
হাওয়াইের প্যালোলো ভ্যালির একটি বাড়িতে হঠাতই সজোড়ে ধাক্কা মারে একটি বোল্ডার। ওই ধাক্কায় রীতিমতো বাড়িটির দেওয়াল ভেঙে যায়। সেই সময় এক মহিলা ওই জায়গা সংলগ্ন স্থানেই দাঁড়িয়ে ছিলেন। কোনওমতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। ঘটনায় সম্পূর্ণভাবে ভেঙে চুড়মার হয়ে যায় ঘরের একটি অংশ।
ভিডিও ফুটেজটি ম্যাক্স রোডরিগুয়েজ নামে এক সাংবাদিক তাঁর ট্যুইটার একাউন্টে শেয়ার করেন। মাত্র ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিউয়ার্স সংখ্যা পৌঁছয় লাখে। ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েক সেকেন্ডের পার্থক্যে কীভাবে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন মহিলাটি।
A massive boulder smashed through a home in Palolo Valley almost hitting the owner inside. @KHONnews #news#breakingnews#hawaii#khon2news pic.twitter.com/KGoVLXeaDJ
— Max Rodriguez (@maxrrrod) January 30, 2023
হাড়হিম করা সেই ভিডিও দেখে আতঙ্কিত নেটপাড়াও। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন 'সত্যিই বিরক্তিকর'।অন্যজন আবার প্রশ্ন করেছেন 'কোথা থেকে আসলো বস্তুটি?'