
পোঙ্গল উৎসব উদযাপন করলেন ভারতীয় বংশোদভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। ১৫-ই জানুয়ারি ব্রিটিশ পিএমও-র (Britih PMO) আধিকারিকদের সঙ্গে 'থাই পোঙ্গল' উৎসব পালন করেন ৫৭তম প্রধানমন্ত্রী। এই উৎসবে অংশগ্রহণের ভিডিও ট্যুইটারে পোস্ট করেছে পিএমও। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী-সহ অন্যরা কলাপাতায় খাবার খাচ্ছেন। এই উৎসবটি (Pongal Festival) মূলত দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলরা পালন করেন। তবে এখন ভারত ছাড়াও অন্য জায়গাতে এই উৎসব পালিত হয়।
Pongal lunch hosted by PM Rishi Sunak in London.
— ThePonderinGirl💚👨👩👧👦 (@DtPushpaAnand) January 17, 2023
Grt idea ...! Will try to do for my north Indian frnds pic.twitter.com/NKuiatLELX
ভিডিওয় দেখা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তাঁর দফতরের আধিকারিকদের সঙ্গে পোঙ্গল পালন করছেন। ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হয়েছেন সুনক। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্যুইটারে সকলকে ভালো ও সুস্থ থাকার পরামর্শ দেন। এছাড়া সকলকে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি।