mamata: এ মাসেই ছাদনা তলায় রাঘব-পরিণীতি, 'দিদি' মমতাকে আমন্ত্রণ হবু বরের!

দীপিকা দাস: বলিউড ও রাজনৈতিক জগতে খুব শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের এক কার্ডও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আর এবারে খবরে এসেছে, শনিবার আপ সাংসদ রাঘব চাড্ডা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে তাঁদের এই বৈঠকের নেপথ্যে কী কারণ, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে জানা গিয়েছে, রাঘব চাড্ডা তাঁর বিবাহের জন্য 'দিদি' মমতাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন।

সূত্রের খবর, জি-২০ সম্মেলনের জন্য বর্তমানে রাজধানী দিল্লিতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নৈশভোজের আগেই মমতার সঙ্গে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সাক্ষাৎ করেন ও বৈঠক করেন। পরে বৈঠক শেষ হতেই জানা গিয়েছে, রাঘব তাঁর বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিয়ের কার্ড দিয়ে মমতাকে তাঁর বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, রাজস্থানে বসতে চলেছে রাঘব-পরীর বিবাহের আসর। সংগীত-মেহেন্দি-হলদি-বিয়ে অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। তারকা দম্পতির কাছের আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ২০০ অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুই হোটেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ ভিভিআইপি, ৫০ জন অতিথির জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আর এঁদের মধ্যে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

8 months ago
Parineeti-Raghav: পরিণীতি-রাঘবের বিয়ের কার্ড ভাইরাল সামাজিক মাধ্যমে, দিন গোনা শুরু

বলিউডে এবং রাজনৈতিক মহলের দুই তারকা এখন সকলের মূল আকর্ষণ। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সব গুজব সত্যি করে গোপনে বাগদান সেরেছিলেন তাঁরা। একইরকম গোপনীয়তা বজায় রেখে এবার বিয়ের দিকে এগোচ্ছেন দম্পতি। কিছুদিন আগেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন রাঘব-পরী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের তোড়জোড়। তবে দূরে কোথাও নয়, ভারতের বুকে রাজস্থানে বসবে বিবাহবাসর।

দুই জনপ্রিয় বিলাসবহুল হোটেল লীলা প্যালেস এবং দ্যা ওবেরয় উদয়ভিলাসে পরিণীতি ও রাঘব তাঁদের বিয়ের সব অনুষ্ঠান পরিকল্পনা করেছেন। সংগীত-মেহেন্দি-হলদি-বিয়ে অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। জানা গিয়েছে, তারকা দম্পতির কাছের আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ২০০ অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুই হোটেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ ভিভিআইপি, ৫০ জন অতিথির জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। বিয়ে নিয়ে এই চর্চার মধ্যে তাঁদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।


ভাইরাল হওয়া আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, রিসেপশনের সমস্ত তথ্য। এই কার্ড অনুযায়ী পরিণীতি ও রাঘবের রিসেপশন হবে তাজ চন্ডিগড়ে, আগামী ৩০ সেপ্টেম্বর। এই কার্ড দেখে রাঘব পরিণীতির ভক্তদের অপেক্ষা আরও বেড়েছে। যদিও এই কার্ডের সত্যতা যাচাই করে দেখেনি সিএন।

8 months ago


Parineeti-Raghav: পরিণীতি ও রাঘবের বিবাহবাসর সেজে উঠেছে, বিয়ের কাউন্টডাউন শুরু

বি-টাউনে বিয়ের সানাই বাজল বলে। হাতে গোনা কয়েকদিন পরেই চার হাত এক হতে চলেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ এমএলএ রাঘব চাড্ডার (Raghav Chadha)। গোপনে বাগদান করেছিলেন তাঁরা কিন্তু বিয়ে সারবেন জাঁকজমকভাবেই। রাজস্থানে দুটি বিলাসবহুল প্রাসাদপম হোটেল ভাড়া নিয়েছেন। এই দুটি হোটেলেই থাকবেন ভিআইপি অতিথিরা। হাতে আর মাত্র কটা দিন, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, রাজস্থানের লীলা প্যালেস এবং দ্যা ওবেরয় উদয়ভিলাস-এই বসবে বিবাহ বাসর। মেহেন্দি-সঙ্গীত-গায়ে হলুদ ও বিয়ে সব মিলিয়ে হবে অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর রাঘব ও পরিণীতি সাত পাক ঘুরতে পারেন, এমনটাই খবর। প্রায় ২০০ অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথির থাকার ব্যবস্থা রাখা হয়েছে দুই হোটেলে। এই তালিকায় থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পরিণীতি ও রাঘবের টিম এই মুহূর্তে বাকি সব কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দম্পতিকে কিছুদিন আগেই মহাকালেশ্বরের মন্দিরে দেখা গিয়েছিল দম্পতিকে। শুভ কাজের আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিয়ের পর আলাদা করে রিসেপশনের আয়োজন করা হয়েছে হরিয়ানার গুরুগ্রামে। সব মিলিয়ে নেটিজেনদের নজর থাকবে রাঘব ও পরিণীতির বিয়েতে।

