
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। পরিকল্পিত ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারকারা। রাজস্থানে দুটি বিলাসবহুল হোটেলে চার হাত এক হবে দম্পতির। সেখানেই হবে বিয়ের আগের সমস্ত অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর, শনিবার ও ২৪ সেপ্টেম্বর রবিবার নানা আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। তার আগেই শুক্রবার সকালে রাজস্থানে পৌঁছে গেলেন পাত্র ও পাত্রী।
দিল্লি থেকে একেবারে সকালের বিমানে করেই রাজস্থান পৌঁছে গিয়েছেন পরিণীতি ও রাঘব। বিমানবন্দরের বাইরে ঢোল-তাসা ও নাগারা বাজিয়ে স্বাগত জানানো হয়েছে তাঁদের। পরিণীতি পরেছিলেন একটি লাল সঙ্গের জাম্পস্যুট। গায়ে জড়িয়েছিলেন একটি হালকা গোলাপি চাদর। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে কালো রঙের টিশার্ট ও নীল ডেনিমে। পোশাকের সঙ্গে মিল না থাকলেও অন্য একটি মিল দেখা গিয়েছে তাঁদের মধ্যে। বিয়ের রঙে রেঙে উঠেছেন তাঁরা। চেহারায় লাল আভা দৃশ্যত।
তবে একসঙ্গে রাজস্থান এলেও, আপাতত দু'জনের পথ ভিন্ন। কনেপক্ষ উঠবেন রাজস্থানের লীলা প্যালেসে অন্যদিকে বরপক্ষ থাকবেন তাজ লেক প্যালেসে। বিবাহপূর্ব অনুষ্ঠান হবে দুই পক্ষের আলাদা প্যালেসে। রবিবার সেহেরাবন্দির পর নৌকায় করে বউ আনতে যাবেন রাঘব। সেইদিনই বিকেলে হবে রিসেপশনের অনুষ্ঠান। দুটি হোটেলে ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যাওয়ার কথা রয়েছে সেখানে। পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া, মেয়ে মালতিকে নিয়ে বোনের বিয়েতে আসবেন, বলে জানা গিয়েছে।