Breaking News
Anubrata: 'প্রভাবশালী' বলেই জেলে থেকেও জেলা সভাপতি কেষ্ট !      Rahul: সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজ্ঞপ্তি লোকসভার      Rahul: সুরাতের আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, দু'বছরের জেল সাংসদের      Mamata: ওড়িয়াতে কহন্তি, লেকিন হামারা ভুল-ভাল হো জায়েগা: মমতা      Film: কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অয়নের ছবিতে ঋত্বিক-সোহিনী, বিতর্কে কী প্রতিক্রিয়া?      ISL: ফাইনাল খেলার ভোরে স্বপ্ন দেখলাম মোহনবাগান জিতেই গিয়েছে: মমতা      Ayan: শান্তনু ঘনিষ্ঠ অয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ বহু পুরসভার চেয়ারম্যানের, তবে কি ইডির ডাক পাবেন তাঁরাও?      Covid 19: ছয় রাজ্য করোনা প্রবণ, এখন থেকেই সতর্ক হতে কেন্দ্রের চিঠি      Bony: 'ভুল হয়ে গিয়েছিল, শুধরে নিলাম', টাকা ফেরতের পর বললেন বনি      Meet: অনুব্রতহীন বীরভূমের দায়িত্বে খোদ মমতা, সংখ্যালঘু সেলেও রদবদল     

দেশ

Gujarat: একতাই বল! কুকুরের ঘেউ-ঘেউয়ে লেজ তুলে পালালো বনের রাজা

অবাক কাণ্ড! কুকুরদের তাড়া খেয়ে পালালো বনের রাজা! এ কি কখনও সম্ভব? তবে শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে গুজরাটের গির সোমনাথ নামক গ্রামে। আপনাার সবসময় দেখেছেন সিংহকে হরিণ, ছাগলদের শিকার করতে। কিন্তু এখানে ঘটেছে এর একদমই উল্টো। এখানে শিকার করা দূর কোনওরকমের কোনও হুঙ্কারও করল না সিংহ, বরং রাস্তা থেকেই তাকে তাড়িয়ে বিদায় করল কুকুরের একটি দল।

সম্প্রতি এই ঘটনারই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, গুজরাটের গির সোমনাথের গ্রামের এক রাস্তায় রাতের দিকে এক সিংহ ঘুরে বেড়াচ্ছে। আর তখনই সেই জায়গার কিছু কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাকে তাড়া দিয়ে বিদায় করে। তারপর সিংহ সেখান থেকে সামনে থাকা গরুর দিকে ছুটে পালিয়ে যায়।

এই ভিডিওতে ইতিমধ্যেই ২০ হাজারের বেশি ভিউ এসেছে। সিংহের এই কাণ্ড দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। নেটিজেনদের কেউ লিখেছেন, 'একতাই শক্তি।' কেউ আবার কুকুরদের এমন সাহস দেখে তাদের প্রশংসা করেছেন। অন্যদিকে সিংহের এরূপ দেখে মজাও করেছেন নেটিজেনরা। কেউ বলেছে, এই জায়গায় সিংহের বদলে লেপার্ড থাকলে বিষয়টা অন্যরকমের হত।


3 hours ago
Rahul: সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজ্ঞপ্তি লোকসভার

বাতিল করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্য পদ। একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় কর্তৃক। লোকসভার সচিবালয় সূত্রে খবর, গুজরাটের সুরাট আদালতে একটি মানহানির মামলায় ২ বছরের সাজা হয় রাহুলের। ভারতের লোকসভার সদস্যদের জন্য করা নিয়ম অনুযায়ী, ২ বছরের সাজা হলে তাঁকে সদস্য পদে আর রাখা যাবে না, সেই নিয়ম বলবৎ করে রাহুলের সদস্য পদ বাতিল করা হয়েছে লোকসভার সচিবালয় সূত্রে। 


