
পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার (Arrested) করা হল। মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টের ( Islamabad High Court) নির্দেশে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে হেফাজতে নিয়েছে।
Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4
— PTI (@PTIofficial) May 9, 2023
গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানরা মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় গুরুতর জখম ইমরান খানের নিজস্ব আইনজীবী।