
৫০ বছর বয়সে আবার বিয়ে (Marriage) করলেন মৌসুমি চক্রবর্তী। শিলং-এর (Shillong) বাসিন্দা মৌসুমি দেবী। দেবারতী তাঁর একমাত্র মেয়ে। মেয়ের যখন ২ বছর বয়স তখনই স্বামীকে (Husband Death) হারান তিনি। তখন একা হাতে হয়ে উঠেছিলেন ছোট্ট দেবারতীর মা-বাবা দুই'ই। ছোট্টো মেয়ের কথা ভেবে নতুন করে সংসার শুরু করার কথা ভাবেননি তিনি।
তবে ধীরে ধীরে সময় গড়িয়েছে অনেক। তবে মেয়ে দেবারতীই মাকে অনুপ্রাণিত করলেন নতুন সংসার শুরু করতে। দেবারতী বড় হয়ে চেয়েছিলেন মায়ের একটা নতুন সংসার হোক। তবে দেবারতী তাঁর মাকে বলেছিলেন, বিয়ের আগে বন্ধুত্বেই বেশি জোর দিতে। সবশেষে মায়ের বিয়ে হলে বিয়ের ছবিও ইন্সটাতে পোস্ট করেছেন দেবারতী। সব দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে মায়ের নতুন সংসার করে দিয়েছে গত মার্চেই। তবে মেয়ে দেবারতীর এমন আধুনিক মানসিকতা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।