
চলতি বছরের ১৩ মে গোপনে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ঘনিষ্ঠ মহলে বাগদান সারলেও স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান। তাঁদের বিয়ের পরিকল্পনাও রূপকথার থেকে কম কিছু নয়। চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ রাজস্থানের বিলাসবহুল প্রাসাদপম হোটেলে বসবে বিয়ের বাসর। দু'দিনের অনুষ্ঠানের পরিকল্পনা একেবারে জমজমাট। এর আগে রিসেপসনের কার্ড প্রকাশ্যে এসেছিল। এবার বিয়ের অনুষ্ঠানের সময়সূচী ও পরিকল্পনা প্রকাশ্যে এলো।
২৩ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে, সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। দুপুরে অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে এলাহী খাবারের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার দিকে বলরুম লাগোয়া খোলা ছাদে হবে পরিণীতির চূড়া অনুষ্ঠান। ২৪ সেপ্টেম্বর সকালে রাঘবের সেহেরাবন্দীর অনুষ্ঠান হবে। এরপর তাজ হোটেল লাগোয়া লেক-এ বরযাত্রীর বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। দুপুর ৩টে ৩০ মিনিটে বরমালার অনুষ্ঠান হবে। বিকেল ৪টেয় সাত পাকে বাঁধা পড়বেন রাঘব পরিণীতি। সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে পরিণীতির বিদায় অনুষ্ঠান হবে।
২৪ তারিখ বিকেল ৮টা ৩০ মিনিট থেকে বিরাট রিসেপশন অনুষ্ঠিত হবে। খুব বাছাই করা অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুটি হোটেলে। আরও ৫০ জন ভিভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।