
লাদাখে প্যাংগং হ্রদের তীরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র রাহুল গান্ধি। রবিবার সকালে রাজীবের একটি ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শনিবারই পিতার জন্মদিন পালন করতে বাইকে চেপে লাদাখে গিয়েছিলেন রাহুল গান্ধি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন। অতীতের স্মৃতিচারনা করে তিনি লেখেন, বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করতেন রাজীব গান্ধি। সেকারণে বাবার জন্মদিন পালনে প্যাংগং লেকে গিয়েছিলেন তিনি।
রাহুলের এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু নিজের টুইটার হ্যান্ডেলে রাহুলকে নিশানা করে লেখেন, লাদাখ নিয়ে ভুল প্রচার করছে রাহুল।