Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Rahul

Priyanka Sarkar: রাহুলের সঙ্গে আবারও এক হয়েছেন প্রিয়াঙ্কা, কেমন আছেন অভিনেত্রী?

বিবাহ-বিচ্ছেদ- আবারও মিলন, সম্পর্কের এই পথগুলি দিয়েই হেঁটেছেন রাহুল (Rahul Banerjee)-প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)। 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায় একসঙ্গে ডেবিউ করেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। সিনেমার সেট থেকেই প্রেম জমে উঠেছিল তাঁদের। ২০১০ সালে বিয়ে করেছিলেন দুজনে। সন্তান 'সহজ'-এর জন্ম হয়। এরপরেই ২০১৭ সালে তাঁদের সম্পর্কে চিড় ধরে। আলাদা থাকতে শুরু করেন দম্পতি। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন তাঁরা।

তবে গত বছর দোলের সময় থেকেই নাকি তাঁদের সম্পর্কের সমীকরণ আবার বদলাতে শুরু করে। সম্প্রতি বিচ্ছেদ মামলার শুনানির তারিখ থাকলেও, আদালতে হাজিরা দেননি রাহুল-প্রিয়াঙ্কা। সম্পর্কে আরও একবার সুযোগ দিতে চেয়েছেন তাঁরা। তাই আবারও একসঙ্গে সংসার করবেন দম্পতি। কিছুদিন আগেই রাহুল জানিয়েছেন, তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন, স্বামী-আছেন। রাহুল আরও জানিয়েছেন, তাঁরা যে শুধুমাত্র ছেলের জন্য এক হয়েছেন তা নয়, তাঁরা এক হয়েছেন নিজের জন্য। এমন অবস্থায় কেমন আছেন প্রিয়াঙ্কা?

View this post on Instagram

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন প্রিয়াঙ্কা। ছবিগুলি ফটোশ্যুটের। সাদা সালোয়ার ও রঙিন দোপাট্টায় সুন্দর দেখাচ্ছিল তাঁকে। অনেকে বলছেন, রাহুলের সঙ্গে এক হওয়ার খুশিতে তাঁর গ্ল্যামার যেন বাড়ছে।

8 months ago
Opener: প্রতিপক্ষ বুঝেই ব্যাবহার করা হবে রাহুল-ঈশানকে, বার্তা রোহিতের

প্রতিপক্ষ কারা ? সহজ না কঠিন ? বিশ্বকাপের প্রতিটি ম্যাচে এই ভাবে জল মেপে এগোনো হবে। মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে একথা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একই দলে দুই উইকিপার। লোকেশ রাহুলের সঙ্গে ইশান কিষান। কে খেলবেন প্রথম একাদশে?

রোহিত জানালেন, প্রতিপক্ষ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, প্রথম একাদশে কে থাকবেন। তবে লোকেশ রাহুল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন, রাহুর পুরোপুরি ফিট হয়ে গেলে দলের চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলেননি রাহুল। মনে করা হচ্ছে সুপার ফোরের গোড়া থেকেই মাঠে নামতে পারবেন।

উল্টোদিকে ইশানের উপরেও অগাধ আস্থা রয়েছে রোহিতের। আইপিএলে ইশান তাঁর ওপেনিং পার্টনার। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংকে টেনে তোলার অন্যতম নায়ক। রোহিত জানিয়েছেন, মন খারাপের কিছু নেই। সবাই সুযোগ পাবেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগালেই বিশ্বকাপ পেতে পারে ভারত

8 months ago
Rahul Mahajan: তৃতীয় বিয়ে ভাঙনের মুখে, কত টাকা খোরপোশ দিতে হবে রাহুল মহাজনকে

