২৮ এপ্রিল, ২০২৪

Pankaj Udhas: প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাস, বলিপাড়ার গজল শিল্পীর চিরবিদায়ে শোকস্তব্ধ
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-26 17:40:31   Share:   

প্রয়াত গজল বিখ্য়াত পঙ্কজ উধাস। মৃত্য়ুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। সোমবার মুম্বইয়ে গানের জগৎ থেকে চিরকালের জন্য় বিদায় নিয়েছেন তিনি। এদিন দুপুরে টুইটারে পোস্টের মাধ্য়মে গায়ক পঙ্কজ উধাস-এর মেয়ে নায়াব উধাস তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন। 

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন পঙ্কজ উধাস। আট থেকে আশি সবার মনে গান দিয়ে জায়গা করে নিয়েছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাস। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া এই অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের স্থায়ী রয়েছে। এছাড়াও নানাবিধ অ্য়ালবামেও কাজ করছিলেন তিনি। ৮০-র দশকে হিন্দি গানের জন্য় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর এই হঠাৎ মৃত্য়ুতে শোকস্তব্ধ গোটা বলিপাড়া।  


Follow us on :