
বলিউডে এবং রাজনৈতিক মহলের দুই তারকা এখন সকলের মূল আকর্ষণ। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। সব গুজব সত্যি করে গোপনে বাগদান সেরেছিলেন তাঁরা। একইরকম গোপনীয়তা বজায় রেখে এবার বিয়ের দিকে এগোচ্ছেন দম্পতি। কিছুদিন আগেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন রাঘব-পরী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের তোড়জোড়। তবে দূরে কোথাও নয়, ভারতের বুকে রাজস্থানে বসবে বিবাহবাসর।
দুই জনপ্রিয় বিলাসবহুল হোটেল লীলা প্যালেস এবং দ্যা ওবেরয় উদয়ভিলাসে পরিণীতি ও রাঘব তাঁদের বিয়ের সব অনুষ্ঠান পরিকল্পনা করেছেন। সংগীত-মেহেন্দি-হলদি-বিয়ে অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। জানা গিয়েছে, তারকা দম্পতির কাছের আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে মোট ২০০ অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে দুই হোটেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ ভিভিআইপি, ৫০ জন অতিথির জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। বিয়ে নিয়ে এই চর্চার মধ্যে তাঁদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, রিসেপশনের সমস্ত তথ্য। এই কার্ড অনুযায়ী পরিণীতি ও রাঘবের রিসেপশন হবে তাজ চন্ডিগড়ে, আগামী ৩০ সেপ্টেম্বর। এই কার্ড দেখে রাঘব পরিণীতির ভক্তদের অপেক্ষা আরও বেড়েছে। যদিও এই কার্ডের সত্যতা যাচাই করে দেখেনি সিএন।