প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার প্রমোদ মহাজনের ছেলে রাহুল মহাজন (Rahul Mahajan)। একটি জনপ্রিয় রিয়েলিটি শো আয়োজিত 'স্বয়ংবর'-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই জনপ্রিয়তা পাওয়া। যদিও তার আগে একটি বিয়ে করে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর ২০১০ সালে ওই অনুষ্ঠান থেকেই বাংলার মেয়ে ডিম্পি গাঙ্গুলিকে বিয়ে করেছিলেন রাহুল। সেই বিয়েও ভেঙে গিয়েছিল ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে অভিনেত্রী নাতালিয়া ইলিনাকে বিয়ে করেছিলেন। এবার রাহুলের তৃতীয় বিয়েও ভাঙনের মুখে।

বিয়ে ভাঙলে অনেকেই খোরপোশের দাবি করেন। পরপর তিনটি বিবাহ বিচ্ছেদে কত টাকা খোরপোশ দিতে হল রাহুলকে? সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমি বিচ্ছেদের খোরপোশ হিসেবে একটি পয়সাও কখনও দিইনি। শ্বেতা,ডিম্পি, নাতালিয়া সকলের সঙ্গেই আমার মিউচ্যুয়াল ডিভোর্স হয়েছে।' অন্যদিকে তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ ভেঙে পড়েছেন রাহুল।

সংবাদমাধ্যমকে রাহুল বলেন, 'আমি কখনও এই ভেবে বড় হয়নি যে আমার একাধিকবার বিচ্ছেদ হবে। কেউ চাই না সম্পর্ক শেষ হোক। এই প্রক্রিয়া ব্যথার। কখনও সম্পর্ক কাজ করে না, নাগালের বাইরে বেরিয়ে যায়। মানুষ দোষ খোঁজে। কিন্তু কখনও এমন কিছু হয়, যার কোনও কারণ থাকে না।' রাহুল সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এখন মনোবিদের পরামর্শ নিচ্ছেন।

8 months ago


Couple: 'মন নিয়ে কাছাকাছি' রাহুল-প্রিয়াঙ্কা, বিচ্ছেদ মিটিয়ে এক হলেন দম্পতি

রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায় ডেবিউ করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সিনেমার পর্দা যেমন তোলপাড় হয়েছিল রোম্যান্সে, একইভাবে রাহুল প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনেও ভালোবাসার রং লেগেছিল। ২০০৮-এ মুক্তি পেয়েছিল সিনেমাটি, ২০১০-এ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। দাম্পত্য এগোয়, জন্ম হয় ছেলে 'সহজ'-এর। এমনই সময় সম্পর্কে বিপর্যয় নাম রাহুল প্রিয়াঙ্কার।

২০১৭ থেকেই বনিবনা হচ্ছিল না দু'জনের। প্রথমে আলাদা থাকতে শুরু করেন, তারপরে ২০১৮ সালে আইনি বিচ্ছেদ নিতে আদালতে আবেদন করেন। এদিকে বড় হচ্ছে সহজ। তবে রাহুল-প্রিয়াঙ্কা ঠিক করেন বিচ্ছেদের আঁচ লাগতে দেবেন না ছেলের গায়ে। যৌথভাবে বড় করতে শুরু করেন সহজ-কে। ছেলে সহজের জন্যই আবারও সহজ হল রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক। চলতি বছর দোলেই রাহুল প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যায়। পরবর্তীতে শোনা যায়, প্রিয়াঙ্কা যেখানে থাকেন, সেই আবাসনের একটি ফ্ল্যাট কিনবেন রাহুল। অবশেষে রবীন্দ্রনাথের গানের কথাগুলোর মতো 'সব পথ এসে, মিলে গেল শেষে'।

২০২৩ সালের জানুয়ারি মাসেই রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে হাজিরা দেননি তারকারা। বরং আবারও নতুন করে শুরু করতে চান। তাঁদের একসঙ্গে থাকার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে আদালত। এক সংবাদমাধ্যমকে রাহুল বলেছেন, তিনি এবং প্রিয়াঙ্কা অনেকদিন ধরেই একসঙ্গে আছেন।  ছেলে সহজের জন্যই এই সিদ্ধান্ত।  তাঁরা এখন 'স্বামী-স্ত্রী'।

