
প্রয়াত পাকিস্তানের (Pakistan) প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) পারভেজ মোশারফ (Pervez Musharraf)। দীর্ঘ অসুস্থতার পর রবিবার দুবাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পাকিস্তানের এক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।
উল্লেখ্য, পারভেজ ১৯৪৩ সালে ১১ই অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের দিল্লিতে। যদিও তারপর তাঁর গোটা পরিবার চলে যায় পাকিস্তানে। সেখানে করাচির সেন্ট প্যাট্রিক্স স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর ফোর-স্টার জেনারেল মোশাররফ ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের ক্ষমতা হাতে নেন। ১৯৯৯ সালের অক্টোবর মাস থেকে ২০০২ সালের নভেম্বর মাস পর্যন্ত পাকিস্তানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে ২০০১-এর জুন মাসে পাকিস্তানের দশম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০০১ সাল থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন মোশারফ।