
পঞ্জাবের (PBKS) কাছে হেরে প্রথম দল হিসেবে বিদায় নিলো দিল্লি (DC)। দিল্লির এই মরশুমে যে অত্যন্ত খারাপ গেছে সেটা পরিষ্কার। ওয়ার্নার (David Warner) একার হাতে দায়িত্ব নিলেও খুব ভালো ফল হয় নি। একটা খেলোয়াড় কাহাতকই বা একটা দলকে জেতাতে পারে।
দিল্লি ক্যাপিটালস বোর্ড মেন্টর করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনে। যদিও এতে কোনো বাড়তি লাভ হয় নি। কোচের দায়িত্ব ছিল পন্টিংয়ের। পাশাপাশি ওয়াটসনকে বিশেষ দায়িত্বে রাখা হয়েছিল। এসবের পরেও লাভ হয়নি। প্রথম দল হিসেবে এই মরশুমের আইপিএল থেকে বিদায় নিল তাঁরা।
শনিবার দিল্লির ঘরের মাঠে হার পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে। পাঞ্জাব প্রথমে ব্যাটিং করে প্রভুশিমরণ সিংয়ের ১০৩ রানের সুবাদে করেছিল ১৬৭/৭। জয়ের জন্য এই রান কোনও বিষয়ই নয়। কিন্তু দিল্লির জারিজুরি শেষ হয়ে গিয়েছে ১৩৬/৮। কিংস সিংহরা জিতে আইপিএলের প্লে অফের অঙ্ক জমিয়ে দিয়েছে।
পঞ্জাব বর্তমানে রয়েছে ৬ নম্বরে, পঞ্জাব ১২ টি ম্যাচ খেলে ছ'টি জিতেছে এবং ছটি হেরেছে পঞ্জাবের সংগ্রহে ১২ পয়েন্ট পাশাপাশি রাজস্থান ১২টি খেলে ছয়টি জিতেছে, ও ছটি হেরেছে ফলে রাজস্থানের সংগ্রহে ১২ পয়েন্ট। নেট রান রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে আছে পঞ্জাব। এখন দু'দলেরই দুটো করে খেলা বাকি। পঞ্জাব কে প্লে অফ খেলতে গেলে হবে অপেক্ষা করতে হবে, যে মুম্বই ও লখনউ যারা ১২ টি করে খেলেছে, ওদের হারের। পাশাপাশি রাজস্থান ও যদি হারে তবে পঞ্জাবের প্লে অফ খেলা কিছুটা নিশ্চিত।