8 months ago
Rahul: আদানি ইস্যুতে এবার রাহুলের গলায় চিনা নাগরিক প্রসঙ্গ

আদানি ইস্যুতে এবার উঠে এল এক চিনা নাগরিকের নাম। আদানি ইস্যুতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল। আদানি গ্রুপের বিরুদ্ধে উঠেছে অর্থপাচার করার অভিযোগ। সেই সংক্রান্ত রিপোর্ট তুলে ধরে কেন্দ্রীয় সরকারের প্রতি রাহুলের প্রশ্ন, কাদের অর্থ পাচার করা হচ্ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

রাহুল গান্ধী একজন চিনা নাগরিকের নাম করেছেন, যিনি আদানি গ্রুপের ফিনান্স সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত। কংগ্রেস নেতার দাবি, এতে একজন চিনা নাগরিক জড়িত থাকায় বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য প্রশ্ন তৈরি করেছে।

8 months ago


Meeting: বিরোধী বৈঠকের আগেই রাহুল অভিষেকের বৈঠক

প্রসূন গুপ্তঃ বুধবার রাত থেকেই সমস্ত রাজনীতি যেন ১০ জনপথে থমকে গেলো। এদিন মূল বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী সেরে ফেললেন 'হোমওয়ার্ক'। খবর ছিল মঙ্গলবার রাতেই অভিষেক নাকি প্রশান্তকিশোর বা পিকের সাথে বিকেলের বিমানে দিল্লি চলে গিয়েছেন। খবর ছড়িয়ে যাওয়ার পর মমতা বিরোধী একাংশের বক্তব্য ছিল নিশ্চিত চাপে পরে অভিষেক দিল্লিতে সেটিং করতে গিয়েছেন। কিন্তু কারওর মাথায় এটা এল না যে বিজেপির ঘোরতর বিরোধী ভোট সংগঠক পিকেকে কেন নিয়ে যাবেন অভিষেক। পর দিনই মুম্বইতে মূল 'ইন্ডিয়া'র বৈঠক। কিন্তু যতটুকু আভাস পাওয়া গেলো তা, অভিষেক নাকি রাহুলের সঙ্গেই একান্ত বৈঠক করতে চান অথবা রাহুল চেয়েছেন অভিষেকের সাথে বসতে এবং পিকে এর 'মাধ্যম'। এমনটিও শোনা গেলো শুধু অভিষেক রাহুল নয়, অরবিন্দ কেজরিওয়ালেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল না থাকায়, অভিষেক রাহুলের সঙ্গে বৈঠক সেরে কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে যে 'হঠাৎ' হলোটা কি?

বুধবার একেবারে ভোরে (সময় আন্দাজ ৬.৩০) ১০ জনপথে রাহুল ও অভিষেকের ব্রেকফাস্ট বৈঠক হয়েছে। প্রাথমিক ভাবে এই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তার খবর কোনও মাধ্যমের কাছে নেই। তবে অভিজ্ঞাতায় এটা বলা যায় যে, আসন্ন ভোটের আগে স্ট্রাটেজি কি হবে বা বিজেপির তরফ থেকে কি কি চাপ বা পরিকল্পনা হতে পারে এটা নিশ্চই আলোচনা হয়েছে। এ ছাড়া আপাতত বিরোধী দলের প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও কাকে অনেকটা দায়িত্ব দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে এই ২৬ দলের জোটে ভাঙা এনসিপি আছে, ভাঙা শিবসেনা আছে এবং সর্বদা পাল্টে যাওয়া উচ্চাকাঙ্খী নীতীশ কুমারও রয়েছেন। অতএব এই দলের প্রাথমিক মুখ কোনও ভাবেই হয়তো শারদ পাওয়ার বা নীতীশবাবুকে দেওয়া যাবে না।

যদিও বৃহস্পতিবার ২৬ বিরোধী দলের কোনও কেউ কেউ মূল দায়িত্বে যেতে পারেন। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অনেকটাই ভরসা করছে সোনিয়া বা রাহুল। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির চাপ যদি এই ২৬ দলের কারুর উপর আসে বা দল ভাঙানোর চেষ্টা হয় তবে সম্মিলিত ভাবে বিরোধীরা ভারত জুড়ে নানান আন্দোলনে নামতে পারে বলেই গুঞ্জন। নির্ভর করছে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর।

8 months ago
Rahul: বাইকে লাদাখে গিয়ে বাবার জন্মদিন পালন রাহুল গান্ধীর

লাদাখে প্যাংগং হ্রদের তীরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র রাহুল গান্ধি। রবিবার সকালে রাজীবের একটি ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শনিবারই পিতার জন্মদিন পালন করতে বাইকে চেপে লাদাখে গিয়েছিলেন রাহুল গান্ধি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন। অতীতের স্মৃতিচারনা করে তিনি লেখেন, বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করতেন রাজীব গান্ধি। সেকারণে বাবার জন্মদিন পালনে প্যাংগং লেকে গিয়েছিলেন তিনি।

রাহুলের এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু নিজের টুইটার হ্যান্ডেলে রাহুলকে নিশানা করে লেখেন, লাদাখ নিয়ে ভুল প্রচার করছে রাহুল।

9 months ago
Rahul: ২৪শের লোকসভা ভোটে রাহুল লড়বেন উত্তরপ্রদেশের আমেঠি থেকেই, ঘোষণা কংগ্রেসের

২০২৪-এ লোকসভা ভোটে আবারও আমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই। ২০১৯-এ ওই কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল। কিন্তু, স্মৃতি ইরানির সামনে মুখ থুবড়ে পড়েছিলেন কংগ্রেস নেতা। কিন্তু, হেরে গিয়ে পিছু হটতে রাজি নন রাহুল। আসন্ন লোকসভায় তিনি যে আমেঠি থেকেই লড়বেন, তা একপ্রকার ঘোষণাই করে দিলেন উত্তর কংগ্রেস সভাপতি।

উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি পদে সদ্য নিযুক্ত অজয় রাই জানিয়েছেন, রাহুল গান্ধী 'অবশ্যই' তাঁর প্রাক্তন নির্বাচনী এলাকা আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একইসঙ্গে রাহুলের জয়ের বিষয়েও আশাবাদী তিনি।

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী কেন্দ্র নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি। জানালেন, প্রিয়াঙ্কা গান্ধী যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন, সেখানেই তিনি প্রার্থী হবেন। তিনি যদি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে সেখানেই প্রার্থী হবেন।

মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেয়েছেন রাহুল। সাংসদ পদ ফিরে পাওয়ায় চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রেও আর বাধা নেই তাঁর। তাই, আসন্ন লোকসভায় রাহুলের নির্বাচনী লড়াই নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারই মধ্যে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

9 months ago


Rahul Gandhi: রাজনীতিবিদ নয়, এবারে 'বাইকার' রাহুল হিসাবে ধরা দিলেন সাংসদ, নয়া রূপে মুগ্ধ নেটিজেনরা

শতাব্দী প্রাচীন একটি দলের দায়িত্ব জন্মসূত্রে কাঁধে নিয়েও, 'গান্ধী' পরিবারের আর সকলের থেকে একটু ছক ভাঙা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু ৫২ বছরের এই রাজনীতিকের বয়স যেন কেবলমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিচ্ছুটি নয়। কেবল রাজনীতি নয় নিজের রকমারি 'মুডের' কারণে, লুকের কারণেও খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবারে এক অন্য রূপেই দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই যেমন এবার তিনি তাঁর বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন লাদাখের (Ladakh) উদ্দেশে। আর সেখানে যেতেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। ক্যাপশেন লিখেছেন, 'বাবা বলতেন, এই জায়গা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর জায়গা।'

সৌন্দর্যে মোড়া লাদাখের পাহাড়ি রাস্তায় খোশমেজাজে বাইক চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। মাথায় হেলমেট, পরনে বাইকারের পোশাক, চোখে আঁটা রোদ চশমা, পিঠে ব্যাগ নিয়ে খোশমেজাজে চালাচ্ছেন বাইক। লেহ-লাদাখে গিয়ে এক অন্য মুডেই ধরা দিলেন তিনি। তিন দিনের জন্য লেহ-লাদাখ সফরে গিয়েছেন ও সেখানে গিয়েই প্যাংগং লেকে যেতে তিনি তাঁর স্পোর্টস বাইককেই সঙ্গী করে নিয়েছেন। আর বেরিয়ে পড়েছেন লাদাখের অতুলনীয় সৌন্দর্য দেখতে।

তবে হেলমেট পরা অবস্থায় রাহুল গান্ধীকে চেনা বড় দায় ছিল। দেখে মনে হচ্ছে, ঠিক যেন সিনেমার দৃশ্যের শ্যুটিং চলছে। একেবারে হলিডউ মুডে রয়েছেন রাহুল। কিন্তু হেলমেট খুলতেই স্পষ্ট হল তাঁর মুখ। উল্লেখ্য, ব্যাচেলর রাহুল গান্ধীর গ্যারেজে রয়েছে একটি কেটিএম ৩৯০ সি মডেলের বাইক। আর এটাতেই চেপে  লাদাখের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। এই বাইকটির বাজারদর ২ লক্ষ ৭৯ হাজার টাকা।

9 months ago
Rahul: ১৭ বছর পর ক্যারানিয়ানদের বিরুদ্ধে সিজির হার ভারতের, ব্যাটিংকে কাঠগড়ায় তুলল রাহুল

১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও সিরিজ হেরে দেশে ফিরছে ভারতীয় দল। সেই ওয়েস্ট ইন্ডিজ যারা এবার বিশ্বকাপও খেলবে না। আমেরিকার মাটিতে সিরিজ হারের পরেই ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন, এই সিরিজে সব ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ, বিশ্বকাপের আগে এই সিরিজ ছিল নিজেদের প্রমাণ করার। কিন্তু দ্রাবিড় স্বীকার করছেন, ব্যাটাররা নিজেদের পারফরম্যান্স করতে পারেননি।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের জন্য নিজের কাঁধেই দায় নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছিলেন, গোটা সিরিজে যা ভুল, তার সব দায় তাঁর। ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ে দাবি, ব্যর্থতার পাশাপাশি সাফল্যও রয়েছে। সেই কারণে যশস্বী, অর্শদীপদের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। এবার আয়ারল্যান্ড সফর। যে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। রবিবার সেই খবরে সিলমোহর বসিয়েছে বিসিসিআইও। আয়ারল্যান্ডে ক্যাপ্টেন বুমরার কোচ ভিভিএস লক্ষ্মণ।

9 months ago


Rahul: 'আপনার আঘাত লাগেনি তো?', রাস্তায় পড়ে যেতেই ব্যক্তির কাছে ছুটে গেলেন রাহুল

প্রায় চার মাস পর সোমবার সংসদে রি-এন্ট্রি করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপর আজ, বুধবারও সংসদে (Parliament) যাওয়ার জন্যই রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সংসদে পৌঁছনোর আগেই ফের একবার জনগণের নজর কাড়লেন। সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদে বক্তৃতা দিতে যাবেন। কিন্তু রাস্তায় ঘটে যায় এক ঘটনা। স্কুটি চালিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন, সেসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এই দেখেই দৌড়ে যান রাহুল। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে কংগ্রেসের তরফে টুইট করে তাঁকে 'জননায়ক' বলে উল্লেখ করা হয়েছে।