প্রসঙ্গত, মোদী বিরোধী একটি মন্তব্য করেছিলেন রাহুল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাহুল বলেছিলেন, ' সব চোরই কি মোদী হয়, মোদী, মোদী ,মোদী,  'এর পেক্ষিতে ২০১৯ সালে গুজরাটে সুরাট আদালতে মানহানির মামলা হয় রাহুলের বিরুদ্ধে, বৃহস্পতিবার সেই মামলার রায়ে সুরাট আদালত তাকে দুই বছরের সাজা শোনায়। এরপরেই আজ, শুক্রবার লোকসভার সচিবালয় কর্তৃক তাঁর সদস্য পদ বাতিল করা হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরলের ওয়েনাড  কেন্দ্রের সাংসদ ছিলেন।

7 hours ago
Earthquake: দিল্লির পর এবার মধ্য প্রদেশ কাঁপলো ভূমিকম্পে, কত মাত্রা রিখটার স্কেলে

দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রদেশ (Madhyapradesh)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভূমিকম্প (Earthquake) আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এনসিএস অনুসারে, সকাল ১০টা ৩১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ২৮ কিমি দক্ষিণ পূর্বে এই কম্পন অনুভূত হয়।এনসিএস আরও জানিয়েছে যে, রিখটার স্কেলে একটি ভূমিকম্প মণিপুরের মইরাং-এ আঘাত হানে। সেখানে সকাল ৮টা ৫২ মিনিটে মইরাং-এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।

উল্লেখ্য, গোয়ালিয়রে রয়েছে ভারতীয় সেনার ক্যাম্প। সেখানে কোনওরকম ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। গত মঙ্গলবার রাতে আফগানিস্তান কেঁপে উঠেছিল ভূমিকম্পে। উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল কম্পন। দিল্লি, গুরুগ্রাম, নয়ডার পাশাপাশি শ্রীনগরেও কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছিল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাও। আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রায় দু’মিনিট ধরে কেঁপেছিল রাজধানী। বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন।

7 hours ago


Crash: গোত্তা খেয়ে বাড়ির ছাদে ভাঙলো গ্লাইডার বিমান! জখম এক কিশোর-সহ পাইলট

বাড়ির উপর আছড়ে (Plane Crash) পড়ল একটি গ্লাইডার বিমান, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমধ্যমে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে। যদিও ঘটনায় বিমানের পাইলট ও এক সওয়ারি গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, ধানবাদের (Dhanwad) বারওয়াডা বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। ওই বিমানে পাইলট ছাড়াও কুশ সিংহ নামে বছর চোদ্দর এক কিশোর ছিল। পুলিস সূত্রে খবর, ধানবাদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল কুশ। বারওয়াডা বিমানবন্দর থেকে ওই ছোট বিমানে চেপেছিল সে। তারপরই এমন ঘটনা।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বিমানটি ওড়ার পরই বিমানের প্রপেলার কাজ করা বন্ধ করে দেয়। ফলে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থাতে পাইলট বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণের চেষ্টা চালান। কিন্তু তিনি অসফল হন। ফলে বিমানবন্দর থেকে ওড়ার পর ৫০০ মিটারের মধ্যেই বিরসা মুন্ডা পার্কের কাছে নীলেরশ কুমার নামের এক ব্যক্তির বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি। তবে নীলেশের পরিবারের কেউই আহত হননি। বিমানটি গোত্তা মেরে বাড়ির ভিতরে ঢুকে পড়ার ফলেই পাইলট এবং সওয়ারি গুরুতর আহত হন।

7 hours ago
Kerala: আরিকোম্বানের তাণ্ডবে বিরক্ত মানুষ, ক্ষান্ত করতে চার কুনকির সাহায্য নিচ্ছে বন দফতর

