
আজ সেই বহু প্রতীক্ষিত দিন। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে (wedding) শুরু হবে আজ থেকে। শনিবার বিবাহপূর্ব নানা অনুষ্ঠানে ভরপুর থাকবে দিন। ডেস্টিনেশন ওয়েডিং করছেন তারকারা। উদয়পুরে দুটি বিলাসবহুল হোটেলে রয়েছেন বরপক্ষ ও কনেপক্ষ। লীলা প্যালেসে রয়েছেন পরিণীতি ও পরিবার অন্যদিকে তাজ হোটেলে রয়েছেন রাঘব ও পরিবার। আলাদা আলাদা হোটেলেই বর ও কনের নানা অনুষ্ঠান হবে।
সকাল ১০টায় লীলা প্যালেসে শুরু হয়েছে পরিণীতির চূড়া অনুষ্ঠান। শিখ বিবাহের ক্ষেত্রে বিয়ের আগে কনের হাতে লাল-সাদা চুরির গুচ্ছ থাকে। বরপক্ষ থেকেই আসে এই উপহার। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কনেকে এই চুড়ি পরানো হয়। শনিবার সকালে এই রীতি দিয়েই শুরু হয়েছে কনের বিবাহ প্রস্তুতি। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান।