
পথে চলতে চলতেই সন্তানের জন্ম (Born) দিলেন এক তরুণী। এর আগেও চলতি পথে কিংবা ট্রেনে-বাসে হঠাৎ প্রসববেদনা উঠে সন্তানের জন্ম দেওয়ার কথা শোনা গিয়েছে। তবে পথে হাঁটতে হাঁটতে সন্তান জন্ম দেওয়া ঘটনা কিন্তু তেমন শোনা যায় নি। এমনি এক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আমেরিকার কোনও একটি শহরের ইউনিয়ন স্কোয়্যারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা (Pregnent) তরুণী। কিন্তু সেই মুহূর্তে সন্তান প্রসব করার মতো অবস্থা ছিল না তাঁর। তবে সব কিছু সময় দিনক্ষণ দেখে তো আর হয় না। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে গিয়ে রাস্তার উপর শুয়ে পড়েন ওই তরুণী। তাঁকে দেখে আশপাশ থেকে ছুটে আসেন পথচারীরা। তাড়াতাড়ি করে সদ্যোজাত এবং ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকরা ওই তরুণীকে পরীক্ষা করে জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। তার প্রভাবেই এমন অসাবধানতায় সন্তান প্রসব করেন তিনি। জানা গিয়েছে, এখন মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।