Breaking News
ED: আদালতের পথে হাঁটবে ইডি? মিলল না কাকুর কণ্ঠস্বর      Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে     

Mumbai

Mumbai: বলিউডি কায়দায় চুরি! 'সিবিআই অফিসার' বলে বাড়ি থেকে লুঠ করল লক্ষ লক্ষ টাকা

এবারে বলিউডি স্টাইলে চুরি হল এক অবসরপ্রাপ্ত অফিসারের বাড়িতে। আপনাদের নিশ্চয়ই অক্ষয় কুমার অভিনীত ছবি 'স্পেশাল ২৬'-এর কথা মনে আছে। এবারে তেমনটাই ঘটল বাস্তব জীবনেও। সূত্রের খবর, ভুয়ো 'সিবিআই অফিসার' সেজে হানা দেয় এক অবসরপ্রাপ্ত অফিসারের বাড়িতে। আর সেখান থেকে প্রায় ৩৬ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনাটি ২১ জুলাইয়ের। তবে শনিবার তা প্রকাশ্যে এসেছে। এটি নভি মুম্বইয়ের এরোলি এলাকার ঘটনা।

সূত্রের খবর, গত ২১ জুলাই অবসরপ্রাপ্ত অফিসার কান্তিলাল যাদব ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। হঠাৎ তাঁদের বাড়িতে প্রবেশ করে ৬ জন। তাঁরা বলেন, কান্তিলালের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। তার ভিত্তিতেই বাড়িতে তল্লাশি চালাতে এসেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার নাম শুনে চমকে যান ওই ব্যক্তি। পরিচয় পত্র দেখতে চান তিনি। তবে ওই ৬ জন পরিচয়পত্র দেখাতে অস্বীকার করে। তারা বলে, তল্লাশি হয়ে গেলে তবেই তারা কার্ড দেখাবে। এমনকি কান্তিলাল এবং তাঁর স্ত্রীর মোবাইলও কেড়ে নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় তাদের তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না।

এরপর বাড়ির আলমারি খুলে নগদ ২৫ লক্ষ টাকা, বহুমূল্যের সোনার চেন, আংটি এবং ব্রেসলেট বার করে আনেন তারা। এ ছাড়াও বেশ কয়েকটি হিরের গয়না এবং মূল্যবান ঘড়িও তারা বাজেয়াপ্ত করে নেয়। এরপর এগুলো হাতিয়ে নেওয়ার পর সেখান থেকে চম্পট দেয় তারা। এরপর পুলিসে খবর দিলে তাঁরা জানতে পারেন, যারা এসেছিল তারা ভুয়ো সিবিআই আধিকারিক। ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখে পুলিস তদন্ত শুরু করেছে।

4 months ago
Organ Donation: ৩ বছরের খুদের লিভার নিয়ে নতুন করে জীবন ফিরে পেল এক ৫ বছরের শিশু!

এক তিন বছরের খুদের লিভার দিয়ে নতুন করে প্রাণ ফিরে পেল এক পাঁচ বছরের কন্যা। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)। এক পাঁচ বছরের শিশুকন্যার জন্য খুব শীঘ্রই লিভার প্রয়োজন ছিল, ফলে তার বাবা-মা হন্যে হয়ে এমন একজনকে খুঁজছিলেন, যে লিভার দিতে পারবে। অবশেষে তাঁদের সন্ধান শেষ হয়। খোঁজ পেল এক তিন বছরের শিশুর। এরপর তার লিভার (Organ Donation) দিয়েই প্রাণ বাঁচানো হল সেই কন্যা সন্তানের।

জানা গিয়েছে, এক ৩ বছরের শিশুর কিডনিজনিত কিছু সমস্য়া ছিল। পরে সেই কিডনির সমস্যার পরই তার ব্রেন ডেথ হয়ে যায় জানান চিকিৎসকরা। এরপরই সেই খুদের বাবা-মা সিদ্ধান্ত নেন, তার অঙ্গ দান করা হবে। অবশেষে তাঁদের খোঁজ পান সেই পাঁচ বছরের কন্যাসন্তানের বাবা-মা। এরপরই বান্দ্রার লীলাবতী হাসপাতালে সেই লিভারের প্রতিস্থাপন সফলভাবে করা হয়। এভাবেই সেই খুদের লিভার দিয়ে প্রাণ বাঁচে পাঁচ বছরের বালিকার।

