
অভিনেত্রী পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) এখন ঘিরে রয়েছে অনেক আলো। কারণ চলতি বছরেই শুরু হতে পারে তাঁর জীবনের নতুন অধ্যায়। বছরের শুরু থেকেই আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে একাধিকবার একান্ত সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। সম্পর্কের গুঞ্জনে সিলমোহর পড়ে, ১৩ মে। দিল্লির কপুরথালা হাউজে, পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান করেন রাঘব-পরিণীতি। সেই থেকে শুরু হয় তাঁদের বিয়ে নিয়ে চর্চা।
অনুষ্কা, দীপিকার মতো অনেক তারকাই বিদেশে গিয়ে বিয়ে করেছেন। যাকে ইংরেজিতে বলে 'ডেস্টিনেশন ওয়েডিং'। তবে পরিণীতি সম্ভবত হাঁটবেন ক্যাটরিনা-কিয়ারার পথে। শোনা যাচ্ছে, বাগদানে আমন্ত্রিতের সংখ্যা কম হলেও বিয়ে হবে জাকঁজমকে। পত্নী অভিনেত্রী তো পতি রাজনৈতিক নেতা, তার উপর আবার দু'জনেই পাঞ্জাবি। তাই আমন্ত্রিতের সংখ্যা অনেক হবে।
সব দিক ভেবেই তাঁদের পছন্দ নাকি রাজস্থান। সেখানেই বিলাসবহুল প্রাসাদে চার হাত এক হবে রাঘব পরিণীতির। ইতিমধ্যেই হবু দম্পতি সেখানে গিয়ে নানা প্রাসাদপম হোটেল ঘুরে দেখেছেন। আমন্ত্রিতদের জন্য খাবার দাবার এবং মনোরঞ্জনের ব্যবস্থাও দেখেছেন। উদয়পুরে চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিবাহ আসর বসবে। অভিনেত্রীর বিয়ে নিয়েই সম্প্রতি এক মজার ঘটনা ঘটেছে।
পরিনীতিকে সম্প্রতি ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। তাঁদেরই একজন অভিনেত্রীকে আবদারের স্বরে বলেন, 'আমি আপনার বিয়েতে আসতে চাই।' পরিণীতি হেসে বলেন, 'আসবেন ভাই'। সেই পাপারাৎজি ঠাট্টা করে বলেন, 'ইতালিতে করবেন না।' অভিনেত্রী অবশ্য এর উত্তরে কিছু বলেননি। হেসেই উড়িয়ে দিয়েছেন।