
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবারে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। তিনি তিন দেশের সফরে বেরিয়েছেন। ত্রিদেশীয় সফরের একেবারে শেষ পর্বে তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney)। দু'দিনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানে থাকবেন মোদী। আবার সিডনি শহরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও দেখা করবেন তিনি। সিডনি পৌঁছতেই ভারতীয় প্রবাসীদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান মোদী। যা দেখে আপ্লুত তিনি।
প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের প্রধান লক্ষ্য, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করা। সূত্র্রের খবর অনুযায়ী, সেখানেও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি। প্রথমেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সেদেশের গভর্নর জেনারেল ডেভিড হার্লের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেদেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থার সিইও ভারতীয়দের উদ্দেশ্য বক্তৃতা দেবেন। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তরফে নরেন্দ্র মোদীর জন্য রাতের খাবারেরও আয়োজন করা হয়েছে।
আরও জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করার আগেই প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ সেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে।
আবার প্রধানমন্ত্রী মোদী সেদেশে পা রাখার আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইট করে জানান, 'চলতি বছরের শুরুতেই ভারতে গিয়ে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। তারপর, অস্ট্রেলিয়ায় তাঁর সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।'