শুধু লিভার নয়, সেই তিন বছরের খুদের কর্নিয়াও দান করা হয় এক ১২ বছরের বালককে। ফলে সেই কর্নিয়া পেয়ে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পায় সে।

5 months ago
Flood: টানা বৃষ্টিতে ব্যাহত গুজরাতের জনজীবন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

একনাগাড়ে বৃষ্টি। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গুজরাতের কয়েকটি জেলায়। একই চিত্র প্রতিবেশী মহারাষ্ট্রেও। লাল সতর্কতা জারি হয়েছে রায়গড়, পালঘরে। কমলা সতর্কতা জারি হয়েছে মুম্বই, পুণেতে।

বাণিজ্য নগরী ভাসছে জলের তলায়। আবহাওয়া দফতর জানিয়েছে,রাজকোট, সুরাত, গির সোমনাথ জেলায় মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল জমে পরিস্থিতি নাজেহাল হয়ে পড়েছে।  আগামী দিনে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।

গুজরাতের জরুরি পরিষেবা কেন্দ্র (এসইওসি) জানিয়েছে, গির সোমনাথের সুত্রাপদা তালুকে সর্বোচ্চ বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ১৪ ঘণ্টার মধ্যে এই তালুকে ৩৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা সাম্প্রতিক কালে রেকর্ড। এ ছাড়াও রাজকোট জেলার ঢোরাজি তালিকে ১৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে মাত্র দু’ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সরকারি খাতায়। সুরাতে দিনের বেলা ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর জেরে জেলায় জনজীবন সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

5 months ago


Mumbai: পুনরাবৃত্তি ঘটবে ২৬/১১-এর! প্রধানমন্ত্রীকে নিশানা করে ফের হুমকি বার্তা মুম্বই পুলিসকে

ফের ২৬/১১-এর পুনরাবৃত্তি ঘটবে, আবার হুমকি ফোন এল মুম্বই পুলিসের (Mumbai Police) কাছে। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) নিশানা করে হুমকি ভরা ফোন এসেছে বলে সূত্রের খবর। মঙ্গলবার, সকালে এই ফোন এসেছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এরই ধরনের ফোন এসেছিল মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল রুমে। সেই ঘটনার ছয়দিনের মাথায় ফের হুমকি। ফলে এই হুমকির পিছনে কে রয়েছে, তা জানতে তৎপর পুলিস ও প্রশাসন।

সম্প্রতি সীমা হায়দার নামে এক পাকিস্তানি গৃহবধূ পাকিস্তান থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেন। আর এই নিয়েই হইহই পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। সীমা তাঁর প্রেমিকের ভালোবাসার টানে তাঁর চার সন্তানকে নিয়ে এদেশে চলে এসেছেন বলে দাবি করেছেন। এরপরই গত ১২ জুলাই মুম্বই ট্রাফিক পুলিসের কাছে ফোন আসে। সেখানে বলা হয় সীমাকে পাকিস্তানে না পাঠানো হলে ২৬/১১-এর সন্ত্রাসবাদী হামলার মতো ফের ঘটনা ঘটবে এদেশে। সেই সময় যোগী আদিত্যনাথকে নিশানা করে এই হুমকি দিয়েছিল সেই অজ্ঞাত ব্যক্তি।

আর এবারেও একই ঘটনা। হুমকির ছয়দিনের মাথায় ফের হুমকি ফোন এল। মুম্বই পুলিস সূত্রে খবর, যে এই হুমকি দিয়েছে, অর্থাৎ সেই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০৯ (২) ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। মুম্বই পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।

5 months ago
Aadhaar: কুকুরদেরও পরিচয়পত্র! মুম্বইয়ের কুকুরদের গলায় ঝুলিয়ে দেওয়া হল 'আধারাকার্ড'

