
খুব শীঘ্রই বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti chopra)। জানা গিয়েছে, সেপ্টেম্বরেই তাঁরা বিয়ের পিড়িতে বসতে চলেছেন। আর এরই মধ্যে তাঁদের ফের একসঙ্গে ক্যামেরাবন্দি করা হল। তবে এবারে কোনও রেস্তোরাঁ বা বিমানবন্দরে নয়, এবারে তাঁদের একসঙ্গে দেখা গেল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে (Mahakal Mandir)। মন্দিরে পাশাপাশি বসে পুজোও দিলেন পরিণীতি-রাঘব। তারই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কিছুদিন পরেই বলিউড ও রাজনৈতিক মহলে বিয়ের সানাই বাজতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতেই বসতে চলেছেন তাঁরা। আর তার আগেই তাঁরা একসঙ্গে পৌঁছে গেলেন উজ্জয়িনীতে। হাতে আরতির থালা, কপালে হলুদ-লাল টিকা, পরিণীতির পরনে হালকা গোলাপি রংয়ের শাড়ি ও রাঘব পরে রয়েছেন হলুদ রংয়ের ধুতি, এক অন্য রূপেই শনিবার দেখা গেল চর্চিত যুগলকে। মহাকালেশ্বর মন্দিরে গিয়ে সেখানে পুজো-প্রার্থনা করার একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুজো করা ছাড়াও তাঁদের মহাকাল মন্দিরের নন্দি হলে বসে চোখ বন্ধ করে, শান্ত মনে ধ্যান করতেও দেখা গিয়েছে।
দু'জনেই দুজনের পেশায় বেশ ব্যস্ত। কিন্তু তারই মাঝে একে অপরের জন্য সময় বের করে একসঙ্গে পৌঁছে যান বিভিন্ন ধর্মীয় স্থানে। এর আগে তাঁদের দেখা গিয়েছিল পাঞ্জাবের অমৃতসরে গিয়ে আশীর্বাদ নিতে। আর এবারে তাঁদের দেখা গেল উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। ঈশ্বরের প্রতি যুগলের এমন ভক্তি দেখে বেজায় খুশি তাঁদের অনুরাগীরা।