
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এখন আইপিএলে (IPL) স্বপ্নের নাম। এখনো জাতীয় দলের হয়ে খেলার শিঁকে ছেড়েনি। কিন্তু তিনি গোটা ভারতে অভূতপূর্ব খেলোয়াড় হিসেবেই নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের (RR) যশস্বী ইডেনে ৪৭ বলে ৯৮ রানের যে ইনিংস খেলেছেন, তাতে করে তাঁকে নিয়ে উন্মাদনা হওয়া স্বাভাবিক বিষয়। এখনও ভেঙেছেন দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড। সামনেও দূরে একটি বড় রেকর্ডের।
২১ বছর বয়সী ছয় ফুট উচ্চতার বাঁহাতি এই ওপেনারের মোট রান ১২টি ম্যাচে ৫৭৫। আর মাত্র ৪২ রান করলেই তিনি আইপিএলে মোট রানের দিক থেকে সবাইকে টপকে যাবেন। শন মার্শের মোট রান হল ৬১৬। এর আগে আইপিএলে সব থেকে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড ছিল লোকেশ রাহুলের। তিনি ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ওই নজির গড়েছিলেন। আইপিএলে একটি মরশুমে কোনও অবাছাই ক্রিকেটারের সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার শন মার্শের নামে। তিনি ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১টি ইনিংসে ব্যাট করে ৬১৬ রান করেছিলেন।
আইপিএলের একটি মরশুমে অনামী ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রানের নিরিখে যশস্বী এখনই টপকে গিয়েছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে। ঈশান ২০২০ সালে ৫১৬ ও সূর্যকুমার ২০১৮ সালে ৫১২ রান করেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মার্শ ২০০৮ সালে আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হয়ে অরেঞ্জ ক্যাচ জিতেছিলেন। যশস্বীও এবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। ফ্যাফ ডু’প্লেসির (৫৭৬) পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থানের ওপেনার।