হাতির উৎপাত বেশ কয়েকদিন ধরেই, তাই এবার এক বিশেষ পদক্ষেপ নিয়েছে কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট (Kerala forest Department)। কেরালার ইদুক্কি জেলার চিন্নাকানাল ও শান্থানপারা অঞ্চলে আরিকোম্বান নামক এক হাতির (Elephant) তাণ্ডবে একপ্রকার তিতিবিরক্ত সেখানকার স্থানীয়রা। ফলে স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে কেরালার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পরিকল্পনা নিয়েছে যে, আগামী রবিবার বনকর্মীরা চারটি কুনকি হাতি ব্যবহার করবেন আরিকোম্বান নামক দাঁতালকে ধরার জন্য।

এই চারটি কুনকি হাতির নাম- কুঞ্জু, কোনি সুরেন্দ্র, সূর্য ও বিক্রম। এই চারটি হাতিই ভালোভাবে প্রশিক্ষিত ও এসব বন্য হাতিদের ধরতে পটু। এই বনে এমন ধরণের মিশন এই প্রথমবারই ঘটতে চলেছে। পশু ডাক্তার প্রধান অরুণ জাকারিয়ার নেতৃত্বে এই কাজটি হতে চলেছে আগামী রবিবার। এই মিশনটি সফলভাবে সম্পন্ন করার জন্য ৭১ জন সদস্যদের নিয়ে ১১টি দল তৈরি করা হবে ও এর পাশাপাশি কুনকি হাতিগুলিকে নিয়ে মক ড্রিলেরও আয়োজন করা হবে।

আরিকোম্বানকে ধরার জন্য বৃহস্পতিবার থেকে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। তাঁরা যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্য এই পদক্ষেপ। আবার মালায়লাম, তামিল ভাষায় সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও রবিবার বন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে কাউকেই বাড়ির বাইরে যেতে না করা হচ্ছে, যতক্ষণ না বন্য দাঁতালকে পাকড়াও করা হচ্ছে।

8 hours ago


TTE: বিনা টিকিটের যাত্রী থেকে এক অর্থবর্ষে কোটি টাকা ফাইন আদায় টিটি-র!

বিনা ট্রেন টিকিটের যাত্রীদের জরিমানা করে রেলের (Indian Railway) হাতে তুলে দিলেন ১ কোটি টাকা। নেপথ্যে দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক (TTE) রোজালিন আরোকিয়া মেরি। জানা গিয়েছে, দক্ষিণ রেলের টিকিট ইনস্পেক্টরের পদে কর্মরত রোজালিন। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ জরিমানার অর্থ সংগ্রহ করে রেলের হাতে তুলে দিলেন তিনি।   

এই নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন রোজালিন। এই বিষয়ে রেল মন্ত্রক রোজালিনের একটি ছবি দিয়ে টুইটারে লিখেছে, 'নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যে অবিচল ছিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেন তিনি।' 

শুধু রোজালিনই নয়, ২০২২-২৩ অর্থবর্ষে ২৭ হাজার ৭৮৭ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেন চেন্নাই ডিভিশনের এস নন্দকুমারও। তাঁর এই কৃতিত্বের জন্য দক্ষিণ রেলের তরফে পুরস্কারও দেওয়া হয়েছে নন্দকুমারকে।

11 hours ago
Marriage: শেষ ইচ্ছাপূরণ, বাবার দেহের সামনে প্রেমিকাকে বিয়ে তামিলনাড়ুর যুবকের

মৃত্যুর আগে বাবার শেষ ইচ্ছে ছিল ছেলের বিয়ে (Marriage) দেখে যাবেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই ইচ্ছাপূরণ হয়নি। ছেলের বিয়ে নিজের চোখে দেখার আগেই মৃত্যু হয় প্রৌঢ়ের। তবে বাবার শেষ ইচ্ছে বলে কথা। তাই বেঁচে থাকা অবস্থায় না হলেও মৃত্যুর পর সেই ইচ্ছাপূরণ করলেন ছেলে। বাবার শেষকৃত্যের আগে মৃতদেহের (DeadBody) সামনে প্রেমিকাকে বিয়ে করলেন ছেলে। এরপর বাবার সমস্ত ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন ছেলে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কাল্লাকুড়ি এলাকায়।

জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ের নাম ভি রাজেন্দ্রন (৬৫)। যিনি একজন সমাজকর্মী এবং ডিএমকে-র একজন সক্রিয় সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে আরও বিপত্তি ঘটায়। এরপর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভর্তি করানো হয়েছিল স্থানীয় একটি হাসপাতালে।

পরিবার সূ্ত্রে খবর, ওই সমাজকর্মীর ছেলে আর প্রবীণ (২৯) তামিলনাড়ুতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। বাবার কথা রাখতে চেন্নাইয়ের মেদাভাক্কাম এলাকার বাসিন্দা তথা সহকর্মী এস সৌরনামালিয়া (২৩)-র সঙ্গে ২৭ শে মার্চ বিয়ে দিন ফাইনাল করেছিলেন। কিন্তু তার আগেই এই পরিণতির জেরে বাবার নিথর দেহের সামনেই সারলেন বিয়ে। দুই পরিবারের সম্মতিতেই ছোট করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

উল্লেখ্য, এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় তাঁদের। কেউ কেউ বলেন, বাবার মৃতদেহের সামনে কীভাবে কেউ বিয়ে করেন? যদিও এসব আলোচনাকে পাত্তা না দিয়ে বাবার ইচ্ছেকেই গুরুত্ব দিয়েছেন ছেলে ও পরিবার।

yesterday
Rahul: সুরাতের আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, দু'বছরের জেল সাংসদের

প্রধানমন্ত্রীর (PM Modi) পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যে দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা রাহুল (Rahul Gandhi) গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করল গুজরাতের একটি আদালত। বৃহস্পতিবার সুরাত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করেছে রাহুলকে। দু’বছরের জেলের সাজা হলেও আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। জানা গিয়েছে, আগামি চার সপ্তাহ তাঁর গ্রেফতারি কার্যকর না করার নির্দেশ দিয়েছে আদালত।

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের সে আশঙ্কা রয়েছে। যদিও বিচারক এইচএইচ বর্মার এজলাসে সাজা কমানোর আবেদন জানিয়েছেন রাহুলের আইনজীবী কিরীট পানওয়ালা। তাঁর মক্কেলের মন্তব্যে কারও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন তিনি। জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার জন্য রাহুলকে ৩০ দিন সময় দেন বিচারক বর্মা।

yesterday


Jharkhand: চার মাসের এক শিশুকে পায়ের তলায় পিষে মারার অভিযোগ খোদ পুলিসের বিরুদ্ধে

চার মাসের এক শিশুকে পায়ের তলায় পিষে মারার অভিযোগ। অভিযোগ উঠল পুলিসের (Police) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিস। তবে ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। 

জানা গিয়েছে, গিরিডি জেলার কোসোগন্ডদিঘি গ্রামে শিশুটির ঠাকুরদা ভূষণ পাণ্ডের নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি হওয়ায় তাঁকে ধরতে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিস। পুলিসকে দেখে ভূষণের পরিবারের সদস্যরা তাড়াতাড়ি পালাতে গিয়ে চার মাসের নাতিকে বাড়িতেই ফেলে যান।  

শিশুটির মার অভিযোগ, পুলিস বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। তখনই একটি ঘরের মেঝেতে শোয়ানো ছিল তাঁর চার মাসের সন্তান। বাড়িতে ফিরে শিশুটির নিথর হয়ে পড়ে থাকতে দেখেন। তিনি আরও বলেন, অভিযুক্তকে ধরতে না পেরে শিশুটিকেই পায়ের তলায় পিষে মেরেছে পুলিস। এলাকাবাসীদের দাবি, ভূষণকে ধরতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিসবাহিনী। সেই সময় শিশুটিকে বাড়ির মেঝেতে শোয়ানো ছিল। তখনই পুলিসবাহিনীর পায়ে তলায় চাপা পড়ে যায় শিশুটি। পুলিসের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

