
বিগত বেশ কয়েক মাসে বারবার সংবাদ মাধ্যমের পাতায় উঠে এসেছে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং গায়ক এআর রহমানের (AR Rahman) নাম। কখনও কনসার্ট করতে গিয়ে রাতের সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঞ্চে উঠে তাঁর গান থামিয়েছেন পুলিস। সম্প্রতি আবার তাঁরই কনসার্টে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল।
সম্প্রতি এক চিকিৎসকের দল সঙ্গীত জগতের এই তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সার্জনদের একটি অ্যাসোসিয়েশন এএসআইসিওএন, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ ২০১৮ সালে গায়কের সঙ্গে একটি মিউজিক কনসার্টের চুক্তি হয়েছিল। একটি কনসার্ট করবেন বলে গায়ক না কি তাঁদের থেকে অগ্রিম ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে কোনও অনুষ্ঠানে করেননি।
যদিও এই অভিযোগ শোনার পরেই পদক্ষেপ করেছেন গায়ক। পাল্টা সার্জনদের অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানহানের অভিযোগ দায়ের করেছেন তিনি। একইসঙ্গে ভাবমূর্তি নষ্ট করার জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।
কাপুর পরিবারে বিপর্যয়। অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ৬ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অনলাইন বেটিং মামলার সঙ্গে জড়িত থাকার কারণেই অভিনেতাকে সমন করল ইডি। 'মহাদেব বেটিং অ্যাপের' সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই ইডির নজরে পড়েছেন রণবীর। কেবল অভিনেতাই নয়, বলিউডের আরও অনেক তারকাই রয়েছেন ভারতীয় তদন্তকারী সংস্থার নজরে।
মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। এই অ্যাপের সঙ্গেই রণবীরের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকার ইডির আসল লক্ষ্য। ভারত থেকে দুবাই গিয়ে চুপিসারে বিয়েও করেছেন তিনি। সেই বিয়েতে লক্ষাধিক টাকা চুক্তির বিনিময়ে অতিথি হিসেবে গিয়েছিলেন, কীর্তি খারবান্দা, নুসরাত বারুচা, ভাগ্যশ্রী, পুলকিত, টাইগার শ্রফ, সানি লিওনি, বিশাল দাদলানি, ভারতী সিং, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান-এর মতো ব্যক্তিত্বরা। তাঁরাও রয়েছেন ইডির নজরে।
বলিউডের 'চাঁদনী' অর্থাৎ শ্রীদেবী (Sridevi) এবং বনি কাপুরকে (Boney Kapoor) নিয়ে কম আলোচনা হয়নি দর্শকমহলে। সকলের অন্তরালে লুকিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। প্রথম কন্যা জাহ্নবী শ্রীদেবীর গর্ভজাত হলে সামাজিক ঘোষণা করেছিলেন তারকারা। সেই থেকেই গুঞ্জন বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী। এমনকি অভিনেত্রী ও পরিচালক জুটির কন্যা জাহ্নবীকেও এমন কথা বয়ে বেড়াতে হয়। এই গুজবে কতটা সত্যতা রয়েছে? এই প্রসঙ্গে মুখ খুললেন বনি কাপুর।
আমার দ্বিতীয় বিয়ে, শ্রী-এর সঙ্গে শিরডিতে হয়েছিল। আমরা ২ জুন বিয়ে করেছিলাম। আমরা একে অপরের সঙ্গে শপথ নিয়েছিলাম। সেখানেই রাত কাটিয়েছিলাম। পরবর্তী জানুয়ারিতে ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে। তখন আমাদের কাছে আর কোনও উপায় ছিল না সামাজিক বিয়ে করা ছাড়া। আমাদের আসল বিয়ে হয়েছিল শিরডিতে ২ জুন। কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের বিয়ে হয়েছিল ১৯৯৭ সালের জানুয়ারি মাসে। তাই জন্যেই অনেকে বলে জাহ্নবীর জন্ম হয়েছিল বিয়ের আগে।'
প্রসঙ্গত, সম্প্রতি শ্রীদেবীর মৃত্যু নিয়েও সরব হয়েছেন বনি। তিনি বলেছেন, 'শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল শ্রীদেবীর।' পরিচালক এও বলেছেন, শ্রীদেবীর মৃত্যুর পর অনেক কিছু সইতে হয়েছে তাঁকে। স্ত্রীয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য প্রায় ২৪ থেকে ৪৮ ঘন্টা জেরা করা হয় তাঁকে। এমনকি লাই ডিটেক্টর টেস্টও করা হয়েছিল তাঁর।
সামাজিক মাধ্যমে এবার নতুন প্রেমের গুঞ্জন। অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) মধ্যে নাকি জমে উঠেছে রসায়ণ। যদিও তাঁরা নাকি নিজেদের প্রেম গোপনেই রাখতে চাইছেন। কিন্তু গোপন কথা কি সবসময় গোপনে থাকে! তারকাদের সামাজিক মাধ্যমেই দুয়ে দুয়ে চার হয়ে গেল। সোহিনীর জন্মদিন গিয়েছে কিছুদিন আগেই। তিনি অন্যদের থেকে আলাদা, তাই কলকাতায় জাঁকজমক পার্টি নয়। বরং পরিবার ও বন্ধুদের নিয়ে সমুদ্রের কিনারে চলে গিয়েছিলেন সোহিনী।
সোহিনীর কাছের মানুষদের তালিকায় দেখা গিয়েছে গায়ক শোভন গাঙ্গুলিকে। সামাজিক মাধ্যমে সোহিনীর আপলোড করা একটি ছবিতে জানলার বাইরে দেখা গিয়েছে গায়ককে। এমনকি শোভন নিজেও তাঁর সামাজিক মাধ্যমে তাঁর সমুদ্রসফরের ছোট্ট অভ্যাস দিয়েছেন। ভিডিওটি আপলোড করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 'জলে বিপদ বেশি যার, সেইভাবে জল আমার।' এই ক্যাপশনও ইঙ্গিতবহ মনে করছেন অনেকে।
প্রসঙ্গত একসময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন গাঙ্গুলি। যদিও তাঁরা বিচ্ছেদ করেছেন বেশ কিছুটা সময় আগেই। এবার কী অতীত ভুলে একে অপরের প্রেমে মজলেন সোহিনী-শোভন? প্রশ্ন নেটিজেনদের। এমনকি কমেন্ট সেকশনেও অনেকে নানা কমেন্টে ভরিয়েছেন।
পুজো প্রায় এসেই গেল। টলিউড অভিনয় জগতের প্রস্তুতিও তুঙ্গে। পুজোর চারটে দিন দর্শকদের মনোরঞ্জন করতে তৈরি বাংলা সিনেমাগুলিও। ইতিমধ্যেই বেশ কিছু ছবির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। সৃজিত মুখার্জি পরিচালিত 'দশম অবতার'এর ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এবার মুক্তি পেল 'জঙ্গলে মিতিন মাসি'র (Jongole Mitin Mashi) ট্রেলার।
কোয়েল মল্লিককে (Koel Mallick) দেখা গিয়েছে তার চেনা মেজাজে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'মিতিন মাসি'। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। 'জঙ্গলে মিতিন মাসি' সেই সিনেমার সিক্যুয়েল। চরিত্রের জন্য ইদানিং নিজেকে ভেঙে গড়ে নিচ্ছেন কোয়েল মল্লিক। এই সিনেমাতেও সেই জের জারি রয়েছে। অভিনেত্রী সুলভ আচরণ ছেড়ে কোয়েল হয়ে উঠেছিলেন দুঁদে গোয়েন্দা। শুধুমাত্র তাই নয়, একা হতে ধরাশায়ী করেছিলেন শত্রুদের। আবারও একই ভূমিকায় দেখা গেল মিতিন মাসিকে।
তবে এবার ইট পাথরের শহরে নয়, মিতিন মাসিকে দেখা যাবে গহীন জঙ্গলে। ঘন জঙ্গলে দুটি হাতের মৃত্যু হওয়ার পর, চোরা শিকারীদের নিজ হাতে দমন করবেন তিনি। সেই ট্রেলারই মুক্তি পেয়েছে মঙ্গলবার।
অকালেই প্রয়াত হয়েছিলেন বলিউডের 'চাঁদনী' শ্রীদেবী (Sridevi)। আজও সেই মৃত্যু ভুলতে পারেননি হিন্দি সিনেমার দর্শকেরা। দুবাইতে আত্মীয়ের বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। পরিবারের সবাই বিয়ের শেষে মুম্বই ফিরে এলেও শ্রীদেবী সেখানেই থেকে গিয়েছিলেন। অভিনেত্রীর স্বামী বনি কাপুর (Boney Kapoor) ভারতে ফায়ার এসেও আবার দুবাই গিয়েছিলেন স্ত্রীকে পঞ্চম বিবাহবার্ষিকীর সারপ্রাইজ দিতে। কিন্তু ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা। হোটেল রুমের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল শ্রীদেবীকে। ঘটনার সময় সেই হোটেল রুমে একমাত্র বনি কাপুর ছিলেন। ফলে দুবাই পুলিস এবং শ্রীদেবী ভক্তদের নজর গিয়েছিল তাঁর দিকে।
এত বছর স্ত্রীয়ের মৃত্যু নিয়ে কোনও কথা না বললেও এই প্রথম মুখ খুললেন বনি কাপুর। এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'মৃত্যু স্বাভাবিক ছিল না; দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। আমি ঠিক করেছিলাম এই বিষয়ে কথা বলব না। কারণ প্রায় ২৪ থেকে ৪৮ ঘন্টা আমি অনবরত এই বিষয়েই কথা বলে গিয়েছি তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদে। এমনকি অফিসারেরা আমাকে বলেছিল, আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে, কারণ ভারতীয় মিডিয়া চাপ দিচ্ছে।'
বনি কাপুর সাক্ষাৎকারে আরও বলেছেন, 'আমাকে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি লাই ডিটেক্টর টেস্টও করা হয়েছিল। পরে তদন্তের রিপোর্টে পরিষ্কার লেখা হয় ওই মৃত্যু দুর্ঘটনায় হয়েছে।' শ্রীদেবীর মৃত্যুর জন্য বনি তাঁর জীবনযাপনকে দায়ী করেছিল। অভিনেত্রী নাকি নিজেকে পর্দায় সুন্দর দেখানোর জন্য 'ক্র্যাশ ডায়েট' করতেন। বিয়ের পর থেকেই নাকি শ্রীদেবী বহুবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। চিকিৎসক বলেছিলেন, শ্রীদেবীর রক্তচাপ কম। একথা জানা সত্বেও নাকি শ্রীদেবী পর্যাপ্ত পরিমাণে লবণ খেতেন না।'
বলিউডে এতদিন যা হয়নি তা এবার হতে চলেছে। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'লাগান বয়' আমির খান (Amir Khan) এবং 'গদর বয়' সানি দেওল (Sunny Deol)। এই খবর হাওয়ায় আসেনি, মিস্টার পারফেকশনিস্ট নিজেই একথা ঘোষণা করেছেন। সিনেমার নাম 'লাহোর ১৯৪৭'।
ইতিমধ্যেই, আমির খান জনসমক্ষে ঘোষণা করে বলেছেন, 'আমি এবং আমার একেপি এর পুরো টিম আনন্দের সঙ্গে আমাদের পরবর্তী প্রজেক্টর ঘোষণা করছি। তারকা হিস্প থাকছেন সানি দেওয়াল। সিনেমার পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। ছবিটির নাম লাহোর ১৯৪৭।'
অভিনেতা আরও বলেছেন, 'আমরা ভীষণ গুণী অভিনেতা সানির সঙ্গে কাজ করার জন্য উৎসুক হয়ে রয়েছি।' প্রসঙ্গত এই প্রথম জুটিবদ্ধ চলেছেন তারা।
সানি দেওলের সাম্প্রতিক ছবি 'গদর ২', দর্শকদের মধ্যে এক প্রকার তুফান তুলেছে। প্রভাসের 'বাহুবলি', শাহরুখের 'পাঠান'কে ছাপিয়ে গদর টু এর উপার্জন হয়েছিল ৫০০ কোটির বেশি। অন্যদিকে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা বিশেষ ভালো প্রতিক্রিয়া পায়নি দর্শকদের কাছ থেকে। এযাত্রায় সানি দেওলের কাঁধে ভর করেই কি আবারও বলিউডে উঠে দাঁড়াতে চাইছেন আমির! জানা যাবে সিনেমাটি মুক্তি পেলে।
নিজের জীবন নিজের মতো গুছিয়ে নিতেই অভ্যস্ত অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। যদিও মায়ের ভূমিকা পালন করে চলেছেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলে আরহানের জীবনে সক্রিয় তিনি। মাঝেমধ্যেই ছেলের সঙ্গে তাঁকে কোনও না কোনও রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায়। আবার ছেলেকে এগিয়ে দিতে এয়ারপোর্ট পর্যন্ত ছুটে যেতে দেখা যায় ব্যাকুল মা-কে। নেটিজেনদের মালাইকার এই মাতৃসত্ত্বা পছন্দের। মালাইকাও কি তাঁর এই ভূমিকা কম পছন্দ করেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, তাঁর খুব ইচ্ছে একটি কন্যাসন্তান দত্তক নেবেন। অভিনেত্রী এও জানিয়েছেন, ছেলেই তাঁর জীবনের সব। আরহানকে তিনি ভীষণ ভালোবাসেন। একজন কন্যা সন্তান দত্তক নিতে চান, তাকে একটি পরিবার দিতে। মালাইকার অনেক বন্ধু আগে এমন কাজ করেছেন, তাঁদের দেখেই নাকি অনুপ্রাণিত তিনি। তবে এই বিষয়ে ছেলে আরহানের সম্মতি দরকার। তাই ছেলের সঙ্গেই এই প্রসঙ্গে আলোচনা করেন অভিনেত্রী।
এক ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, 'আমি যে পরিবার থেকে এসেছি সেখানে মেয়ে বেশি। এখন অনেক ছেলেরা রয়েছে। আমার মেয়ে নেই বলে আক্ষেপ রয়েছে। আমি আমার ছেলে আরহানকে খুব ভালোবাসি। কিন্তু আমার সবসময়ই মনে হয়, ইশ যদি আমার একটা মেয়ে থাকত। আমার বোন রয়েছে। আমরা একে অপরের সঙ্গে সব ভাগ করে নিই. সবসময় একে অপরের পাশে থাকি। একটা মেয়ে থাকলে তাকে নিজের মতো সাজাতে পারতাম ভেবে আফসোস হয়।
রাজনীতিক ফাহাদ আহমেদকে (Fahad Ahmed) বিয়ে করার পর অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে মা হয়েছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যজাতের নাম দিয়েছেন রাবিয়া রমা আহমেদ (Rabiyaa Rama Ahmed)। দেখতে দেখতে পৃথিবীতে ৬ দিন কাটিয়ে ফেলেছে সে। তাই স্বামী ও পরিবারকে নিয়ে মেয়ের 'ষঠি' উদযাপন করলেন তিনি। শুধু উৎসব নয় পরিবারে ধর্মীয় মেলবন্ধন বজায় রাখতে তৎপর তিনি। নিজের সামাজিক মাধ্যমেই তুলে ধরলেন মেয়ের ষষ্ঠী উদযাপনের তাৎপর্য।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, বিয়ের পর থেকেই আমরা হিন্দু ও ইসলাম ধমের সাধারণ রীতি-রেওয়াজগুলো উদযাপন করছি। যাতে আমি আরও বেশি করে বিশ্বাস করেছি মানুষের মধ্যে যেকোনোওরকম বৈচিত্র থাকতে পারে, কিন্তু ভালোবাসার ভাষা সাধারণ। উত্তরপ্রদেশ ও বিহারে সন্তানের জন্মের ষষ্ঠ দিনটিকে উদযাপন করা হয়। যেখানে মা এবং সন্তান হলুদ রঙের পোশাক পরে এবং পিসি সন্তানের মা বাবার চোখে কাজল দেয় সন্তানকে কুনজর থেকে বাঁচাতে।'
অভিনেত্রী এই অনুষ্ঠানে নিজেই গান গেয়েছেন। বিশেষ করে পুত্রসন্তানের আগমন উদযাপন করার জন্য 'সোহার' নাম একটি বিশেষ গান গাওয়া হয়। নিজের কন্যাসন্তানের জন্য সেই গান গেয়েছেন অভিনেত্রী। ভিডিওতে মেয়ে রাবিয়াকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ফাহাদকে। পরিবার পরিজনেরও উপস্থিতি ছিল সেইসঙ্গে।
অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) কাছে নিজের মন খুইয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুধু কি তাই, রাজনীতিবিদ সাংসারিক জীবনে একেবারে জব্দ হয়ে গিয়েছেন। বাগদানের আগে রাঘবকে শপথ নিয়ে বলতে হয়েছিল, 'পরিণীতিই সবসময় সঠিক'। এই জের জারি রইল বিয়ের আগে পর্যন্ত। তবে এবার কেবল পরিণীতি নয়, পুরো চোপড়া পরিবারের কাছেই হার মানতে হল রাঘবকে।
সামাজিক মাধ্যমে পরিণীতি চোপড়া নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। বিয়ের আগে ময়দানে মুখোমুখি হয়েছিলেন 'চোপড়াস' এন্ড 'চাড্ডাস'। একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। একদিকে ছিল পরিণীতি ও তাঁর পরিবার বন্ধুবান্ধব, একইভাবে অপরদিকে ছিলেন রাঘব। পরিনীতিকে দেখা গিয়েছে গেরুয়া রঙের 'ব্রাইড লেখা টিশার্ট ও ডেনিমে। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছিল নীল রঙের টিশার্ট ও ডেনিমে।
বিয়ের আগে গুলি চামচ, তিন পায়ে দৌড়, মিউজিক্যাল চেয়ারের মতো বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। অন্যান্য খেলার ফলাফল জানা না গেলেও ক্রিকেট ম্যাচের বিজেতা হয়েছেন কনেপক্ষ। অনেকে সমালোচনা করে বলেছেন, 'বিয়ে না স্পোর্টস ডে?' এই বিষয়ে অবশ্য পরিণীতির যুক্তি, 'বিয়ের জন্য নতুন ট্র্যাডিশন তৈরী করছি। কোনও চাপ নয়, নাটক নয় শুধু নিজেদের পরিবারের সঙ্গে উপভোগ করছি এবং ভালোবাসা উদযাপন করছি।'
আর মাত্র কিছুদিনের অপেক্ষা, দুর্গাপুজোর প্রাক্কালে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখার্জী (Shiboprasad Mukherjee) পরিচালিত সিনেমা 'রক্তবীজ' (Raktabeej)। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। চারদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছা। তার মধ্যেই শুভেচ্ছা পাঠালেন শাহেনশা।
সামাজিক মাধ্যমে একেবারে প্রকাশ্যে 'রক্তবীজ'-এর জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। এই প্রথম নয়, এর আগে 'বেলাশুরু'র জন্য পরিচালক জুটিকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন তিনি। এমন মহীরুহর শুভেচ্ছা পেয়ে কার না ভালো লাগে! তাই বেশ উচ্ছ্বসিত শিবপ্রসাদ।
প্রসঙ্গত বাংলা সিনেমাকে বহু ভালো মানের সিনেমা উপহার দিয়েছেন শিবপ্রসাদ নন্দিতা জুটি। মাঝে বেশ কিছুদিন তাদের কেবলমাত্র প্রযোজনাতেই দেখা গিয়েছিল। চলতি বছর পুজোয় আবারও পরিচালনায় ফিরেছেন তারা।
