
বি টাউন একসময় ছয়লাপ হয়েছিল অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha) প্রেমের গুঞ্জনে। তাঁদের একইসঙ্গে রেস্তোরাঁর বাইরে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে দেখা গেলেও, প্রেম নিয়ে স্পিকটি নট ছিলেন দু'জনে। যদিও সেই গুঞ্জন বেশিদিন জারিত করতে হয়নি। চলতি বছরের ১৩ মে, একে অপরের সঙ্গে বাগদান সারেন তাঁরা। এরপরেই সম্পর্কের কথা ঘোষণা করেন সর্ব-সমক্ষে।
বাগদানের পর বিয়ে নিয়েও একই রকম গোপনীয়তা বজায় রাখতে চাইছেন অভিনেত্রী। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বাগদান সারলেও, বিয়ে করতে চাইছেন একেবারে জাঁকজমকভাবে। বিবাহবাসরের ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন, রাজস্থান। সেখানেরই এক বিলাসবহুল প্রাসাদে সাত পাকে বাঁধা পড়তে চাইছেন পরিণীতি ও রাঘব। অভিনেত্রী নিজেই গিয়ে সমস্ত ব্যাবস্থাপনা খতিয়ে দেখে, তবেই বিবাহবাসর ঠিক করেছেন।
জানা গিয়েছে, বিয়ের সমস্ত প্রস্তুতি এখন পরিণীতির টিমের হাতে। ইতিমধ্যেই এক এক করে সমস্ত আয়োজন শুরু হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকেই পরিনীতিও নেমে পড়বেন ময়দানে। কারণ, ২৫ সেপ্টেম্বরই হতে পারে তাঁদের শুভ পরিণয়। এরপরেই গুরুগ্রামে জাঁকজমকভাবে রিসেপশন পার্টিও নাকি অনুষ্ঠিত হবে।