Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

কলকাতা

ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির

অক্টোবর তিন তারিখ হাজিরা না দিলেও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। ইডি সূত্রে খবর, আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ জন্য এর পূর্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে ওই কোম্পানির সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সেই হাজিরা এড়ালেও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা, বাবাকেও তলব করেছে ইডি।

15 hours ago
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির

গ্রহ ফের কাটছেই না। দিল্লিতে আন্দোলন মিটতে না মিটতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকেও তলব করল ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহেই তাঁকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। একদিকে লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এবার ওই কোম্পানির সিইওর স্ত্রী অর্থাৎ রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

16 hours ago
Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের

ডেঙ্গি নিয়ে চরম উদ্বিগ্ন প্রশাসন। এরই মধ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ জনের। সূত্রের খবর, দক্ষিণ দমদম, মুর্শিদাবাদ ও কলকাতার ঠাকুরপুকুরে, পৃথক জায়গা গুলিতে ১ জন করে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, কলকাতার ঠাকুরপুকুরে ১২৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁচারপাড়া এলাকার বাসিন্দা পরেশ সাউয়ের মৃত্যু হয়েছে। ওদিকে দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্যামলী বন্দ্যোপাধ্যায় নামের মাঝ বয়স্কা মহিলা। উল্টোডাঙ্গার একরি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি মুর্শিদাবাদ বড়ঞা থানার নিমা গ্রামের বাসিন্দা সিধাম ঘোষ, কর্মসূত্রে কলকাতায় থাকতেন তিনি। জ্বর নিয়ে রক্ত পরীক্ষা করালে কান্দি হাসপাতালে তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। গতকাল বিকেলে মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু হয় তাঁর।

ডেঙ্গি মাথাব্যথার কারণ হয়ে উঠছে নবান্নের। সোমবারই নবান্নে একটি বিশেষ বৈঠক হয়েছে। ডেঙ্গি রোধে ৯ পদক্ষেপ করার কথা বলা হয়েছে। মৃত্যু ঠেকাতে এমআর বাঙুরে চিকিৎসায় বিশেষ নজর দিয়েছে নবান্ন। ৬৫ বছরের বেশি বয়স্কদের ভেক্টর কন্ট্রোল থেকে সরানোর নির্দেশ পুরসভাগুলিকে। ১২৭ পুরসভার মধ্যে ৫৫ পুরসভায় ডেঙ্গির বিপদসঙ্কেত। প্রয়োজনে এজেন্সি দিয়ে জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত। পঞ্চায়েত, ব্লক স্তরে জঞ্জাল সাফাইয়ের পরিকাঠামো নির্মাণ। ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি সচেতনতা প্রচারে জোর।

yesterday


Durgapur: পাচারের আগেই বেঙ্গল এসটিএফের জালে পাচারকারী, উদ্ধার নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাপ

দুর্গাপুরে পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাপ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযানে নামে বেঙ্গল এসটিএফ। আটক করা হয় পাচারে ব্য়বহৃত একটি ট্রাক। এসটিএফের হাতে গ্রেফতার রাজস্থানের এক বাসিন্দা। এরপর তল্লাশি চালিয়ে ওই অভিযুক্তের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক মিশ্রিত কাফ সিরাপ পাওয়া যায়। প্রায় ৮০ লক্ষ টাকার বাজারমূল্যের ফেনসিডাইল বাজেয়াপ্ত করা হয়। 

এসটিএফ সূত্রে খবর, বহুমূল্য পোরসেলীনের কাপ-প্লেট বোঝাই ট্রাকে করে লুকিয়ে গোপনে নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল। কিন্তু পাচারের আগেই পাচারকারীদের সমস্ত ছক ভেঙে দেয় বেঙ্গল এসটিএফ। মাদক আইনের মামলা রুজু করে দুর্গাপুর থানায়। 

2 days ago
Silicosis: আতঙ্ক বাড়াচ্ছে 'সিলিকোসিস'! কীভাবে এর থেকে মুক্তি সম্ভব...

