
শুভমান গিলের (Shubman Gill) বিধ্বংসী সেঞ্চুরি। মোহিত শর্মার (Mohit Sharma) একাই ৫ উইকেট। এ মরশুমে আইপিএল জয়ের স্বপ্ন শেষ মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। ৬২ রানে জয়ী হার্দিক ব্রিগেড। রবিবার আহমেদাবাদে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স।
শুক্রবার এলিমিনেটার্সের লড়াইয়ে বৃষ্টিতে দেরি করে ম্যাচ শুরু হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাট করেন শুভমান গিল। ৬০ বলে ১২৯ রান করেন শুভমান গিল। ৩১ বলে ৪৩ রান করেন সুদর্শন। ১৩ বলে ২৮ রান করেন হার্দিক। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে গুজরাত।
জবাবে ব্যাট করতে নেমে ২০ বলে ৩০ রান করেন ক্যামেরুন গ্রিন। ৩৮ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব। ১৪ বলে ৪৩ করেন তিলক ভার্মা। তবে গুজরাতের ২৩৩ রান তাড়া করা সম্ভাব হয়নি মুম্বইয়ের। ১৭১ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ১৮ ওভার ২ বলে ১৭১ রানে মুম্বই অলআউট হয়ে যায়।
ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, 'শুভমান ছন্দে আছে। আশা করি ওর ছন্দ বজায় থাকবে। গুজরাতের এই জয়ের জন্য শুভমানকে শুভেচ্ছা।' মুম্বইকে পাঁচবার আইপিএল জেতালেও দেশের জার্সিতে আইসিসি ট্রফি জেতা হয়নি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের সুযোগ ভারতের কাছে। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণেই শুভমানের ছন্দে থাকার প্রার্থনা করছেন রোহিত।