
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) চলতি সিজনে এই প্রথম ঘরের মাঠে খেলবে দিল্লি ক্যাপিটালস (DC)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের (GT) বিরুদ্ধে আইপিএল-র সপ্তম ম্যাচ খেলবে তাঁরা। ৩১ মার্চ লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি ক্যাপিটালসরা। ৫০ রানে হেরে গিয়েছিল সুপার জায়ান্টদের বিরুদ্ধে। তাই হোম ম্যাচে টাইটানসদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েই ময়দানে নামবে দিল্লি ক্যাপিটালসরা।
অন্যদিকে গুজরাট টাইটানস, তাদের ওপেনিং ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে। টাইটানসরা যদি মঙ্গলবারের ম্যাচেও একই ফর্মে থাকে, তবে ঘরের ম্যাচেও সমস্যায় পড়তে পারে দিল্লি ক্যাপিটালসরা। শুভমন গিল, মহম্মদ সামিরা জোর টক্কর দেবে দিল্লি ক্যাপিটালসকে। আজকের ম্যাচ নিয়েও তাঁরা আশাবাদী।
দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার। প্রথম একাদশে মাঠে নামতে পারেন পৃথ্বী সাউ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, রোভম্যান পাওয়েল, রিলি রসউ, উইকেটকিপার সরফরাজ খান, উইকেটকিপার ফিল সল্ট, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, ললিত যাদব, রিপাল প্যাটেল, ইশান্ত শর্মা, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, আমন হেকিম খান, পারভিন দুবে, কমলেশ নগরকোটি, জোশ ধুল, মুকেশ কুমার ও ভিকি অস্টওয়াল।
অন্যদিকে গুজরাট টাইটানসের হয়ে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গে প্রথম একাদশে ময়দানে নামতে পারেন, শুভমন গিল, কোনা ভারত, ঋদ্ধিমান সাহা, রাহুল তেউটিয়া, অভিনব মনোহর, মহম্মদ সামী, প্রদীপ সাংওয়ান, আর সাই কিশোর, বিজয় শংকর, সাই সুদর্শন, রশিদ খান, শিবম মাভি, ম্যাথিউ ওয়াডে, ওডিয়ান স্মিথ, উরভিল প্যাটেল, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, জোশ লিটল, যশ দয়াল, জয়ন্ত জাভেদ , ওডিয়ান স্মিথ, নূর আহমেদ এবং আলজারি জোসেপ।
ঘরের মাঠে ম্যাচ হলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসদের প্রথম ম্যাচে জয় তাঁদের পালে বাড়তি হাওয়া যোগাবে। অন্যদিকে পেসারদের নিয়ে দিল্লি ক্যাপিটালসের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। শেষ পর্যন্ত বাড়ির মাঠে দিল্লিকে গুজরাটরা প্রতিহত করে, নাকি আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালসরা এখন সেটাই দেখার।