সংসদ সূত্রে খবর, আজ সংসদে গিয়ে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সায় দেন। সেখানে মোদীকে আক্রমণও করেন। কিন্তু সংসদে সেসব কিছু ঘটার আগেই তিনি খবরের শিরোনামে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি করে সংসদে যাচ্ছিলেন রাহুল। কিন্তু তাঁর গাড়ির পিছনেই এক ব্যক্তি স্কুটার নিয়ে বেসামাল হলে রাস্তায় পড়ে যান। এই দেখা মাত্রই তাঁর গাড়ি থামান ও তিনি ছুটে যান সেই ব্যক্তির কাছে। ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, 'আপনার আঘাত লাগেনি তো?' আর এই দৃশ্যই ক্যামেরাবন্দি করে কংগ্রেসের তরফে টুইট করা হয়েছে। তাঁকে 'জননায়ক' বলে উল্লেখ করে ক্যাপশন লেখা হয়েছে। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল। তবে নেটিজেনদের অনেকাংশই এটিকে 'পাবলিসিটি স্টান্ট' বলেছেন। কিন্তু রাহুলের অনুরাগীরা তাঁর এই ব্যবহারে মুগ্ধ।

9 months ago
Rahul: সংসদে অনাস্থা বিতর্কে মোদিকে টার্গেট রাহুলের

সংসদে অনাস্থা বিতর্কে মণিপুর নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। রাহুলের তোপ, 'কেন্দ্র চাইলে মণিপুরের হিংসা থামাতে পারত। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। যদি প্রধানমন্ত্রী তাদের আওয়াজ না শোনেন, তা হলে কাদের আওয়াজ শোনেন।' রাহুলের বক্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে লোকসভা।

রাহুল গান্ধী সংসদে বলেন, 'আমার এক মা এখানে বসে আছেন। যতক্ষণ মণিপুরের হিংসা না থামছে, ততক্ষণ আমার মাকে হত্যা করা হচ্ছে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি আনতে পারে। কিন্তু সেনার ব্যবহার করা হচ্ছে না। ভারতমাতাকে হত্যা করা হচ্ছে। যদি নরেন্দ্র মোদী দেশের আওয়াজ না শোনেন, তা হলে কার আওয়াজ শোনেন।'

মণিপুর হিংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী মনে করেন, মণিপুর ভারতের অংশ নয়। বিজেপিকে 'দেশদ্রোহী' বলেও কটাক্ষ রাহুলের। রাহুল গান্ধী বলেন, 'ভারত আমাদের মানুষের আওয়াজ। মানুষের মনের আওয়াজ। ওই আওয়াজের হত্যা মণিপুরে হয়েছে। ভারতমাতার হত্যা হয়েছে মণিপুরে। আপনারা দেশদ্রোহী। আপনারা দেশভক্ত নন।'

9 months ago
Rahul: জয়ের মেজাজে লোকসভায় ফিরলেন রাহুল, বর্ণময় উচ্ছ্বাসের ছবি

প্রসূন গুপ্তঃ ৪ মাসের জন্য যেন বনবাস হয়েছিল রাহুল গান্ধীর। সেই বাধা উতরে সোমবার জিরো আওয়ারে লোকসভায় প্রবেশ করলেন রাহুল। অবিশ্যি এমনটিই হওয়ার কথা ছিল। প্রসঙ্গত চার মাস আগে রাহুলের লোকসভার সাংসদ পদ চলে গিয়েছিলো। বহু বছর আগে ভোটের প্রচার করতে গিয়ে রাহুল দক্ষিণ ভারতের এক সভায় প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছিলেন যে, দেশের সব মোদীরাই কি এক রকম। তখন এই বিষয়ে বিজেপি আর উচ্চবাচ্য না করলেও সম্প্রতি কোনও এক গুজরাতে বসবাস করা মোদী, একটি নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা করে।


