০৫ মে, ২০২৪

Mursidabad: বোরখা পড়ে সুদ কারবারির নামে প্রতারণা, ফাঁদে পড়ে বাড়িঘর খোয়ালেন গৃহবধূ
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-25 18:46:25   Share:   

বোরখা পড়ে অবৈধ সুদ কারবারি করে প্রতারণার অভিযোগ। প্রতারণার ফাঁদে পা দিয়ে বাড়িঘর খোয়ালেন রেক্সোনা খাতুন নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামে। 

জানা গিয়েছে, বছর খানেক আগে আকবর হোসেন রেক্সোনার কাছে দু'লক্ষ টাকা সুদে ধার নেয়। কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে। কিন্তু দুবাই থেকে প্রতিমাসের সুদ ১০ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দিতেন তিনি। আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধও করেন। সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল।

অভিযোগ, শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র নিয়ে নেন রেক্সোনা। শুধু আকবর নয়, গ্রামের এমন আরও পাঁচ থেকে ছটি ভিটেবাড়ি এভাবেই দখল করেছে রেক্সোনা। বোরখা পড়া গৃহবধুর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা।


Follow us on :