গিরিডি জেলার পুলিস সুপার সঞ্জয় রানা জানিয়েছেন, ইতিমধ্যেই শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

yesterday
Flight: ফের বিমানসেবিকা এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার! অভিযুক্ত দুই মত্ত যাত্রী

ইন্ডিগো বিমানে (Indigo Flight) বিমানসেবিকা এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও উত্যক্ত করার অভিযোগ উঠেছে দুই মত্ত যাত্রীর বিরুদ্ধে। ঘটানাটি ঘটেছে দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে। বিমানটি মুম্বইয়ে অবতরণ করার পর মত্ত দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করলে আদালতের তরফে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বলে পুলিস আধিকারিকরা জানিয়েছেন।

সম্প্রতি ১১ মার্চ বিমানের শৌচালয়ে ধূমপান করার অভিযোগ সহ বিমানের যাত্রীদের অসংযত ব্যবহারের এটি এই বছরের সপ্তম ঘটনা। এক পুলিস আধিকারিক জানান, ওই দুই মত্ত অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুজনেই দুবাইয়ে কাজ করেন। তাই প্রায় এক বছর পর বাড়ি ফেরার আনন্দে বিমানের মধ্যেই মদ্যপান করেন তাঁরা। এক জন চলন্ত বিমানের করিডরেই মদ্যপান করতে শুরু করেন। বিমান সেবিকারা বাধা দিতে গেলে বিমান সেবিকা ও সহযাত্রীদের অকথ্য ভাষায় কথা বলেন অভিযু্ক্তরা।

তাই অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে ওই পুলিস আধিকারিক জানিয়েছেন।

yesterday


Tamil Nadu: ছাত্রীর গায়ে হাত তোলা! স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে

পড়ুয়ার গায়ে হাত তোলায় স্কুলশিক্ষককে মারধরের (Teacher beaten) অভিযোগ। অভিযোগ উঠেছে ছাত্রীর অভিভাবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) তুতিকোরিন জেলায়। ছাত্রীর বাবা-মাকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করেছে পুলিস (Police)।  

জানা গিয়েছে, নির্যাতিত শিক্ষকের নাম আর ভারত। তিনি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। স্কুলে ক্লাস চলাকালীন মন দিয়ে পড়া শুনছিল না ওই ছাত্রীটি। এমনকি সহপাঠীদের সঙ্গে ঝগড়াও করছিল সে। তাই শিক্ষক তাঁকে নিজের আসন ছেড়ে অন্য বেঞ্চে বসতে বলেছিলেন। তখনই বেঞ্চে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় পড়ুয়া। তারপরে বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গায়ে হাত তোলার মিথ্যা অভিযোগও করে ওই পড়ুয়া। এই কথা শুনেই শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়ে যান ওই ছাত্রীর অভিভাবকরা। 

স্কুল সূত্রে খবর, পড়ুয়ার বাবা-মা কোনও নিয়মকানুন না মেনে সোজা ক্লাসের ভিতর ঢুকে যান। অনেক বচসার পর ছাত্রীর বাবা হঠাৎই শিক্ষককে মারতে শুরু করেন। গোটা স্কুল চত্বরে শিক্ষককে তাড়া করে বেড়ান তিনি। এমনকি, স্কুলের মাঠে সাবার সামনে পড়ুয়ার বাবা-মা দু’জনেই মারধর করেন শিক্ষককে। ছাত্রীর বাবা শিক্ষকের দিকে পাথরের টুকরো ছুড়েও মারেন। এমনকি ছাত্রীর মা শিক্ষককে জুতো দিয়ে মারার হুমকিও দেন, দাবি প্রত্যক্ষদর্শীদের। 

এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে প্রামাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, আশ্বাস পুলিস আধিকারিকদের।

yesterday
Tamil Nadu: বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় মৃত ৭, আহত অন্তত ১৫ জন