এতদিন ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে মানুষের প্রয়োজন হত ভোটার কার্ড, আধার কার্ডের (Aadhaar Card)। কিন্তু এবারে আর শুধু মানুষ নয়, 'আধার কার্ড' দেওয়া হবে কুকুরদেরও (Dog)। অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। মুম্বইয়ের বিমানবন্দরের (Mumbai Airport) বাইরে রাস্তার কিছু কুকুরদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। এই উদ্যোগ নেওয়া হয়েছে এক পশুপ্রেমী সংগঠনের তরফে। কুকুরদের গলায় আধারকার্ড দেওয়ায় এবার থেকে তারাও পেল পরিচয়পত্র।

জানা গিয়েছে, ১৫ জুলাই, শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের বাইরে ২০ টি কুকুরকে চিহ্নিত করে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। সেগুলোতে কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করলেই জানা যাবে তার নাম, কোন প্রজাতির সেই কুকুরটি ও তাকে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেদিন কুকুরদের গলায় শুধুমাত্র সেই কিউআর কোডই ঝোলানো হয়নি, তাদের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই অভিনব উদ্যোগের পিছনে রয়েছেন অক্ষয় রিদলান নামের এক ব্যক্তি, যিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের নাম pawfriend.in। তিনি বলেন, 'শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিমানবন্দরের বাইরের ২০ টি কুকুরকে চিহ্নিত করা হয় ও তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এই কিউআর কোডের মাধ্যমে কোনও হারানো কুকুরকেও খুঁজে পাওয়া যাবে।' জানা গিয়েছে, প্রথম ধাপে ২০ টি কুকুরকে এই কার্ড পরানো হলেও ধীরে ধীরে শহরের সমস্ত কুকুরদের ক্ষেত্রেই এমনটাই করা হবে।

5 months ago


Sara: মুম্বইয়ে 'স্ট্রিট শপিং'-এ মজলেন সারা আলি খান! মন জিতলেন অনুরাগীদের

তারকা মানেই তাঁরা হবেন ধরা-ছোঁওয়ার বাইরে। তাঁদের পাশে থাকবে কয়েকজন নিরাপত্তারক্ষী। কিন্তু এর একেবারে বিপরীত দৃশ্য দেখা গেল মুম্বইয়ের (Mumbai) রাস্তায়। শুক্রবার মুম্বই বান্দ্রায় স্ট্রিট শপিং (Street Shopping) করতে দেখা গেল সারা আলি খানকে (Sara Ali Khan)। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। সইফ আলি খানের (Saif Ali Khan) মেয়েকে রাস্তার ধারে শপিং করতে দেখা গেল। এই দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। এত বড় তারকা হয়েও কীভাবে তিনি এত সাধারণ হয়ে ঘুরে বেড়ান তা দেখেই হতবাক তাঁর অনুরাগীরা।

বাকি দিনের মত শুক্রবারও মুম্বইয়ের বান্দ্রার ব্যস্ত রাস্তার ধারে দোকানগুলোতে সাধারণ মানুষ কেনা-বেচা করছেন। কিন্তু সে সময়েই হঠাৎ দেখা গেল অভিনেত্রী সারা আলি খানকে। তিনি সেখানে নাকি শপিং করছেন। এই দেখে অবাক দোকানদার থেকে রাস্তার মানুষ। সাধারণ ক্যাজুয়াল লুকেই তাঁকে এদিন দেখা যায়। তাঁর পরনে ছিল কালো রংয়ের শর্টস ও টপ, আর গলায় ঝুলছে ব্যাগ। তিনি আবার রাস্তায় ঘুরে ঘুরে জামা-কাপড় দেখছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের গতিতে ভাইরাল।

তবে নেটিজেনদের কেউ কেউ তাঁর প্রশংসা করলেও অনেকেই তাঁকে ট্রোল করতে ছাড়েননি। কেউ কেউ তাঁর এই রাস্তার ধারে শপিং করাকে 'পাবলিসিটি স্টান্ট' বলে উল্লেখ করেছেন। 

5 months ago
Mumbai: সীমাকে পাকিস্তানে পাঠানো না হলে ফের হবে ২৬/১১! মুম্বই পুলিসকে হুমকি

২৬/১১ সন্ত্রাসবাদী হামলার পুনরাবৃত্তি ঘটানোর হুমকি দেওয়া হচ্ছে মুম্বই পুলিসকে (Mumbai Police)। এই হুমকির পিছনে কে বা কারা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, পাকিস্তানি মহিলা সীমা হায়দারকে (Seema Haider) পাকিস্তানে (Pakistan) ফেরানোর দাবি জানিয়ে এমনটা হুমকি দেওয়া হয়েছে। কিছুদিন আগেই খবরে এসেছিল, পাকিস্তানের এক মহিলা প্রেমিকের ভালোবাসার টানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। এরপর সেই প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। এবারে তাঁকে কেন্দ্র করেই এই হুমকি ভরা ফোন এসেছে পুলিসের কাছে।

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে একজন পাকিস্তানি গৃহবধূ, সীমা হায়দার অনলাইন গেম পাবজি খেলার সময় উত্তরপ্রদেশের এক যুবকের প্রেমে পড়ে যান। তিনি গ্রেটার নয়ডার নিবাসী শচীন। এরপর প্রেমিকের টানে কয়েকদিন আগে চার সন্তানকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন সীমা। নেপাল সীমান্ত হয়ে গ্রেটার নয়ডায় আসেন তিনি। বেআইনিভাবে ভারতে অনুপ্রেবেশের জন্য সীমাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। গ্রেফতার করা হয় প্রেমিক শচীনকেও। কিন্তু কয়েকদিন আগে তাদের মুক্তি দেয় আদালত। বর্তমানে গ্রেটার নয়ডায় প্রেমিকের সঙ্গেই আছেন পাকিস্তানি গৃহবধূ। তিনিও ফিরে যেতে চান না।

কিন্তু তারপরেই এল আরেক বিপত্তি। মুম্বই পুলিস সূত্রে খবর, বুধবার অর্থাৎ ১২ জুলাই এক ফোন আসে ট্রাফিক কন্ট্রোল রুমে। আর সেই ফোনেই হামলার করার হুমকি দেওয়া হয়। বলা হয়, 'সীমা হায়দার পাকিস্তানে ফিরে না এলে ভারত ধ্বংস হয়ে যাবে। ২৬/১১-র মতো সন্ত্রাসবাদী হামলার জন্য প্রস্তুত থাকুন।'

এদিকে এই হামলার হুমকির পড় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিস। অপরাধ দমন শাখা এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে। কে বা কারা ও কোথায় থেকে এই ফোন এসেছে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে বলে সূত্রের খবর।

5 months ago
Bus Accident: মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে ঝলসে মৃত্যু ২৬ জনের, আহত ৭

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে অর্থাৎ মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে (Mumbai Nagpur Expressway) একটি বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় ২৬ জনের। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বাসে সবাই ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ করেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে কেউ বাস থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, শনিবার মধ্যরাত ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে বুলধানা জেলায়। বাসটি মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল। আর সেসময়ই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেছিলেন, 'বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।' 

এছাড়াও বুলধানার এসপি সুনীল কাদাসানে জানিয়েছেন, মধ্যরাতে বাসটির একটি টায়ার ফেটে যায়। এরপরই বাসটি উল্টে যায় ও তাতে আগুন ধরে যায়। এরপর বাসের ভিতরে আটকা পড়ে যান যাত্রীরা। ফলে বাসের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর পুলিস সূত্রে। তবে বাসের চালক কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারদের ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এদিন সকালেই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