8 months ago
Raghav-Parineeti: বিয়ের আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে রাঘব-পরিণীতি মহাকাল মন্দিরে, দিলেন পুজোও

খুব শীঘ্রই বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti chopra)। জানা গিয়েছে, সেপ্টেম্বরেই তাঁরা বিয়ের পিড়িতে বসতে চলেছেন। আর এরই মধ্যে তাঁদের ফের একসঙ্গে ক্যামেরাবন্দি করা হল। তবে এবারে কোনও রেস্তোরাঁ বা বিমানবন্দরে নয়, এবারে তাঁদের একসঙ্গে দেখা গেল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে (Mahakal Mandir)। মন্দিরে পাশাপাশি বসে পুজোও দিলেন পরিণীতি-রাঘব। তারই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


কিছুদিন পরেই বলিউড ও রাজনৈতিক মহলে বিয়ের সানাই বাজতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতেই বসতে চলেছেন তাঁরা। আর তার আগেই তাঁরা একসঙ্গে পৌঁছে গেলেন উজ্জয়িনীতে। হাতে আরতির থালা, কপালে হলুদ-লাল টিকা, পরিণীতির পরনে হালকা গোলাপি রংয়ের শাড়ি ও রাঘব পরে রয়েছেন হলুদ রংয়ের ধুতি, এক অন্য রূপেই শনিবার দেখা গেল চর্চিত যুগলকে। মহাকালেশ্বর মন্দিরে গিয়ে সেখানে পুজো-প্রার্থনা করার একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুজো করা ছাড়াও তাঁদের মহাকাল মন্দিরের নন্দি হলে বসে চোখ বন্ধ করে, শান্ত মনে ধ্যান করতেও দেখা গিয়েছে।

দু'জনেই দুজনের পেশায় বেশ ব্যস্ত। কিন্তু তারই মাঝে একে অপরের জন্য সময় বের করে একসঙ্গে পৌঁছে যান বিভিন্ন ধর্মীয় স্থানে। এর আগে তাঁদের দেখা গিয়েছিল পাঞ্জাবের অমৃতসরে গিয়ে আশীর্বাদ নিতে। আর এবারে তাঁদের দেখা গেল উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। ঈশ্বরের প্রতি যুগলের এমন ভক্তি দেখে বেজায় খুশি তাঁদের অনুরাগীরা।

9 months ago


Parineeti-Raghav: সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে পরিণীতি-রাঘব, প্রস্তুতি শুরু

বি টাউন একসময় ছয়লাপ হয়েছিল অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha) প্রেমের গুঞ্জনে। তাঁদের একইসঙ্গে রেস্তোরাঁর বাইরে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে দেখা গেলেও, প্রেম নিয়ে স্পিকটি নট ছিলেন দু'জনে। যদিও সেই গুঞ্জন বেশিদিন জারিত করতে হয়নি। চলতি বছরের ১৩ মে, একে অপরের সঙ্গে বাগদান সারেন তাঁরা। এরপরেই সম্পর্কের কথা ঘোষণা করেন সর্ব-সমক্ষে।

বাগদানের পর বিয়ে নিয়েও একই রকম গোপনীয়তা বজায় রাখতে চাইছেন অভিনেত্রী। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বাগদান সারলেও, বিয়ে করতে চাইছেন একেবারে জাঁকজমকভাবে। বিবাহবাসরের ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন, রাজস্থান। সেখানেরই এক বিলাসবহুল প্রাসাদে সাত পাকে বাঁধা পড়তে চাইছেন পরিণীতি ও রাঘব। অভিনেত্রী নিজেই গিয়ে সমস্ত ব্যাবস্থাপনা খতিয়ে দেখে, তবেই বিবাহবাসর ঠিক করেছেন।

জানা গিয়েছে, বিয়ের সমস্ত প্রস্তুতি এখন পরিণীতির টিমের হাতে। ইতিমধ্যেই এক এক করে সমস্ত আয়োজন শুরু হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকেই পরিনীতিও নেমে পড়বেন ময়দানে। কারণ, ২৫ সেপ্টেম্বরই হতে পারে তাঁদের শুভ পরিণয়। এরপরেই গুরুগ্রামে জাঁকজমকভাবে রিসেপশন পার্টিও নাকি অনুষ্ঠিত হবে।