বিচারক আদেশ দেন যে, রাহুল জাতি বা গোষ্ঠীগত ভাবে অবমাননাকর মন্তব্য করেছেন। কাজেই তাঁর লোকসভার সদস্য পদ থাকবে না এবং তাঁর দু'বছর জেল হবে। অবিশ্যি রাহুল এই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারবেন এমন বিকল্পের কথাও বলা হয়েছিল। সেই আদেশকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এবং গত শুক্রবার উচ্চ আদালত সেই আদেশের উপর স্থগিতাদেশ দেন। কাজেই রাহুলের আর আইনসভায় আস্তে বাধা রইলো না। কিন্তু ভাবনা একটিই ছিল কংগ্রেস তথা 'ইন্ডিয়া' ফ্রন্ট্রের যে লোকসভার স্পিকার ওম বিড়লা কি রাহুলকে সভায় অনুমতি দেবেন? সেই ভাবনার কাঁটাতেও সমস্যা থাকলো না যেহেতু ইতিমধ্যে স্পিকারের দফতর থেকে রাহুল গান্ধীর কাছে লোকসভায় আসতে অনুরোধ করা হয়েছে বলেই খবর।


সোমবার সকল থেকেই উৎসবের মেজাজে চলে যায় কংগ্রেস দল। রাহুলকে লোকসভায় এক প্রকার ধরে নিয়েই আসা হয়। রাহুলের আগমনকে টেবিল বাজিয়ে স্বাগতম জানায় বিরোধী দলের প্রতিনিধিরা। উঠে এসে রাহুলের পাশে দেখা যায় তৃণমূলের সদস্যদের। এরপর কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় জোটের বিভিন্ন দলকে। এনডিএর বিজেপি ব্যাতিত অন্য দলের প্রতিনিধিদেরও শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়। মোটের উপর বর্ষাকালীন অধিবেশনে রাহুল গান্ধী যে সরকার বিরোধী ভাষণ দেবেন তা নিঃসংকোচে বলে দেওয়া যায়।


9 months ago


India: এশিয়া কাপের আগেই দলে রাহুল-আইয়ার, স্বস্তিতে ভারতীয় শিবির

এশিয়া কাপের আগেই স্বস্তিতে ভারতীয় শিবির। দলে ফিরতে চলেছেন কেএল রাহুল। জানা গিয়েছে, সব ঠিক থাকলে এশিয়া কাপের দলে থাকবেন রাহুল। সূত্রের খবর, শুধু রাহুল নয়, ফেরার সম্ভাবনা রয়েছে শ্রেয়স আইয়ারেরও। সূত্রের খবর, রাহুলের ফিটনেস দেখে খুশি এনসিএ-র কোচ ও ফিটনেস বিশেষজ্ঞরা।

চলতি বছর আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন রাহুল। তাঁর পরিবর্তে বাকি টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেন ক্রুনাল পান্ডিয়া।

সম্প্রতি চোট কাটিয়ে উঠে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন কর্নাটকের ডানহাতি ব্যাটার। যে ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

9 months ago
Rahul: আপাতত জেল খাটতে হচ্ছে না রাহুলকে, মোদি পদবি নিয়ে সুরাত কোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

রাহুল গান্ধীর সাংসদ পদ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 'মোদি' পদবী নিয়ে অপ্রীতিকর মন্তব্যের বিরুদ্ধে সুরাত আদালতে একটি মামলায় দোষী সাব্যস্ত হয় সাংসদ রাহুল গান্ধী। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পর লোকসভা কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করে তার সংসদ পদ খারিজ করা হয়। এবার ওই মামলায় সুরাত আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের এই রায়ে আপাতত লোকসভা নির্বাচনের আগে স্বস্তিতে থাকবে রাহুল গান্ধী ও কংগ্রেস।

সূত্রের খবর, মোদি পদবী নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় সুরাট আদালতে একটি মামলা করা হয়। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সুরাত আদালত তাঁকে দু বছরের জেল হেফাজতের নির্দেশ দেয। সুরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয় রাহুল গান্ধী। যদিও সেখানে সুরাত আদালতের রায় বহাল থাকে। এরপর সংসদ পদ বাঁচাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। আজ অর্থাৎ শুক্রবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রাথমিক পর্যায়ে সুরাট আদালতের এই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

9 months ago