
হাতে আর মাত্র কয়েকটি দিন, এরপরেই শুরু হয়ে যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে। রাজস্থানের দুই প্রাসাদপম হোটেলে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিবাহবাসর বসবে। দুই পরিবার মিলিয়ে ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এমনিই জাঁকজমক আয়োজন করা হয়েছে বিয়েতে। বিশেষ দিনকে আরও বেশি উপভোগ্য করে তুলতে দু'দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। তবে বিয়ের শুরু নাকি হবে ক্রিকেট ম্যাচ দিয়ে।
এই ক্রিকেট ম্যাচের একদিকে থাকবেন 'চোপড়াস' (পরিণীতি এবং তাঁর টিম), অন্যদিকে থাকবে 'চড্ডাস' (রাঘব চাড্ডা এবং টিম)। ১৭ সেপ্টেম্বর থেকে বিবাহপূর্ব অনুষ্ঠান শুরু হওয়ার কথা দিল্লিতে। রাঘব এবং পরিণীতি দু'জনেই পাঞ্জাবি। ফলে শিখ ধর্মমতে, অরদাস এবং শবদ কীর্তন দিয়ে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এই মুহূর্তে পাত্র ও পাত্রীর পরিবার ও আত্মীয়স্বজন সকলেই দিল্লিতে রয়েছেন।
২৩ সেপ্টেম্বরের আগে সকলে পৌঁছে যাবেন উদয়পুর। সেখানে তাজ হোটেল এবং লীলা প্যালেস হোটেলে বিয়ের সব অনুষ্ঠান হবে। ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু, এরপর হলদি,চূড়া, রাঘবের সেহেরাবন্দি অনুষ্ঠান হবে। সবথেকে বেশি আকর্ষণীয় বরযাত্রীর শোভাযাত্রা। প্যালেস লাগোয়া লেকে জাহাজে করে রাঘব যাবেন পরিনীতিকে আনতে। বিয়ে শেষে ২৪ তারিখ হবে রিসেপশন। বিয়ের ছবি দেখতে অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা।