২৮ এপ্রিল, ২০২৪

Rupam Islam: রূপমের শোতে চরম বিশৃঙ্খলা! সময়ের আগেই শো শেষ করে কী জানালেন সঙ্গীতশিল্পী
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-03 19:11:03   Share:   

ফসিলস বা রূপম ইসলাম, এই দুটো নামই বাঙালিদের কাছে এক 'ইমোশন'। আর রূপম ইসলামের যে কতটা ফ্যান ফলোয়িং, তা ফের একবার দেখা গেল মঙ্গলবার মধ্যমগ্রামের এক অনুষ্ঠানে। মধ্যমগ্রামের এক মেলায় রূপম ইসলামের শো ছিল। আর সেখানে উপচে পড়ে মানুষের ভিড়। মানুষের ঢল এতটাই নেমে পড়েছিল যে, বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনুষ্ঠানে ও এমনকি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করা হয় রূপম ইসলামের শো। আবার অনুষ্ঠানে আসা ভক্তদের চাপে একসময় যশোর রোড-সহ মধ্যমগ্রাম সোদপুর রোডে যান চলাচলও স্তব্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার সেই অনুষ্ঠানকে নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে বুধবার রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, যে কেন গতকালের অনুষ্ঠান মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মধ্যমগ্রামে হাজির হয়েছিলেন রূপম ইসলাম। তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন অগুনতি ভক্ত। মঞ্চে দাঁড়িয়ে যখন একের পর এক হিট গান করছিলেন গায়ক, তখনই কাতারে কাতারে মানুষ প্রবেশ করতে থাকে সেই জায়গায়। মুহূর্তের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনার। এর পর গতকালের অনুষ্ঠানের এক ভিডিও শেয়ার করে এদিন রূপম ইসলাম লিখেছেন, 'গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিসের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।'


Follow us on :