
পঞ্জাবের (PBKS) কাছে হেরে প্লেঅফের আশা শেষ দিল্লির (DC)। শনিবার পঞ্জাবের কাছে হেরে সেই আশা খোয়াল দিল্লি। শনিবার সন্ধ্যায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। এবং শেষে ৩১ রানে পঞ্জাবের কাছে হারতে হয় দিল্লিকে।
প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু করে পঞ্জাবের ওপেনার প্রভিস্বরম। ৬৫ বলে সেঞ্চুরি করলেন তিনি। যদিও টপ অর্ডারের কেউই তেমন রান পায় নি। এমনকি দুইয়ের অঙ্কও পৌঁছাতে পারেননি ধাওয়ান, লিভিংস্টোন, ও জিতেশ শর্মা।
প্রভিস্বরমের একার উপর ভর করে পঞ্জাব ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রশংসিত ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ২৭ বলে ৫৪ রান করে। পাশাপাশি সল্ট করে ২১ রান, ওয়ার্নার ও সল্ট আউট হলে কার্যত ভেঙে পড়ে পড়ে দিল্লির ব্যাটিং লাইন আপ। ব্যর্থ মার্শ, রুশো,অক্ষর প্যাটেল ও মনীশ পাণ্ডে। রান পেলেন প্রবীণ ও কুলদীপ যাদব, যদিও এতে শেষ রক্ষা হল না। ৩১ রানে হারতে হলো দিল্লিকে।
বল হাতে পঞ্জাবের হয়ে ৪ টি উইকেট পায় হারপ্রীত, ২ উইকেট পায় নাথন। ২ টি উইকেট পায় চাহার। ওদিকে দিল্লির হয়ে বল হাতে ইশান্ত ২ টি উইকেট পায়। ১ টি করে উইকেট পায় অক্ষর, প্রভিন, কুলদীপ যাদব, ও মুকেশ কুমার।