5 months ago


Mumbai: স্কুটিতে সাতজন শিশুকে নিয়ে সফর! চালককে গ্রেফতার করল মুম্বই পুলিস

ফের মুম্বইয়ের (Mumbai) ব্যস্ত রাস্তায় দেখা মিলল এক অদ্ভূত ঘটনার। ফের একবার ট্রাফিক নিয়ম (Traffice Rules) লঙ্ঘন করার দৃশ্য ক্যামেরাবন্দি করা হল। আর এই নিয়েই হইহই পড়ে গিয়েছে। দেখা গিয়েছে, এক ব্যক্তি তার ৭জন ছেলেকে চাপিয়ে চালাচ্ছে স্কুটি। এই দেখেই কোনও এক পথযাত্রী সেটির ভিডিও করেছেন। এরপর ভিডিও ভাইরাল হতেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বই ট্রাফিক পুলিস থেকে জানানো হয়,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, সেই ব্যক্তির নাম মুনাভর শাহ। সে একটি নারকেলের দোকান চালায় বলে জানা গিয়েছে। তাকেই দেখা গিয়েছে, স্কুটিতে সাত জন বালকদের নিয়ে স্কুটি চালাচ্ছে। সামনে দাঁড়িয়ে রয়েছে দুজন, পাশে একজন, সিটে তিনজন বসে ও পিছনে একজন দাঁড়িয়ে। এইভাবেই চলছে স্কুটি। জানা গিয়েছে, এই সাতজনের মধ্যে চারজনই তার সন্তান ও বাকিরা তার প্রতিবেশীর সন্তান। এই দেখে রাস্তার কেউ একজন এই কাণ্ডের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ধেয়ে এসেছে কটাক্ষ।

এরপর এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে মুম্বই ট্রাফিক পুলিস জানিয়েছে, সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ও এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। 

5 months ago
Mumbai: সমুদ্র স্নানে নেমে ভেসে যাচ্ছিল দুই কিশোর, ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন পুলিস কনস্টেবল

সমুদ্রে স্মান করতে গিয়ে জলের অনেকটা দূরে চলে গিয়েছিল দুই কিশোর (teenager)। জোয়ারে আটকে গেলে পাড়ের দিকে আসার চেষ্টা করতে থাকে তারা। সেই সময় এক কনস্টেবলের চোখে পড়তেই ওই দুই যুবককে উদ্ধার (rescue) করে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) জুহু সৈকতে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোরের এক জনের বয়স ৭ এবং অন্য জনের বয়স ১০। সকলের চোখকে এড়িয়ে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিল তারা। তখনই এই ঘটনাটি ঘটে। 

জুহু পুলিস সূত্রে খবর, ওই কনস্টেবলের নাম বিষ্ণু ভাউরাও বেলে। তিনি জুহু সৈকতে টহল দিচ্ছিলেন। সেই সময় হঠাৎই দেখেন দুই কিশোর সমুদ্রের অনেকটা দূরে চলে গিয়েছে। শিশু দু’টি জোয়ারে আটকে পড়ায় তারা পাড়ে আসার চেষ্টা করলেও আসতে পারছিল না। এমনকি তাদের আশপাশেও কেউ ছিল না। বিষয়টি নজরে আসতেই ওই দুই কিশোর বিপদে পড়েছে বুঝতে পেরেছিলেন বিষ্ণু। তার পরই তিনি উত্তাল সমুদ্রে নেমে পড়ে দুই কিশোরকে উদ্ধার করে নিয়ে আসেন।

ওই দুই কিশোরকে দু’হাত ধরে পাড়ের দিকে নিয়ে আসার সময় বেশ কয়েক বার ঢেউয়ের ধাক্কায় পা আটকে গেলেও ওই দুই কিশোরের কোনও ভাবেই হাত ছাড়েননি তিনি। শিশু দুটিকে নিরাপদে পাড়ে নিয়ে এসে অভিভাবকদের হাতে তুলে দেন বিষ্ণু।