9 months ago
Raghav: সাংসদ পদ খোয়াতেই বদলে ফেললেন সমাজমাধ্যমের বায়ো! কী লিখলেন রাঘব চাড্ডা

সাংসদদের সই নকল করার অভিযোগ উঠেছে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে। এককথায় স্বাধিকার ভঙ্গের অভিযোগেই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। আর এরপরেই তিনি পরিবর্তন করলেন তাঁর সমাজমাধ্য়মের বায়ো। এর আগে এমনটা দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর Rahul Gandhi) ক্ষেত্রেও। অনির্দিষ্টকালের জন্য সাংসদ পদ খুঁইয়ে বদলে ফেলেছিলেন টুইটার (Twitter Bio) অর্থাৎ 'এক্স'-এর বায়ো। এবারে রাহুলের দেখানো পথেই হাঁটলেন রাঘব চাড্ডাও।

অনির্দিষ্টকালের জন্য রাঘব চাড্ডাকে শুক্রবার সাসপেন্ড করেছেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপরেই রাঘবকে দেখা গিয়েছে, তাঁর সাসপেনশন নিয়ে নিজের স্বপক্ষে যুক্তি দিতে। একটি ভিডিও বানিয়ে সমাজমাধ্যমে শেয়ার করেন তিনি। সেখানে তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, 'কেন আমাকে সাসপেন্ড করা হল? কী অপরাধ আমার?' এছাড়াও তিনি যুক্তি দেন যে, তাঁকে সাসপেন্ড করার কোনও কারণই নেই। আর সাসপেনশনের 'প্রতিবাদ' হিসাবে তিনি তাঁর টুইটারের বায়ো পরিবর্তন করে লিখলেন, 'সাসপেন্ডেড মেম্বার অফ পার্লামেন্ট'। অর্থাৎ 'সাসপেন্ডেড সাংসদ'। উল্লেখ্য, সাংসদ পদ হারানোর পর রাহুল গান্ধী বায়োতে লিখেছিলেন, 'অযোগ্য সাংসদ।' তবে এখন এটাই দেখার, কবে ফের সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাঘব চাড্ডা।

9 months ago
Raghav: 'কেন আমাকে সাসপেন্ড করা হল?', সাসপেনশনের পরই নিজের স্বপক্ষে যুক্তি দিলেন রাঘব চাড্ডা

বাদল অধিবেশনের (Monsoon Session) শেষ দিনে রাজ্যসভা (RajyaSabha) থেকে সাসপেন্ড (Suspend) করা হল আপ নেতা রাঘব চাড্ডাকে (Raghav Chadha)। তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সূত্রের খবর, চারজন সাংসদের সই নকল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সাংসদদের বিনা অনুমতিতে, প্যানেলের সদস্যদের জন্য তাঁদের নাম উল্লেখ করেছেন। ফলে স্বাধিকার ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে আপ নেতা রাঘব চাড্ডাকে। তাঁর এই সাসপেনশনের পরই তিনি এবারে সমাজমাধ্যমে এসে নিজের বক্তব্য রাখলেন। প্রথমেই তাঁকে বলতে শোনা গেল, 'কেন আমাকে সাসপেন্ড করা হল?'

শুক্রবার সাসপেনশনের পর নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছেন রাঘব চাড্ডা। তিনি প্রথমেই জিজ্ঞাসা করেছেন, 'কেন আমাকে সাসপেন্ড করা হল? কী অপরাধ আমার? আমার কী এটাই অপরাধ যে, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি বিজেপির নেতাদের প্রশ্ন করেছি?' তাঁর বিরুদ্ধে সই নকল করার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তিনি যুক্তি দিয়ে জানিয়েছেন, কোনও সিলেক্ট কমিটির সদস্যের জন্য কিছু সাংসদের নাম প্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনটা অধিকার রয়েছে একজন সাংসদের। এই ক্ষেত্রে কোনও সাংসদের অনুমতি বা সইয়ের দরকার পড়ে না। কোনও সাংসদের আপত্তি থাকলে তাহলে তাঁর নাম তুলে নিতে পারেন। এসব বলেই তিনি নিজের স্বপক্ষে যুক্তি দেন। এখন এটাই দেখার অবশেষে প্রিভিলেজ কমিটির রিপোর্টে কী আসে। উল্লেখ্য, এই রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যসভার সমস্ত কাজ থেকে নির্বাসিত থাকবেন চাড্ডা, এমনটাই জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

9 months ago


Raghav: 'ঝুট বোলে, কাওয়া কাটে', কাকের কাছে 'আক্রান্ত' রাঘব চাড্ডা!