কোভিড-১৯ অতিমারীর পর ডেঙ্গির ভয়াবহ রূপ দেখছে বাংলা। তবে এরই মধ্যে বিশেষ একটি পেশার সঙ্গে যুক্ত মানুষের কাছে আতঙ্ক হয়ে উঠেছে 'সিলিকোসিস'। কালীঘাটের বাসিন্দা সুরজ পালের মৃত্যুর পর 'সিলিকোসিস' এখন আরও বেশি প্রাসঙ্গিক এবং চিন্তার বিষয়।

কিন্তু কী এই সিলিকোসিস? কেনই বা এই রোগ বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? কাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? চিকিৎসকদের মতে, সিলিকোসিস মূলত পেশাগত একটি রোগ। এটি এমন একটি রোগ, যার মূলে রয়েছে 'ক্রিস্টালাইজড সিলিকা' বা স্ফটিকাকৃতি বালি বা পাথরের কণা। যেখানে এমন কণা উড়ছে, দীর্ঘদিন সেই পরিবেশে কাজ করলে বালি, পাথরের কণা জমে ফুসফুসের উপরিভাগের মারাত্মক ক্ষতি হয়ে সিলিকোসিস রোগ হতে পারে।

তৎক্ষণাৎ এই রোগের লক্ষণ বোঝা যায় না। যত দিন যায়, ফুসফুসের ওপর আঘাত পড়ে এবং ফুসফুসের টিস্যু-র মধ্যে দাগ পড়ে যায়। এতে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হতে শুরু করে। এই রোগের উপসর্গ বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, ওজন কমে যাওয়া, গাঁটে গাঁটে ব্যথা এবং শেষ দিকে শরীর নীলাভ হয়ে যাওয়া।

এই রোগে আক্রান্ত রোগীদের শুকনো কাশি দীর্ঘদিন ধরে থাকে। এছাড়াও হাঁটাচলা করলে হাঁফিয়ে যাওয়ার লক্ষণও দেখা যায়। সেক্ষেত্রে এই রোগ চিহ্নিত করতে অনেকগুলো ধাপে বিভিন্ন পরীক্ষা করা হয়। সিলিকোসিস-এর কোনও সুনির্দিষ্ট চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি। তাই প্রতিরোধ না করতে পারলে এই রোগ একবার হয়ে গেলে ধীরে ধীরে তা প্রভাব বিস্তার করে ফেলে।

3 days ago


Accident: সাতসকালে সল্টলেকে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস

সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় যানচলাচল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইড থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। আর চার চাকা গাড়িটি নিউটনের দিক থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা চার চাকা গাড়িটি সজোরে বাসে ধাক্কা মারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় চার চাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে রক্ষা পেয়েছে ওই গাড়িতে থাকা সকলে। এই ঘটনায় দু'জন বাইক চালকও আহত হয়েছেন।

3 days ago
Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ অক্টোবর কলকাতায় সিজিও কমপ্লেক্সের তলবে হাজিরা দিতে বলা হয়েছে।এ অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির উদ্দেশ্যে রওনা নিঃসন্দেহে তৃণমূলের এই আন্দোলনকে বেগ দেবে বলা যায়। সূত্রের খবর আজ অর্থাৎ রবিবার দিল্লিতে দলীয় নেতাদের সঙ্গে সোমবার এবং মঙ্গলবার এর কর্মসূচি নিয়ে একটি কৌশলী বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

4 days ago
CCTV: অপরাধীদের ধরতে এবার শহর জুড়ে এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা বসাচ্ছে কলকাতা পুলিশ

অপরাধীদের ধরতে এবার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কলকাতা পুলিশের। শহরজুড়ে প্রায় ৬০টি এমন সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে পুলিশ যেগুলির মধ্যে থাকছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। ভিড়ের মধ্যে থেকেও অপরাধীদের সহজেই চিহ্নিত করতে পারবে সেগুলি।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ক্যামেরাগুলি ফেস রেকগনাইজেশন প্রযুক্তিতে তৈরি। যার মাধ্যমে, কোনও ব্যক্তির ছবি তোলার সঙ্গে সঙ্গে তা পুলিশের ক্রাইম রেকর্ডে থাকা ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারবে। এবং অপরাধীরা ঠিক কোন জায়গায় রয়েছে সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাবে পুলিশ।

এবিষয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির যে ক্যামেরাগুলি বসানো হয়েছে সেগুলির নাম ফেস রেকগনাইজেশন ক্যামেরা। ওই ক্যামেরা অপরাধ কমাতে আরও সাহায্য করবে বলে ধারণা তাঁর। এমনকী, কেউ নিখোঁজ থাকলেও এই ক্যামেরার মাধ্যমে তাঁর সন্ধান পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।  নির্ভয়া প্রকল্পের মাধ্যমে সেগুলি কেনা হয়েছে। আপাতত ৬০টি ওই ধরনের ক্যামেরা বসানো হচ্ছে

4 days ago


Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক

মণি ভট্টাচার্যঃ এ যেন জলে কুমির ডাঙায় বাঘ। কেবল অভিষেক নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিরও যেন ওই একই অবস্থা। রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে তৃণমূল সাংসদ অভিষেক ও ইডি উভয়ই। কিন্তু কেন? সূত্রের খবর, লিপস এন্ড বাউন্ডস নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য, ৩রা অক্টোবর ওই সংস্থার সিইও হিসেবে, বিভিন্ন নথি সহ অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করে ইডি। কিন্তু ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, তাও আবার কেন্দ্রের বিরুদ্ধে। প্রসঙ্গত, অভিষেকের এই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ২১ জুলাইয়ের মঞ্চ এবং ২৮ অগাস্ট ছাত্র সমাবেশেই ঘোষণা করেছিলেন। কিন্তু এ অবস্থায় দিল্লিতে আন্দোলনের দায় ভার এসে পড়ে অভিষেকের কাঁধেই। কারণ, ঘটনাচক্রে মমতা বন্দোপাধ্যায় স্পেন ও দুবাই সফর সেরে ফেরার পথে তাঁর পায়ে চোট লাগে। সেকারণেই মমতা বন্দোপাধ্যায়কে চিকিৎসকরা ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন। এখানেই হয়েছে গেরো, ফলস্বরূপ অভিষেকের কাঁধেই এসে পড়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের গুরু দায়িত্ব।

