Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mumbai

Hijacking: 'হাইজ্যাকিং' নিয়ে ফোনে আলোচনা বিমানযাত্রীর! বিমানবন্দরেই গ্রেফতার করল পুলিস

ফের বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড! 'হাইজ্য়াকিং' নিয়ে কথা বলতে গিয়েই গ্রেফতার হতে হল দিল্লিগামী এক যাত্রীকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি মুম্বই বিমানবন্দরের।

জানা গিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক বিমানযাত্রীকে ফোনে কারোর সঙ্গে 'হাইজ্যাকিং' নিয়ে কথা বলতে শুনতে পান এক বিমান কর্মী। সূত্রের খবর, ভিস্তারা সংস্থার বিমানে মুম্বই থেকে দিল্লি যাওয়ার টিকিট ছিল সেই যাত্রীর। কিন্তু তার আগেই এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন তিনি যে, তাঁকে গ্রেফতার করে পুলিস। আর এই কথা এক বিমান কর্মীর কানে যেতেই তিনি তড়িঘড়ি এই বিষয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপর অবিলম্বে পুলিস এসে গ্রেফতার করে তাঁকে।

পুলিস সূত্রে খবর, একাধিক এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত যাত্রীর মানসিক পরিস্থিতি ঠিক নেই। ২০২১ সাল থেকে তাঁর মানসিক রোগের চিকিৎসা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরেই বিমানে নয়তো বিমানবন্দরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কিছুদিব আগেই খবরে এসেছিল যে, এক মহিলার ব্যাগের ভিতরে বোমা রয়েছে। এরপর তাকেও গ্রেফতার করা হয়েছিল। তবে ব্যাগে কোনও বোমাই পাওয়া যায়নি। আর এবারে হাইজ্যাকিং নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে মুম্বই বিমানবন্দরে।

11 months ago
Flight: খারাপ আবহাওয়ার কারণে বাতিল একাধিক বিমান, মুম্বই বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা

রবিবার খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে বেশ কিছু বিমান (Flight Cancel) বাতিল করে দেওয়া হয় মুম্বই (Mumbai) বিমানবন্দরে। এমনকি নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। তবে এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিমানবন্দরে আসা যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হয়। আবার কিছু সময় বিমানবন্দরে বিমান নামতেই পারেনি খারাপ আবহাওয়ার জন্য। ফলে সেই বিমানের ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা যেমন ভীতস্থ ছিলেন, তেমনই যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পরিজনেরাও বেশ আতঙ্কে ছিলেন। 

 তবে যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে এবং কিছু বিমান দেরিতে ছাড়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে এই বিমান সংস্থা।

11 months ago
Fraud: ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার, লোভে পড়ে খোয়ালেন ১০ লক্ষ

ফের টাকা প্রতারণার (Money Fraud) ঘটনা। তবে এবার প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক (Bank) ম্যানেজার। ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। এই ঘটনার পরেই পুলিসের দারস্থ হন ওই ব্যাঙ্ক ম্যানেজার। গত ২৩ মে এবং ২৬ মে মুম্বই পুলিসের কাছে দু’টি এফআইআর দায়ের করেন ওই ব্যাঙ্ককর্মী। পুলিস (Police) সূত্রে খবর, কোলাবার একটি ব্যাঙ্কে ম্যানেজারের পদে চাকরি কেন ওই ব্যক্তি । তাঁর অভিযোগ, বাড়তি উপার্জনের লোভে তিনি একটি ‘পার্টটাইম’ কাজ নিয়েছিলেন। 

তিনি আরও জনান, ইউটিউবে ভিডিও ‘লাইক’ করলেই টাকা মিলবে বলে কথা দিয়েছিলেন চার ব্যক্তি। তাঁকে বলা হয়েছিল, ভিডিও প্রতি ১৮০ টাকা এবং ১০০ টাকা করে মিলবে। ভালই চলছিল এই ‘পার্টটাইম’ কাজ। আর তার মধ্যেই ঘটে গেল এমন ঘটনা। আচমকা ওই চার ব্যক্তি ব্যাঙ্ক ম্যানেজারকে ১০ লক্ষ টাকা মোট সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে।

ওই ব্যাঙ্ক ম্যানেজারের দাবি, ওই চার ব্যক্তির কথামতো ১০ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তিনি। তবে এই বিষয়ে তাঁর সন্দেহ হলে তিনি ওই চার ব্যক্তিকে এ নিয়ে প্রশ্নও করেন। কিন্তু কোনও সদুত্তর পাননি তিনি। তারপরেই তিনি পুলিসের সহায় হন।

11 months ago


Auto-Driver: ভাড়া নিয়ে বচসা, পুরুষ যাত্রীকে নিগ্রহের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে

অটোর ভাড়া নিয়ে অটোচালক (Auto-Driver) ও এক মত্ত ব্যক্তির মধ্যে বচসা, এরপর যৌন নিগ্রহ (Sexual Assault) করারও অভিযোগ উঠল সেই অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপার এলাকার। বুধবার পুলিস জানিয়েছে, সেই মত্ত ব্যক্তি ২৫ বছর বয়সী অটোচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

সূত্রের খবর, গত শনিবার রাতের দিকে ঘাটকোপার এলাকায় মদ্য়প অবস্থায় ৩১ বছর বয়সী এক পুরুষ যাত্রী অটোতে ওঠেন। এরপর প্রচুর পরিমাণে মদ্যপান করার ফলে তিনি অটোচালককে ঠিক করে বলতেই পারেন না যে কোথায় যেতে চান তিনি। এভাবে তিনি অটো-চালককে এদিক-ওদিক ঘোরাতে শুরু করলে এরপর অটোচালক তাঁকে অটো থেকে নেমে যেতে বলেন। এরপর সেই ব্যক্তি ২৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা দিতেই ক্ষিপ্ত হয়ে যান অটোচালক। অভিযোগ, তখনই পাশের এক জায়গায় জোর করে নিয়ে গিয়ে তাঁকে যৌন নিগ্রহ করে ও পরে এটিএমে নিয়ে গিয়েও ২০০ টাকা তুলিয়ে নেয়, আবার তাঁর ফোন ও এটিএম দুটি নিয়েই চম্পট হয় অটোচালক।

এরপরই সেই ব্যক্তি মঙ্গলবার পুলিস স্টেশনে গিয়ে সেই অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ও ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে সেই অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনার তদন্তেও নেমেছে পুলিস।

11 months ago
Mumbai: 'ব্যাগে বোমা আছে!' মুম্বই বিমানবন্দরে চিৎকার এক মহিলার, তারপর...

'ব্যাগে বোমা আছে', এই বলে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) চিৎকার এক মহিলার (Woman)। আর এই শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে উপস্থিত সকলের মধ্যে। ঘটনাটি ঘটেছে বুধবার। সূত্রের খবর, মুম্বই (Mumbai) থেকে কলকাতাগামী (Kolkata) এক বিমানে চড়ার আগেই এমনটা ঘটিয়েছেন এক মহিলা। যদিও তাঁর ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায়নি।  তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ও তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, বুধবার মুম্বইের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে মুম্বই থেকে কলকাতাগামী বিমানে ওঠার আগে তাঁর ব্যাগ চেক ইন করা হয়। কিন্তু একটির বদলে দুটি ব্যাগ থাকায় তাঁকে অতিরিক্ত টাকা দিতে বলা হয়। সাধারণত বিমানে একটি ব্যাগ যা ১৫ কেজি ওজনের মধ্যে, সেটিই চেক ইন করার নিয়ম রয়েছে। এর বেশি হলে টাকা দিতে হয়। কিন্তু সেই মহিলা সেই টাকা দিতে না চাইলে তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন যে, তাঁর ব্যাগে বোমা আছে। এরপরই তাঁর ব্যাগ ভালোভাবে দেখা গেলে সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি।

এরপর সেই মহিলার বিরুদ্ধে সাহার পুলিস স্টেশন ভারতীয় দন্ডবিধির ৩৩৬ ও ৫০২ (২) ধারায় অভিযোগ দায়ের করা হয় ও তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরে তাঁকে আদালতে পেশ করার পর জামিন দেওয়া হয়েছে।

12 months ago


IPL: রবিবার মহারণ, প্লে-ওফে ওঠার চেষ্টা মুম্বই এবং বেঙ্গালুরুর

আইপিএলের (IPL) লিগ পর্বের আর দুই ম্যাচ বাকি। মুম্বই বনাম হায়দরাবাদ ও গুজরাত বনাম বেঙ্গালুরু। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় টিম হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার পর্বে খেলবে এই দুই টিমই। এলিমিনেটর পর্বে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জায়গা করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রবিবার মুম্বই ও আরসিবির মধ্যে কে কোয়ালিফাই করে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম প্লে-অফ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। তিনেই শেষ করেছে লখনউ। কেকেআর-কে ৯৭ রানে হারালে কোয়ালিফায়ার খেলার সুযোগ পেত তারা। মুম্বই অথবা আরসিবি, এই দুই দলের মধ্যে যে কোনও একটি টিমের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস।

আইপিএল প্লে-অফে কোয়ালিফায়ারের নিয়ম অনুযায়ী, বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। আগামী ২৬ মে এলিমিনেটর ম্যাচ। এদিনই খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। মুম্বই বা বেঙ্গালুরু দুই টিমই হারলে চার নম্বর টিম হিসেবে উঠে আসতে পারে রাজস্থান রয়্যালসও।

12 months ago
Salman: অভিনয় ছেড়ে এবারে হোটেলের ব্যবসায় মন দিলেন সলমন!

