
দীপিকা দাস: বলিউড ও রাজনৈতিক জগতে খুব শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের এক কার্ডও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে, তাঁদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আর এবারে খবরে এসেছে, শনিবার আপ সাংসদ রাঘব চাড্ডা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে তাঁদের এই বৈঠকের নেপথ্যে কী কারণ, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে জানা গিয়েছে, রাঘব চাড্ডা তাঁর বিবাহের জন্য 'দিদি' মমতাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন।
সূত্রের খবর, জি-২০ সম্মেলনের জন্য বর্তমানে রাজধানী দিল্লিতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নৈশভোজের আগেই মমতার সঙ্গে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সাক্ষাৎ করেন ও বৈঠক করেন। পরে বৈঠক শেষ হতেই জানা গিয়েছে, রাঘব তাঁর বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিয়ের কার্ড দিয়ে মমতাকে তাঁর বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, রাজস্থানে বসতে চলেছে রাঘব-পরীর বিবাহের আসর। সংগীত-মেহেন্দি-হলদি-বিয়ে অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। তারকা দম্পতির কাছের আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ২০০ অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুই হোটেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ ভিভিআইপি, ৫০ জন অতিথির জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আর এঁদের মধ্যে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।