ওদিকে পূর্ব নির্ধারিত আন্দোলনের তারিখেই অর্থাৎ ৩রা অক্টোবর অভিষেককে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সেকথা এক্স হ্যান্ডেলে নিজেই জানান অভিষেক। এর জবাবে গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিষেক জানান, ইডির ডাকে তিনি যাচ্ছেন না, বরং দিল্লিতেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যাবেন তিনি। এতে রাজ্য রাজনৈতিক বিতর্ক তৈরী হয়েছিল বটে, কিন্তু আগুনে ঘি পড়ল শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার সন্ধ্যায় প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তের শুনানিতে বিস্ফোরক রূপ ধারণ করেন জাস্টিস সিনহা। শুক্রবার ওই মামলার শুনানিতেই জাস্টিস সিনহা নির্দেশ দেন, এই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আইও মিথিলেশ কুমার সিংকে অপসারিত করতে হবে। এছাড়া জাস্টিস সিনহা নির্দেশ দেন বাংলায় কোনও তদন্তে ওই অফিসারকে রাখা যাবে না। এতেই থামেননি জাস্টিস সিনহা, শুক্রবার ওই মামলার শুনানিতে জাস্টিস সিনহা আরও নির্দেশ দেন, ইডির তলবে অভিষেককে হাজিরা দিতে হবে। এমনকি সেসঙ্গেই তিনি ইডিকে আরও নির্দেশ দেন, কোনওভাবেই ৩ তারিখের এই তদন্তে শিথিলতা আনা যাবে না, আর এতেই অভিষেকের সঙ্গে বিপাকে পড়েছে ইডিও।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেককে তদন্তের আওতায় আনার জাস্টিস সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেন অভিষেক। সুপ্রিম কোর্ট অবধি এই জল গড়ায়। এরপর সুপ্রিম নির্দেশেই জাস্টিস গাঙ্গুলির এজলাস থেকে সরে জাস্টিস সিনহার এজলাসে যায় ওই মামলা। সম্প্রতি এই মামলার তদন্তে লিপস এন্ড বাউন্ডস নামক একটি সংস্থার নাম উঠে আসে, ওই সংস্থা থেকে নিয়োগ দুর্নীতির টাকা পাচারের অভিযোগে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দেয় ইডি। এরপর জড়িয়ে পড়েন অভিষেক, কারণ ওই কোম্পানির সিইও অভিষেক, এমনকি ওই কোম্পানির ডিরেক্টর হিসেবে ছিলেন অভিষেকর মা ও বাবা। জাস্টিস সিনহা ইডিকে লিপ্স এন্ড বাউন্ডস কোম্পানির সমস্ত কর্মচারী ও মালিকের সম্পত্তির খতিয়ান জমা দিতে নির্দেশ দেয়। নির্দেশ মত সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দিলে, চলতি সপ্তাহেই ওই মামলার শুনানিতে ইডির উপরে ফেটে পড়েন জাস্টিস সিনহা। সূত্রের খবর, ইডির তদন্তে বহু ফাঁক আছে বলে অভিযোগ করেন জাস্টিস সিনহা। তিনি অভিষেকের সম্পত্তির হলফনামা প্রসঙ্গে সন্দিহান প্রকাশ করেন। এছাড়া লিপস এন্ড বাউন্ডেসের আরও নথি জমা দিতে ও তদন্তের গতিবিধি পাল্টাতে নির্দেশ দেন। অভিযোগ ছিল, ইডি ঠিকমত তদন্ত করছে না, ফলস্বরূপ চলতি সপ্তাহেই ওই মামলার আইও-কে সরিয়ে তার জবাব দিলেন জাস্টিস সিনহা।

এখন অভিষেক যদি দিল্লিতে আন্দোলনে না যান, তবে এটা স্পষ্ট যে ওই আন্দোলনের ঝাঁঝ অনেক অংশেই কমে যাবে। পাশাপাশি যদি আন্দোলনে যান এবং শুক্রবার সকালের বার্তা অনুযায়ী তিনি যদি ইডির তলবে হাজিরা না দেন তবে জাস্টিস সিনহার নির্দেশ অনুযায়ী ইডিকে পদক্ষেপ নিতে হবে। এ অবস্থায় জাস্টিস সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন অভিষেক। কিন্তু ইতিহাস বলছে অভিষেকের ক্ষেত্রে অধিকাংশই এই ধরনের রায় খারিজ করেনি উচ্চ আদালত। অন্যদিকে ইডির বিরুদ্ধে তদন্তের গতিবিধিতে ফাঁক থাকার অভিযোগ কেবল জাস্টিস সিনহার নয়, জাস্টিস গাঙ্গুলিরও। এই অবস্থায় অভিষেক না এলে ইডি যদি কোনও ভাবে কড়া না হয় সেক্ষত্রে বিপাকে পড়তে পারে ইডি। মোটের উপর জাস্টিস সিনহা যে এই দুর্নীতি প্রসঙ্গে 'নেহি ছোড়নেওয়ালে' সেটা কিন্তু স্পষ্ট, আর সে জন্যই হয়ত এই মুহূর্তে মহাফাঁপরে ইডি ও অভিষেক।

4 days ago
Kolkata Metro: যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ, কার্টুন দেখাবে মেট্রোরেল

যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর। এবার লম্বা পথের যাত্রা আর একঘেয়ে লাগবে না। কারণ যাত্রীদের জন্য এবার মেট্রো কামরাতেই 'টম অ্যান্ড জেরি' কিংবা 'ছোটা ভীম'-এর মতো জনপ্রিয় কার্টুন দেখানোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল।

শুক্রবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। মূলত স্কুল পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এতদিন মেট্রো রেলের ভেতরের বোর্ডে পরবর্তী স্টেশনের নাম দেখানো হত।