6 months ago


Monsoon: বিরল ঘটনা! দীর্ঘ ৬২ বছর পর একইদিনে বর্ষার প্রবেশ মুম্বই ও দিল্লিতে

দীর্ঘ ৬২ বছর পর ঘটল এক বিরল ঘটনা। একইদিনে বর্ষা প্রবেশ করল রাজধানী শহর দিল্লি (Delhi) এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai)। আর প্রথমদিনেই দুই শহরের মানুষ তীব্র গরমের হাত থেকে রেহাই পেলেন। এতদিন তীব্র দাবদাহের ফলে দুই শহরের মানুষের নাজেহাল পরিস্থিতি ছিল। ফলে দুই শহরেই একসঙ্গে বর্ষা আসায় বেজায় খুশি শহরবাসীরা। আবহাওয়া দফতর সূত্রের খবর, শেষবার ১৯৬১ সালের ২১ জুন একইদিনে বর্ষা (Monsoon) ঢুকেছিল এই দুই শহরে। আর এবারে ২০২৩ সালের ২৫ জুন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দিল্লিতে সাধারণত ২৭ জুন বর্ষা আসার কথা, কিন্তু নির্ধারিত সময়ের দু'দিন আগেই বর্ষার আগমন ঘটেছে। অন্যদিকে মুম্বইয়ে ১১ জুন বর্ষা আসার কথা ছিল। কিন্তু এরও দু'সপ্তাহ পর বাণিজ্যনগরীতে বর্ষা এসেছে। রবিবার সকালে ঘুম থেকেই উঠেই দিল্লিবাসীরা বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পেয়েছে। আবার মুম্বইয়ে শনিবার সন্ধ্যা থেকেই অনবরত বৃষ্টি পড়ে চলেছে।

তবে বর্ষা আসার সঙ্গে সঙ্গে মানুষ গরমের থেকে রেহাই পেলেও চারিদিকে জল জমতে শুরু করেছে দিল্লিতে। বেশিরভাগ রাস্তাঘাট জলমগ্ন হয়ে রয়েছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। একইভাবে মুম্বইতেও টানা বর্ষণে বহু রাস্তা জলমগ্ন হয়ে যায়। সূত্রের খবর, জল জমে থাকার কারণে ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যুও হয়েছে দু'জনের।

6 months ago
Hijacking: 'হাইজ্যাকিং' নিয়ে ফোনে আলোচনা বিমানযাত্রীর! বিমানবন্দরেই গ্রেফতার করল পুলিস

ফের বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড! 'হাইজ্য়াকিং' নিয়ে কথা বলতে গিয়েই গ্রেফতার হতে হল দিল্লিগামী এক যাত্রীকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি মুম্বই বিমানবন্দরের।

জানা গিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক বিমানযাত্রীকে ফোনে কারোর সঙ্গে 'হাইজ্যাকিং' নিয়ে কথা বলতে শুনতে পান এক বিমান কর্মী। সূত্রের খবর, ভিস্তারা সংস্থার বিমানে মুম্বই থেকে দিল্লি যাওয়ার টিকিট ছিল সেই যাত্রীর। কিন্তু তার আগেই এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন তিনি যে, তাঁকে গ্রেফতার করে পুলিস। আর এই কথা এক বিমান কর্মীর কানে যেতেই তিনি তড়িঘড়ি এই বিষয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপর অবিলম্বে পুলিস এসে গ্রেফতার করে তাঁকে।

পুলিস সূত্রে খবর, একাধিক এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত যাত্রীর মানসিক পরিস্থিতি ঠিক নেই। ২০২১ সাল থেকে তাঁর মানসিক রোগের চিকিৎসা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরেই বিমানে নয়তো বিমানবন্দরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কিছুদিব আগেই খবরে এসেছিল যে, এক মহিলার ব্যাগের ভিতরে বোমা রয়েছে। এরপর তাকেও গ্রেফতার করা হয়েছিল। তবে ব্যাগে কোনও বোমাই পাওয়া যায়নি। আর এবারে হাইজ্যাকিং নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে মুম্বই বিমানবন্দরে।

6 months ago
Flight: খারাপ আবহাওয়ার কারণে বাতিল একাধিক বিমান, মুম্বই বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা

রবিবার খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে বেশ কিছু বিমান (Flight Cancel) বাতিল করে দেওয়া হয় মুম্বই (Mumbai) বিমানবন্দরে। এমনকি নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। তবে এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিমানবন্দরে আসা যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হয়। আবার কিছু সময় বিমানবন্দরে বিমান নামতেই পারেনি খারাপ আবহাওয়ার জন্য। ফলে সেই বিমানের ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা যেমন ভীতস্থ ছিলেন, তেমনই যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পরিজনেরাও বেশ আতঙ্কে ছিলেন। 

