
বি-টাউনে বিয়ের সানাই বাজল বলে। হাতে গোনা কয়েকদিন পরেই চার হাত এক হতে চলেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ এমএলএ রাঘব চাড্ডার (Raghav Chadha)। গোপনে বাগদান করেছিলেন তাঁরা কিন্তু বিয়ে সারবেন জাঁকজমকভাবেই। রাজস্থানে দুটি বিলাসবহুল প্রাসাদপম হোটেল ভাড়া নিয়েছেন। এই দুটি হোটেলেই থাকবেন ভিআইপি অতিথিরা। হাতে আর মাত্র কটা দিন, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, রাজস্থানের লীলা প্যালেস এবং দ্যা ওবেরয় উদয়ভিলাস-এই বসবে বিবাহ বাসর। মেহেন্দি-সঙ্গীত-গায়ে হলুদ ও বিয়ে সব মিলিয়ে হবে অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর রাঘব ও পরিণীতি সাত পাক ঘুরতে পারেন, এমনটাই খবর। প্রায় ২০০ অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথির থাকার ব্যবস্থা রাখা হয়েছে দুই হোটেলে। এই তালিকায় থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পরিণীতি ও রাঘবের টিম এই মুহূর্তে বাকি সব কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দম্পতিকে কিছুদিন আগেই মহাকালেশ্বরের মন্দিরে দেখা গিয়েছিল দম্পতিকে। শুভ কাজের আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিয়ের পর আলাদা করে রিসেপশনের আয়োজন করা হয়েছে হরিয়ানার গুরুগ্রামে। সব মিলিয়ে নেটিজেনদের নজর থাকবে রাঘব ও পরিণীতির বিয়েতে।