'রক্তবীজ' সিনেমার কাস্টিং-এও রয়েছে চমক। বেশ কিছু বছর পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও অন্যান্যরা। সিনেমা ট্রেলার বেশ প্রশংসনীয়।
এতদিন ভিন্ন ধারার ছবি উপহার দিয়েছিলেন পরিচালক জুটি। এই প্রথম ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন তারা। ফ্যামিলি ড্রামা ছেড়ে ক্রাইম থ্রিলারে কতটা প্রশংসা পান তারা, এখন সেইটাই দেখার। তবে বিগ বি-র প্রশংসা, তাদের যে বাড়তি যোগান দিল তা নিয়ে কোন সন্দেহ নেই।
২০১৯ সালে বাংলার সিনেমাহলে মুক্তি পেয়েছিল অরিন্দম শীল পরিচালিত সিনেমা, 'মিতিন মাসি'। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। গুমনামী, পাসওয়ার্ড-এর মতো হেভিওয়েট সিনেমার মধ্যে থেকেও দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন 'মিতিন মাসি' (Mitin Mashi)। সেই জের জারি রাখতে চলতি বছর দুর্গাপুজোয় আবারও ফিরতে চলেছেন 'মিতিন মাসি'। তবে এবারে আর শহরে নয়, মিতিন মাসিকে দেখা যাবে জঙ্গলে।
চোরা শিকারির রক্তচক্ষুতে যখন একের পর এক পশুর জীবন বিপন্ন, তখন তাঁদের ত্রাতা হয়ে উঠবেন মিতিন মাসি। এবারেও মুখ্য চরিত্রে দেখা যাবে কোয়েলকে। সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাসকে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলতে বেশ কিছু পশুকে শ্যুটিংয়ে দেখানো হয়েছে, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁদের সঙ্গে বন্ধুত্ব হওয়া জরুরি ছিল। তাই জন্য কোয়েলকে কী করতে হয়েছে জানেন! সামাজিক মাধ্যমের পর্দায় দেখা গিয়েছে সেই ঝলক।
অভিনেত্রী সিনেমার সবচেয়ে বড় সহ-অভিনেতার সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। তিনি আর কেউ নয়, হাতি। সিনেমার শ্যুটিংয়ে বহু দৃশ্যে দেখা যাবে তাকে। তবে কোয়েল কিন্তু সহজে বন্ধুত্ব করতে পারেননি। হাতিটিকে নিয়মিত আদর করতে হয়েছে কোয়েলকে। খাওয়াতে হয়েছে তার প্রিয় সবজি। এই সহ-অভিনেতার সঙ্গে কাজ করে বেজায় খুশি অভিনেত্রী। হাতিটিকে আদুরে ও বন্ধুত্বপূর্ণ লেগেছে অভিনেত্রীর।
৩ বছর হল প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা চলে গিয়েছেন, কিন্তু থেমে নেই সময়। দেখতে দেখতে তাঁর অভিনীত সিনেমা 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর (MS Dhoni The Untold Story) সাত বছর হয়ে গিয়েছে। 'কাই পো চে' সিনেমা দিয়ে বড় পর্দায় সুশান্তের অভিষেক হলেও, অভিনেতা হিসেবে তাঁকে মাইলস্টোন দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এখনও দর্শকদের ভীষণ পছন্দের হয়ে রয়েছে সিনেমাটি।
