
সংসদে অনাস্থা বিতর্কে মণিপুর নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। রাহুলের তোপ, 'কেন্দ্র চাইলে মণিপুরের হিংসা থামাতে পারত। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। যদি প্রধানমন্ত্রী তাদের আওয়াজ না শোনেন, তা হলে কাদের আওয়াজ শোনেন।' রাহুলের বক্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে লোকসভা।
রাহুল গান্ধী সংসদে বলেন, 'আমার এক মা এখানে বসে আছেন। যতক্ষণ মণিপুরের হিংসা না থামছে, ততক্ষণ আমার মাকে হত্যা করা হচ্ছে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি আনতে পারে। কিন্তু সেনার ব্যবহার করা হচ্ছে না। ভারতমাতাকে হত্যা করা হচ্ছে। যদি নরেন্দ্র মোদী দেশের আওয়াজ না শোনেন, তা হলে কার আওয়াজ শোনেন।'
মণিপুর হিংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী মনে করেন, মণিপুর ভারতের অংশ নয়। বিজেপিকে 'দেশদ্রোহী' বলেও কটাক্ষ রাহুলের। রাহুল গান্ধী বলেন, 'ভারত আমাদের মানুষের আওয়াজ। মানুষের মনের আওয়াজ। ওই আওয়াজের হত্যা মণিপুরে হয়েছে। ভারতমাতার হত্যা হয়েছে মণিপুরে। আপনারা দেশদ্রোহী। আপনারা দেশভক্ত নন।'