
বাঙালিদের (Bengali) জনপ্রিয় খাবার আলু পোস্ত এবারে ব্রিটেনেও (UK) রান্না করা হচ্ছে! আলু পোস্ত (Aloo Posto) পছন্দ না, এমন বাঙালি খুব কমই দেখা যায়। এবারে বাঙালির এই খাবারই রান্না করলেন এক ব্রিটিশ ব্যক্তি। সেটার আবার ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর এই ভিডিও দেখে হতবাক নেটিজেন। বাঙালি রেসিপি মেনেই সেটা রান্না করা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ব্রিটেনের এক জনপ্রিয় সেইফ ড্রেক ড্রায়ন এই আলু পোস্ত রান্না করেছেন।
ড্রেককে প্রায়ই ভারতের বিভিন্ন জায়গার খাবার রান্না করতে দেখা গিয়েছে। প্রতি সপ্তাহেই তিনি ভারতের কোনও নির্দিষ্ট খাবার তৈরি করেন। এবারে 'ওয়েস্ট বেঙ্গল উইক'-এ পশ্চিমবঙ্গের খাবার রান্না করেছেন তিনি। আর প্রথমেই বেছে নিয়েছেন আলু পোস্তকে। তবে শুধু আলু পোস্ত নয়, বাঙালিদের আরও খাবার যেমন-আম ডাল, রাধাবল্লভী, ঘুগনিও রান্না করেছেন। তবে সেগুলো কেমন খেতে হয়েছে, তা জানা সম্ভব হয়নি। কিন্তু তাঁর রান্না করার খাবার দেখে মনে হয়েছে, সেগুলো সুস্বাদুই হয়েছে। ড্রেকের এই রান্নার ভিডিওতে প্রায় ৬ লক্ষের উপরে ভিউ এসেছে। তাঁর ভারতীয় খাবারের প্রতি এতো আকর্ষণ দেখে মুগ্ধ নেটিজেনরা।