সিনেমায় সুশান্তের বিপরীতে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। প্রসঙ্গত, এই ছবিটি দিয়েই হিন্দি ছবিতে ডেবিউ করেছিলেন দিশা। তাই ছবি এবং প্রথম হিরো, দুইয়ের জন্য রয়ে গিয়েছে ভালোবাসা। 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর সম্পটোম বর্ষপূর্তিতে ভীষণ খুশি দিশা। একইসঙ্গে আবেগপ্রবণও। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের মনের কথা।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে সিনেমায় তাঁর ও সুশান্তের একটি ছোট্ট অংশের ফুটেজ আপলোড করেছেন। একইসঙ্গে লিখেছেন, ' আমার প্রথম হিন্দি সিনেমায় এই সুন্দর যাত্রার জন্য আমি কৃতজ্ঞ। পূর্হৃদয় দিয়ে তাঁদের ভালোবাসো যারা তোমাকে আনন্দে রাখে, নিরাপদ রাখে এবং তোমার কথা শোনে। অনুশোচনা করার জন্য জীবন খুবই ছোট। আমরা একে অপরকে বিদায় জানাতে পারিনি কিন্তু আশা করি তুমি আনন্দে ও শান্তিতে আছ।'
রবিবাসরীয় সকালে নেটিজেনদের যখন ঘুমের ঘোর ভাঙেনি। তখনই সামাজিক মাধ্যমে টলিউড (Tollywood) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) ছবি দেখে সম্বিত ফিরল অনেকের। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। কোন পশ্চিমী পোশাক নয়, এবার তিনি 'শাড়িতে নারী'। মিষ্টি ছবিগুলি দেখে ঘোর লেগে যায় নেটিজেনদের চোখে।
অভিনেত্রী নিজের জন্য বেছে নিয়েছেন হালকা রঙের শাড়ি। সঙ্গে সাদা ব্লাউজ। চুলের ঢল নেমেছে পিঠ পর্যন্ত। অভিনেত্রীর চাহনি যেন ঝড় তুলেছে ভক্তদের মনে। সেই ছবি আপাতত ইন্টারনেটে চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছে।
শাড়ি পরবেন আর ফটোশ্যুট করবেন না তা কি হয়! বেশ কিছু ছবি তিনি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। কখনও হাসিমুখ, কখনও লাজুকে, কখনও আবার মোহময়ী রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ঋতাভরীর মুখে এত আনন্দ দেখা যাবে নাই বা কেন। তিনি এখন সপ্তম স্বর্গে। আর কিছুদিন পরে মুক্তি পেতে চলেছে তার প্রথম অভিনীত ওটিটি সিরিজ 'নন্দিনী'। সেই আনন্দের জেল্লায় হয়তো প্রতিফলিত হয়েছে অভিনেত্রীর চেহারায়।
সোহিনী সরকার (Sohini Sarkar) কেবল টলিউডের (TOllywood) অভিনেত্রী নয়, তিনি 'বাংলার ক্রাশ'-ও বটে। ধারাবাহিকের পর্দা থেকে অভিনয় শুরু করেছিলেন। এরপর সোজা বড় পর্দায় পদার্পণ করেছিলেন। আজকাল সোহিনীকে ছোট পর্দায় দেখা যায় না। তবে বড় পর্দা ও ওটিটিতে তাঁর অবাধ বিচরণ। একের পর এক সিনেমা সিরিজে তিনি নিয়মিত মুখ। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত অনেকে। অভিনেত্রীর রূপের ভক্তও কম নেই।
সোহিনীর যে বয়স বাড়ছে তাও বোঝার উপায় নেই। এক এক করে, আরও এক বছর বয়স বেড়ে গেল অভিনেত্রীর। পয়লা অক্টোবর সোহিনীর জন্মদিন। শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। জন্মদিনের প্রথম কেক বাড়িতেই কেটেছেন সোহিনী। সেই ঝলক আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একেবারে সাদা একটি পোশাকে দেখা গিয়েছে বার্থডে গার্লকে।
কাজের দিক দিয়েও সোহিনীর সময়টা বেশ ভালোই যাচ্ছে। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'সম্পূর্ণা'-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ব্যাপক সাফল্য পাওয়ার পর। দ্বিতীয় পর্বটি নিয়েও দর্শকেরা বেশ খুশি। সামাজিক মাধ্যমে সোহিনীকে শুভেচ্ছার বন্যা বইয়েছে ভক্তরা।