 তবে যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে এবং কিছু বিমান দেরিতে ছাড়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে এই বিমান সংস্থা।

6 months ago


Fraud: ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার, লোভে পড়ে খোয়ালেন ১০ লক্ষ

ফের টাকা প্রতারণার (Money Fraud) ঘটনা। তবে এবার প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক (Bank) ম্যানেজার। ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। এই ঘটনার পরেই পুলিসের দারস্থ হন ওই ব্যাঙ্ক ম্যানেজার। গত ২৩ মে এবং ২৬ মে মুম্বই পুলিসের কাছে দু’টি এফআইআর দায়ের করেন ওই ব্যাঙ্ককর্মী। পুলিস (Police) সূত্রে খবর, কোলাবার একটি ব্যাঙ্কে ম্যানেজারের পদে চাকরি কেন ওই ব্যক্তি । তাঁর অভিযোগ, বাড়তি উপার্জনের লোভে তিনি একটি ‘পার্টটাইম’ কাজ নিয়েছিলেন। 

তিনি আরও জনান, ইউটিউবে ভিডিও ‘লাইক’ করলেই টাকা মিলবে বলে কথা দিয়েছিলেন চার ব্যক্তি। তাঁকে বলা হয়েছিল, ভিডিও প্রতি ১৮০ টাকা এবং ১০০ টাকা করে মিলবে। ভালই চলছিল এই ‘পার্টটাইম’ কাজ। আর তার মধ্যেই ঘটে গেল এমন ঘটনা। আচমকা ওই চার ব্যক্তি ব্যাঙ্ক ম্যানেজারকে ১০ লক্ষ টাকা মোট সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে।

ওই ব্যাঙ্ক ম্যানেজারের দাবি, ওই চার ব্যক্তির কথামতো ১০ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তিনি। তবে এই বিষয়ে তাঁর সন্দেহ হলে তিনি ওই চার ব্যক্তিকে এ নিয়ে প্রশ্নও করেন। কিন্তু কোনও সদুত্তর পাননি তিনি। তারপরেই তিনি পুলিসের সহায় হন।

6 months ago
Auto-Driver: ভাড়া নিয়ে বচসা, পুরুষ যাত্রীকে নিগ্রহের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে

অটোর ভাড়া নিয়ে অটোচালক (Auto-Driver) ও এক মত্ত ব্যক্তির মধ্যে বচসা, এরপর যৌন নিগ্রহ (Sexual Assault) করারও অভিযোগ উঠল সেই অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপার এলাকার। বুধবার পুলিস জানিয়েছে, সেই মত্ত ব্যক্তি ২৫ বছর বয়সী অটোচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

সূত্রের খবর, গত শনিবার রাতের দিকে ঘাটকোপার এলাকায় মদ্য়প অবস্থায় ৩১ বছর বয়সী এক পুরুষ যাত্রী অটোতে ওঠেন। এরপর প্রচুর পরিমাণে মদ্যপান করার ফলে তিনি অটোচালককে ঠিক করে বলতেই পারেন না যে কোথায় যেতে চান তিনি। এভাবে তিনি অটো-চালককে এদিক-ওদিক ঘোরাতে শুরু করলে এরপর অটোচালক তাঁকে অটো থেকে নেমে যেতে বলেন। এরপর সেই ব্যক্তি ২৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা দিতেই ক্ষিপ্ত হয়ে যান অটোচালক। অভিযোগ, তখনই পাশের এক জায়গায় জোর করে নিয়ে গিয়ে তাঁকে যৌন নিগ্রহ করে ও পরে এটিএমে নিয়ে গিয়েও ২০০ টাকা তুলিয়ে নেয়, আবার তাঁর ফোন ও এটিএম দুটি নিয়েই চম্পট হয় অটোচালক।

এরপরই সেই ব্যক্তি মঙ্গলবার পুলিস স্টেশনে গিয়ে সেই অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ও ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে সেই অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনার তদন্তেও নেমেছে পুলিস।

6 months ago