বাজি তৈরির কারখানাতে ভয়াবহ বিস্ফোরণ (Explotion)। আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।  অগ্নিকাণ্ডে মৃত (Death) ৭ জন এবং জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমে বাজি তৈরির কারখানাতে ভয়াবহ আগুন লাগে। পুলিস সূত্রে খবর, বাজি তৈরি করার পর বাজিগুলোকে রোদে শুকোতে দিয়েছিলেন ওই কারখানার কর্মীরা। রোদে শুকোতে দেওয়া ওই বাজিগুলোতেই প্রথমে আগুন লাগে। তারপর সেই  আগুন গিয়ে ছড়িয়ে পড়ে পুরো কারখানার ভিতর। সঙ্গে সঙ্গেই ভয়ানক বিস্ফোরণ ঘটে যায়। সেই বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে যাওয়ার পথে আরো দু'জনের মৃত্যু হয়।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন বাজির কারখানার চারপাশে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। চারিদিকে ছিটকে পড়ে রয়েছে কারখানার কর্মীরা। স্থানীয়রা সকলে মিলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর দেওয়া হয় দমকল এবং অ্যাম্বুল্যান্সে। স্থানয়ীরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, এই কারখানার লাইসেন্স বৈধ কিনা তাও খতিয়ে দেখছেন।

2 days ago
Mamata: ওড়িয়াতে কহন্তি, লেকিন হামারা ভুল-ভাল হো জায়েগা: মমতা

মঙ্গলবার বিজেডি নেতা তথা মুখ্যমন্ত্রী নবীন (Nabin Pattanayak) পট্টনায়েকের সঙ্গে দেখা করতে ওড়িশায় উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata banerjee) বন্দোপাধ্যায়। বুধবার তিনি পুরীর মন্দিরে পুজোও দেন। এদিন পুরীতে(Puri) বাঙালি আবাসনের জন্য জমি দেখতে যান তিনি। বৃহস্পতিবার নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে তাঁর। ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যের নিবাস বানানোর জন্য জমি লিজে দিচ্ছে। তার মধ্যে বাংলার জন্যও জমি রয়েছে। বুধবার সেই জমিই দেখতে যান মমতা। সেখানে গিয়ে ওড়িশা প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৯৯ বছরের লিজে জমি দেবে ওড়িশা সরকার। তবে কতটা জমি তা, এখনও চুড়ান্ত হয়নি। মমতা জানিয়েছেন, বৃহস্পতিবার এই বিষয়ে সবিস্তার কথা হবে।

তিনি বলেন, 'ওড়িয়াতে কহন্তি লেকিন হামারা ভুলভাল হো জায়েগা। আমি খুশি আছন্তি। জমি দেখন্তি, পছন্দ হন্তি, কাল হাম নবীনজিকে সাথ মিলান্তি, হাম উসকে সাথ বাত কার লেঙে। জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে একটা নতুন বিমানবন্দর হচ্ছে। অন্যতম ভালো জায়গা।' কাল (বৃহস্পতিবার) সৌজন্য বৈঠক। উন্নয়ন বৈঠক। বাংলা নিবাস নিয়েও আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা। 

বিজেপি কিংবা কংগ্রেস-বিরোধী জোট নিয়ে নবীনের সঙ্গে কোনও কথা হবে কি না সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মমতা। এদিন তিনি স্থানীয় সাংবাদিকদের উত্তরে কখনও বাংলায়, কখনও হিন্দিতে, কখনও ওড়িয়া ভাষায় জবাব দেন। পুরী বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। সারা বছর পুরী ছাড়াও ওড়িশার বিভিন্ন জায়গায় বাংলার পর্যটকেরা যান। এ নিয়ে মমতা বলেন, 'বাংলার মানুষ ওড়িশাকে ফার্স্ট হোম, সুইট হোম মনে করে। বছরে পাঁচ বার আসেন অনেকে। রথ, উল্টোরথ, স্নানযাত্রা ছাড়াও ছুটিতে আসেন। অনেকেই হোটেল পান না। সেই কারণেই এখানে রাজ্যের নিবাস হওয়া জরুরি।’ নবীনকে পট্টনায়ককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানাব যে উনি ভেবেছেন। কাল উনি সিদ্ধান্ত নেবেন কত একর জমি বাংলা পাবে।'

