
শতাব্দী প্রাচীন একটি দলের দায়িত্ব জন্মসূত্রে কাঁধে নিয়েও, 'গান্ধী' পরিবারের আর সকলের থেকে একটু ছক ভাঙা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু ৫২ বছরের এই রাজনীতিকের বয়স যেন কেবলমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিচ্ছুটি নয়। কেবল রাজনীতি নয় নিজের রকমারি 'মুডের' কারণে, লুকের কারণেও খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবারে এক অন্য রূপেই দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই যেমন এবার তিনি তাঁর বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন লাদাখের (Ladakh) উদ্দেশে। আর সেখানে যেতেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। ক্যাপশেন লিখেছেন, 'বাবা বলতেন, এই জায়গা বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর জায়গা।'
সৌন্দর্যে মোড়া লাদাখের পাহাড়ি রাস্তায় খোশমেজাজে বাইক চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। মাথায় হেলমেট, পরনে বাইকারের পোশাক, চোখে আঁটা রোদ চশমা, পিঠে ব্যাগ নিয়ে খোশমেজাজে চালাচ্ছেন বাইক। লেহ-লাদাখে গিয়ে এক অন্য মুডেই ধরা দিলেন তিনি। তিন দিনের জন্য লেহ-লাদাখ সফরে গিয়েছেন ও সেখানে গিয়েই প্যাংগং লেকে যেতে তিনি তাঁর স্পোর্টস বাইককেই সঙ্গী করে নিয়েছেন। আর বেরিয়ে পড়েছেন লাদাখের অতুলনীয় সৌন্দর্য দেখতে।
তবে হেলমেট পরা অবস্থায় রাহুল গান্ধীকে চেনা বড় দায় ছিল। দেখে মনে হচ্ছে, ঠিক যেন সিনেমার দৃশ্যের শ্যুটিং চলছে। একেবারে হলিডউ মুডে রয়েছেন রাহুল। কিন্তু হেলমেট খুলতেই স্পষ্ট হল তাঁর মুখ। উল্লেখ্য, ব্যাচেলর রাহুল গান্ধীর গ্যারেজে রয়েছে একটি কেটিএম ৩৯০ সি মডেলের বাইক। আর এটাতেই চেপে লাদাখের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। এই বাইকটির বাজারদর ২ লক্ষ ৭৯ হাজার টাকা।