বেশ কয়েক মাস ধরেই আপ (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) খবরের শিরোনামে। অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বাগদান হওয়ার জন্য প্রায়ই খবরে উঠেছেন তাঁরা। এবারে ফের রাঘব প্রত্য়েকের চর্চার বিষয় হয়ে উঠেছে। কিন্তু এবার কিন্তু পরিণীতির জন্য, এবারে তিনি শিরোনামে এসেছেন এক কাকের (Crow) জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা গিয়েছে, আপ নেতা রাঘব চাড্ডাকে সংসদের বাইরে 'আক্রমণ' করেছে এক কাক। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতে ঝড়ের গতিতে ভাইরাল। আর এই নিয়েই ব্য়ঙ্গাত্মক সুরে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, ছবি শেয়ার করে কমেন্টে লেখা হয়েছে, 'ঝুট বলে কাউয়া কাটে।'

বর্তমানে সংসদে বাদল অধিবেশন চলছে। ফলে সেই অধিবেশনেই হয়তো গিয়েছিলেন রাঘব চাড্ডা। সংসদের বাইরে দাঁড়িয়ে যখন ফোনে কথা বলছিলেন তখন নাকি একটি কাক এসে তাঁর মাথায় ঠোক্কর মারে। আর সেই দৃশ্যের তিনটি ছবি কোলাজ করে দিল্লি বিজেপির তরফে টুইট করা হয়েছে ও ক্যাপশনে জনপ্রিয় গান ব্যবহার করে লেখা হয়েছে, 'ঝুট বলে কাউয়া কাটে। এটা আজ পর্যন্ত শুনেছিলাম, এবারে দেখে নিলাম যে এক মিথ্য়াবাদীকে কাক ঠোক্কর মারছে।' যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

10 months ago
Parineeti Chopra: 'ইতালিতে বিয়ে করবেন?' প্রশ্নের উত্তরে কী বললেন পরিণীতি

অভিনেত্রী পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) এখন ঘিরে রয়েছে অনেক আলো। কারণ চলতি বছরেই শুরু হতে পারে তাঁর জীবনের নতুন অধ্যায়। বছরের শুরু থেকেই আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে একাধিকবার একান্ত সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। সম্পর্কের গুঞ্জনে সিলমোহর পড়ে, ১৩ মে। দিল্লির কপুরথালা হাউজে, পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান করেন রাঘব-পরিণীতি। সেই থেকে শুরু হয় তাঁদের বিয়ে নিয়ে চর্চা।

অনুষ্কা, দীপিকার মতো অনেক তারকাই বিদেশে গিয়ে বিয়ে করেছেন। যাকে ইংরেজিতে বলে 'ডেস্টিনেশন ওয়েডিং'। তবে পরিণীতি সম্ভবত হাঁটবেন ক্যাটরিনা-কিয়ারার পথে। শোনা যাচ্ছে, বাগদানে আমন্ত্রিতের সংখ্যা কম হলেও বিয়ে হবে জাকঁজমকে। পত্নী অভিনেত্রী তো পতি রাজনৈতিক নেতা, তার উপর আবার দু'জনেই পাঞ্জাবি। তাই আমন্ত্রিতের সংখ্যা অনেক হবে।

সব দিক ভেবেই তাঁদের পছন্দ নাকি রাজস্থান। সেখানেই বিলাসবহুল প্রাসাদে চার হাত এক হবে রাঘব পরিণীতির। ইতিমধ্যেই হবু দম্পতি সেখানে গিয়ে নানা প্রাসাদপম হোটেল ঘুরে দেখেছেন। আমন্ত্রিতদের জন্য খাবার দাবার এবং মনোরঞ্জনের ব্যবস্থাও দেখেছেন। উদয়পুরে চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিবাহ আসর বসবে। অভিনেত্রীর বিয়ে নিয়েই সম্প্রতি এক মজার ঘটনা ঘটেছে।

পরিনীতিকে সম্প্রতি ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। তাঁদেরই একজন অভিনেত্রীকে আবদারের স্বরে বলেন, 'আমি আপনার বিয়েতে আসতে চাই।' পরিণীতি হেসে বলেন, 'আসবেন ভাই'। সেই পাপারাৎজি ঠাট্টা করে বলেন, 'ইতালিতে করবেন না।' অভিনেত্রী অবশ্য এর উত্তরে কিছু বলেননি। হেসেই উড়িয়ে দিয়েছেন।

10 months ago