
টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। গ্রামের এক যুবককে সিনেমায় হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে লক্ষাধিক টাকা আত্মস্যাৎ করেছেন সেই পরিচালক (Director), এমনটাই অভিযোগ। প্রসঙ্গত পরিচালকের হাত ধরে সিনেমায় অভিনয় করে পরবর্তীতে নাম কামিয়েছেন, এমন উদাহরণ অনেক আছে। সেই পরিচালককে নিজের সঞ্চয় দিয়ে ঠকে গিয়েছেন, এই অভিযোগে থানায় মামলা দায়ের করেছিলেন প্রতারিত যুবক।
প্রতারিত ওই যুবকের নাম অক্ষয় গুপ্ত। তিনি বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। অভিনয় জগতে আসতে চেয়ে পরিচালক পীযূষ সাহার অভিনয় ক্লাসে ভর্তি হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, পীযূষ পরিচালিত 'কেল্লাফতে' সিনেমায় অভিনয় করে সিনেমা জগতে নাম কামিয়েছিলেন অঙ্কুশ হাজরা। এমনকি 'বাজিমাত' সিনেমায় অভিনয় করে 'মাস্টার বিট্টু' থেকে হিরো সোহম চক্রবর্তী যাত্রা শুরু করেছিলেন, সেই সিনেমাটির পরিচালকও ছিলেন পীযূষ। পরিচালকের কৃতিত্ব দেখেই তাঁকে অন্ধ বিশ্বাস করে বসেন অক্ষয়।
২০১৯ সালের দিকে পরিচালক নাকি অক্ষয়কে বলেন, তাঁকে সিনেমায় হিরো হিসেবে নিতে চান। সিনেমা তৈরী করতে খরচ হবে ১ কোটি টাকা। এর মধ্যে ৫০ লক্ষ টাকা দিতে হবে অক্ষয়কে। এসব শুনে প্রথমটায় অক্ষয় অবাক হয়ে গেলে পরিচালক তাঁকে বোঝান, 'এভাবেই সিনেমা তৈরী হয়'। একেই মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার উপর ছোটবেলায় পিতৃহারা। ফলে কিছু কিছু করে টাকা জমিয়ে পরিচালকের হাতে ২০ লক্ষ টাকা তুলে দেন।
কিন্তু সময় পেরিয়ে যায়। করোনা আসে, লকডাউন আসে কিন্তু সিনেমা আর তৈরী হয় না। অক্ষয়ের ফোন ধরা কমিয়ে দেন পরিচালক। এদিকে অক্ষয়ের মা ক্যান্সার আক্রান্ত হন, এই সময় পরিচালকের কাছে অনেক আকুতি মিনতি করেও অক্ষয় টাকা ফেরত পায় না। অবশেষে ২০২২ সালে থানায় অভিযোগ দায়ের করা হলে ২৭ মে পুলিস গ্রেফতার করে পরিচালককে। আদালতে অভিযুক্ত জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এই মামলায় তদন্ত চলছে।