
ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিন দেশের সফরে বেরিয়ে একেবারে শেষপর্বে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। রবিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর আজ মঙ্গলবার তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসীদের অনুষ্ঠানে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের মধ্যে উপস্থিত হয়েছিলেন তিনি। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও (Anthony Albanese)। আর সেই অনুষ্ঠানে মোদীর প্রশংসায় পঞ্চমুখ সেদেশের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদীকে 'বস' বলে সম্বোধন করেছেন আলবানিজ। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় একাধিকবার উঠে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের কথা।
সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী প্রবেশ করতেই সেই জায়গা প্রবাসী ভারতীয়দের করতালিতে সেই জায়গা গমগম করছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী এক বক্তৃতা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী আলবানিজ মোদীকে উদ্দেশ্য করে বলেন, 'ব্রুস স্প্রিংটিনকে শেষ বার আমি এই স্টেজে দেখেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভ্যর্থনা পেলেন উনিও তা পাননি। প্রধানমন্ত্রী মোদী হলেন দ্য বস।' এই বক্তব্যের পরই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত হাজার হাজার মোদী অনুরাগী।
Listen to what the Australian PM, Mr. @AlboMP, said after witnessing the euphoric reception that our Hon PM Thiru @narendramodi avl received in Sydney!
— K.Annamalai (@annamalai_k) May 23, 2023
Modi Modi Modi - everywhere!
Wherever Indians are, the moment our Hon PM steps in, they all feel at home. pic.twitter.com/TXcy9MmJ1m
এরপরই প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। শেন ওয়ার্নের মৃত্যু থেকে যোগাসন, টেনিস থেকে রিয়েলিটি শো মাস্টারশেফ-র কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, 'এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে কমনওয়েলথ, ক্রিকেট, কারি দিয়ে বোঝানো হত। আবার অনেকে ডেমোক্রেসি, ডায়াসফোরা, দোস্তি অথবা এনার্জি, ইকোনমি, এডুকেশন দিয়ে বোঝানো হত। কিন্তু এখন অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্ক এইসবের থেকেও ঊর্ধ্বে, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপরে ভিত্তি করে রয়েছে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছে। তাই ব্রিসবেনে শীঘ্রই তৈরি হবে ভারতীয় দূতাবাস। ভারতীয়রা যেখানেই থাকুক, সেখানেই মানবিকভাব তাদের মধ্যে থাকে। তিনি আরও জানিয়েছেন, তিনি যখন ফের অস্ট্রেলিয়া সফরে আসবেন, তখন যেন প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়াবাসীদেরও নিয়ে আসা হয় অনুষ্ঠানে। কারণ এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।