2 days ago


Covid: দৈনিক পজিটিভিটি রেট একের উপরে, একদিনে হাজার ছাড়াল আক্রান্ত

ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস (Coronavirus)। দৈনিক সংক্রমণ ফের নতুন করে বেড়ে চলেছে। সূত্রের খবর, ২৪ ঘণ্টায় নতুন করে ১০০০-এর বেশি করোনা আক্রান্তর সংখ্যা জানা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, বুধবার দেশে মোট ১ হাজার ১৩৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করানো সংক্রমণ বাড়তে শুরু করলে প্রতিদিনের পজিটিভিটি রেট দাঁড়াল ১.০৯ শতাংশ ও সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৯৮ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, মঙ্গলবার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন, সোমবার আক্রান্ত হয়েছেন ৩৪ জন ও রবিবার এই সংখ্যা ছিল ৭২, শনিবারে আক্রান্তর সংখ্যা ছিল ৩৮। আর এবার দেশে আক্রান্তর সংখ্যা ১০০০-এর গণ্ডি পেরিয়ে গেল। ফলে এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে প্রতিনিয়ত করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি অব্যাহত। দেশজুড়ে যখন ইনফ্লুয়েঞ্জা এইচ৩এন২ ভাইরাসের দাপট বেড়েই চলেছে, তার মধ্যেই করোনা আক্রান্তর সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়ার ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, রাজধানীতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ৮ হাজার ৮৭ জন। মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৫২৪ জন। সক্রিয় আক্রান্তর সংখ্যা ২০৯। তবে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি আক্রান্তর সংখ্যা মাত্র ১৭, বেশিরভাগই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও এর দাপট সেই আগের মত নেই। তাই এই খবরে কিছুটা স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।

এই আবহেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, দিল্লি হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা খুবই কম। তবু এই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

2 days ago
Punjab: 'ভিন্ন রুপ' ধরে পুলিসের চোখে ধুলো অমৃতপালের, প্রকাশ্যে সেই ছবি

গত শুক্রবার থেকে 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান সমর্থক তথা খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) খুঁজছে পঞ্জাব পুলিস। এর আগেই জানা গিয়েছে, কীভাবে পঞ্জাব পুলিসের চোখে ধুলো দিয়ে গাড়ি পরিবর্তন করে শেষে মোটরবাইকে চেপে পালিয়ে গিয়েছে সে। ইতিমধ্যেই পঞ্জাব পুলিস (Punjab Police) সাতটি ভিন্ন লুকের ছবি শেয়ার করেছে। পুলিসের সন্দেহ, অমৃতপাল এভাবে পরিবর্তন করে অনবরত সে পালিয়ে চলেছে। তাই তাকে শনাক্ত করতে যাতে পুলিসের সুবিধা হয়, তাই প্রকাশ্যে আনা হয়েছে এই ছবিগুলো। সূত্রের খবর, ইতিমধ্যেই অমৃতপালের ৭০ জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আর এবারে অমৃতপালের খোঁজে পঞ্জাব পুলিসের সঙ্গে যোগ দিয়েছে বিএসএফও।

পঞ্জাব পুলিসের আইজিপি সুখচেন সিং গিল বলেন, 'অমৃতপাল সিং-এর বিভিন্ন পোশাকে সাতটি লুকের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এই ছবিগুলো মানুষের কাছে পৌঁছে দিন যাতে তাঁরাও অমৃতপালকে শনাক্ত করে তাকে পঞ্জাব পুলিসের কাছে ধরিয়ে দিতে পারে।'

আবার জানা গিয়েছে, ভাতিন্ডা এডিজিপি সুরিন্দর পাল সিং জানিয়েছেন, ভাতিন্ডা ও মানসা থেকে অমৃতপালের ৭০ জন সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করাও শুরু হয়েছে।

2 days ago