
ভিন রাজ্যে কাজে গিয়ে আবারো মৃত্যু বাংলার (west bengal) দুই যুবকের। তারা দুজনেই বীরভূমের (Birbhum) বাসিন্দা । মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আফিউদ্দিন শেখ বয়স ৩৫ বছর ও আরেকজনের নাম ছোটু শেখ বয়স ২৩ বছর। ঘটনাটি ঘটেছে গত কাল মুম্বাইয়ের(Mumbai) কান্দিভ্যালিতে।
তারা দুজনেই বীরভূমের পাইকর থানার লক্ষী নারায়ণপুর গ্রাম থেকে মুম্বাইয়ের কান্দিভ্যালিতে রাজমিস্ত্রির কাজ করার জন্য যান। সোমবার সকালে বহুতলে কাজ করার সময় আবাসন থেকে পরে মৃত্যু হয় তাঁদের। দুপুরে পরিবারের কাছে খবর আসলে শোকের ছায়া নেমে আসে। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের পরে তাদের দেহ পাঠানো হবে তাদের পরিবারের কাছে। এই এলাকায় এই ঘটনা নতুন নয় ,এই এলাকার মুরারই এক ও দুই নম্বর ব্লকের অধিকাংশ শ্রমিকই ভিন রাজ্যে কাজ করতে চলে যান। এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে।
প্রসঙ্গত দু দিন আগেই মুরারই দুই নম্বর ব্লকে উড়িষ্যা কাজ করতে গিয়ে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ।তার কয়েকমাস আগে একই ব্লকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে । কয়েকমাস আগেই এই একই ব্লকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে । বেশি আয়ের জন্য ভিন রাজ্যে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।
শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের উপর।