সেই বোর্ডেই এবার থেকে স্টেশনের পাশাপাশি এই সব জনপ্রিয় কার্টুন দেখানো হবে। আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা পাবেন যাত্রীরা।

5 days ago


Accident: মধ্যরাতে মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘটনায় মৃত ১ ও আশঙ্কাজনক ৪ জন

শুক্রবার মধ্যরাতে মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাত বারোটা নাগাদ পার্ক সাক্রাস থেকে চিংড়িঘাটার দিকে যাওয়া একটি গাড়ি সায়েন্স সিটির টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি পাশের লেনে গিয়ে পড়ে। ল্যাম্পপোস্ট রাস্তা থেকে উপড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। চারজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জানা গিয়েছে, চালকের দেহ স্টিয়ারিং ও সিটের মাঝে থেঁতলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা আগে আসেন। থানায় খবর দেওয়া হয়। গাড়িটি এতটাই দুমড়ে-মুচড়ে যায়, যে গ্যাস কাটার মেশিন এনে দেহ উদ্ধার করতে হয়। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ২ ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বীরভূমের তারাপীঠ যাওয়ার পথে অটোর সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মুখোমুখি সংঘর্ষে আহত হন আরও ৭ জন। তাঁদের আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেলের দুই আরোহীর বাড়ি নলহাটিতে। অন্য একজনের বাড়ি বগটুই গ্রামে।

5 days ago
High Court: 'চাকরি নেই, বেতন বন্ধ, কিন্তু পুজোতে অনুদান দিচ্ছে', হাইকোর্টে বিস্ফোরক জাস্টিস সিনহা

'মানুষ হাহাকার করছে, পথে বসে আছে, চাকরি পাচ্ছে না, বেতন বন্ধ হয়ে আছে, আর ক্লাব গুলিকে পুজোর জন্য টাকা দেওয়া হচ্ছে।' শুক্রবার দু্র্গাপুজোর অনুমতি চেয়ে একটি মামলার শুনানিতে এই মন্তব্যই করলেন বিচারপতি অমৃতা সিংহ।

সূত্রের খবর, দুর্গাপুজোর অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে তমলুক পুরসভার একটি ক্লাব। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, কত গুলো পুজো হয় ওই এলাকায়? সবাই কি অনুদান পায়? এসবের পরেই বিচারপতি সিংহ বলেন, ‘‘আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছে না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’’

এর পরেই বিচারপতি পুজো কমিটির উদ্দেশে বলেন, ‘‘জেলাশাসকের দফতরে পুজো নিয়ে বৈঠকে হবে। সেখানে যান। কী বলেন, দেখুন।’’ তিনি এই প্রশ্নও তোলেন যে, গত বছর ওই পুজোর অনুমিত ছিল। তা হলে এ বছর কেন আটকানো হচ্ছে।

5 days ago
Abhishek: আশঙ্কাই সত্যি হল, জাস্টিস সিনহার কড়া কোপে ইডি এবং অভিষেক

নিয়োগ উন্নতি মামলায় অভিষেকের আবেদনে হাইকোর্টে এজলাস বদল হয়েছিল প্রাথমিক নিয়োগের মামলা। অভিষেকের আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে মামলা গিয়েছিল জাস্টিস সিনহার এজলাসে। তাতে অবশ্য নির্দেশ বদলায়নি, বদলায়নি রণংদেহি মনোভাব। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধাপে ধাপে উঠে এসেছিল লিপস এন্ড বাউন্ডস নামক একটি সংস্থার নাম। অভিযোগ ছিল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থেকে সেই টাকা এই কোম্পানির মাধ্যমে পাচার করেছেন। তদন্ত মাফিক এই কোম্পানির সিইও অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এই কোম্পানির সমস্ত কর্মচারীর সম্পত্তির খতিয়ান দিতে  ইডিকে নির্দেশ দেন জাস্টিস সিনহা।

জাস্টিস সিনহার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দিলেও তাতে ইডির উপরে ক্ষুব্ধ ছিলেন তিনি। গত শুনানিতে জাস্টিস সিনহা ইডিকে প্রশ্ন করেছিলেন, কি করে একটি সাংসদের কোনও ব্যাংক একাউন্ট নেই? কি করে মাত্র তিনটে বিমা হয় একটি সংসদের? এরপরই রীতিমত ইডির পেশ করার খতিয়ানের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি। আজ তার কড়া কোপ দেখা গেল হাইকোর্টে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে আইও অর্থাৎ মিথিলেশ কুমার সিংকে অবিলম্বে সরানোর নির্দেশ দেয় বিচারপতি অমৃতা সিনহা। এমনকি জাস্টিস সিনহা নির্দেশ দেন, বাংলায় কোন তদন্তে মিথিলেশ কুমার সিং কে রাখা যাবে না। পাশাপাশি অভিষেকের ঘড়েও একটি কড়া কোপ দেন জাস্টিস সিনহা।

এদিন আদালতে সওয়াল-জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, তিন অক্টোবর অর্থাৎ যেদিন ইডি তাকে তলব করেছে কলকাতার অফিসে, ঐদিন ই ডি র দফতরে হাজার দিতে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একটি টুইট করে জানিয়েছিলেন তাকে তলব করার কথা, এবং ওই ঘটনায় বিজেপি ও ইডিকে তুলধনা করেন তিনি। পাশাপাশি শুক্রবার তিনি স্পষ্টভাবে জানান তিনি কোনভাবেই এডিট ডাকে হাজরা দেবেন না বরং তিনি দুই এবং তিন অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন এরপর আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানিতে কড়া নির্দেশ জাস্টিস গাঙ্গুলির। এখন দেখার একদিকে ইডির আইও বদল, অন্যদিকে অভিষেককে তলব, কোনটা বেশি ফলপ্রসূ?

5 days ago


ED: ইডির আইওকে অপসারণ, অভিষেককে ইডি দফতরে হাজিরার নির্দেশ জাস্টিস সিনহার

৩রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দফতরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত থেকে ইডির আইও মিথিলেশ কুমার সিংকে সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি ৩রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দফতরে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি ইডির তলবে হাজিরা দেবেন না বরং অক্টোবর দুই এবং তিন তারিখ দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন। যদিও আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানিতে অভিষেককে হাজিরার নির্দেশ দেয় জাস্টিস সিনহা।

5 days ago
ED: ইডির ডাকে যাচ্ছেন না অভিষেক, বার্তা দিলেন 'ইডি নয়, দিল্লি চলো'

ইন্ডিয়া জোটের সমন্বয়ে কমিটির বৈঠকের দিন ইডির ডাকে হাজিরা দিলেও, এবার ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত শুক্রবার তিনি জানিয়ে দিলেন 'ইডি নয়, দিল্লি চলো।' তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, তৃণমূলের কর্মসূচিতেই তিনি দুই ও তিন তারিখ দিল্লিতে থাকবেন। এর আগে ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ও তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় জোটের বৈঠকে না গিয়ে ইডিকে সাহায্য করেছিলেন। কিন্তু এবার তা হচ্ছে না।  যদিও ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরপর জিজ্ঞাসাবাদ সেরে তিনি বেরিয়ে এসে জিজ্ঞাসা প্রসঙ্গে বলেছিলেন, 'এই জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস দুই।'


ওদিকে বৃহস্পতিবার নিজের টুইট হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিজিও কমপ্লেক্স কে তলপ করা হয়েছে। বৃহস্পতিবার টুইটারে অভিষেক লেখেন, "দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে কর্মসূচির দিন আগে থেকেই ঠিক করা ছিল। এবার সেই দিনই আমাকে তলব ফের তলব করেছে ইডি। ওরা ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে।"  


শুধু অভিষেক নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি-র দফতরে। যদিও ইডিট অফ স্টোর এ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়া কি মামা হাজিরা দেবেন কিনা এ প্রসঙ্গে অভিষেক বা তৃণমূলের তরফে কিছুই জানা যায়নি।

6 days ago