ভাইজানের কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। ফলে ছবি হিট হওয়া তো দূর, কোনও ছবিই তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু এরই মধ্যে আরও এক খবর শোনা গেল। এবারে নাকি ব্যবসা করার ক্ষেত্রেও মন দেবেন সলমন খান। জানা গিয়েছে, একটি ১৯ তলার বিলাসবহুল হোটেল (Hotel) বানাতে চলেছেন সলমন খান। ফলে তাঁর অনুরাগীদের প্রশ্ন উঠছে, তবে কি এবারে অভিনয় ছেড়ে হোটেলের ব্যবসাতেই মন দিলেন ভাইজান?

জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী হতে চলেছে এই হোটেল। যেখানে সুইমিং পুল থেকে শুরু করে ক্যাফে, জিম থাকবে। তবে এই হোটেল সলমন খান খুললেও ডকুমেন্টে এই হোটেলের মালিকের নাম থাকবে সলমনের মা সালমা খানের। তাঁর মায়ের নামেই এই হোটেল খুলতে চলেছেন বলে জানা গিয়েছে। বিএমসি-এর তরফেও এই হোটেল তৈরির ক্ষেত্রে সমর্থন পেয়েছে অভিনেতা।

সূত্রের খবর, সলমনের এই হোটেলে তিন স্তরের বেসমেন্ট থাকবে। প্রথম ও দ্বিতীয় তলে থাকবে ক্যাফে, রেস্তোরাঁ, তৃতীয় তলে থাকবে সুইমিং পুল ও জিম। চতুর্থ তল সার্ভিস ফ্লোর হিসাবে ব্যবহার করা হবে। পঞ্চম ও ষষ্ঠ তল অনুষ্ঠান উদযাপনের জন্য ও সপ্তম থেকে উনিশ তল হোটেল রুম হিসাবে ব্যবহার করা হবে।

12 months ago
Mumbai: হেলমেট ছাড়াই বাইকে বসে অমিতাভ ও অনুষ্কা! আইনি পদক্ষেপ নেবে মুম্বই পুলিস

এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন তাঁরা? সোমবার অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল, কাজে ঠিক সময়ে পৌঁছতে এক অজ্ঞাত ব্যক্তির গাড়িতে চেপে বসেন। অন্য়দিকে অনুষ্কাকেও নিরাপত্তারক্ষীর গাড়িতে দেখা যায়। তাঁদের এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। আর এই দেখেই শুরু হয়ে সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, 'হেলমেট কোথায়? আইন সবার জন্যই এক হওয়া উচিত।'  আর এই খবরই পৌঁছে গিয়েছে মুম্বই পুলিসের কাছে।

সোমবার বিগ বি-কে দেখা গিয়েছিল এক অজানা ব্যক্তির বাইকে চড়ে তাঁর শ্যুটিং-এর জায়গায় যেতে। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এতেই যে, বিগ বি-এর মাথায় নেই হেলমেট। আবার অন্যদিকে অনুষ্কাকেও দেখা গিয়েছে, যানজটের কারণে বডিগার্ডের বাইকে চড়ে শ্যুটিং-এর জায়গায় যেতে। তাঁর মাথাতেও ছিল না হেলমেট। এরপর এই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় মুম্বই পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিগুলো। আর এরপরেই মুম্বই ট্রাফিক পুলিস লিখেছে, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা পরে জানিয়ে দেওয়া হবে।' ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বড়সড় কোনও পদক্ষেপই নিতে চলেছে মুম্বই পুলিস।

12 months ago


Mumbai: দিল্লি মেট্রোর পর এবারে মুম্বই রেলওয়ে! স্টেশনে তরুণীর নাচ দেখে ফের শুরু সমালোচনা

দিল্লি (Delhi) মেট্রোর পর এবার মুম্বই রেলওয়ে স্টেশন (Mumbai Railway Station)। গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছিল দিল্লি মেট্রো। মেট্রোর মধ্যে নাচ, হস্তমৈথুন, যুগলের চুম্বন এরকম অনেক ভিডিও একাধিকবার সামনে এসেছে। আর এবারে খবরে উঠে এল মুম্বই রেলওয়ে স্টেশন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণীকে নাচতে দেখা যাচ্ছে। তবে তাঁর এই ভিডিও নিয়ে সমালোচনা শুরু হলেও অনেকে তাঁর নাচের প্রশংসা করেছেন।

View this post on Instagram

A post shared by Shreya Singh (@_theshreyasingh_official)

জানা গিয়েছে, এই তরুণীর নাম শ্রেয়া সিং। তিনি একজন প্রফেসনাল নৃত্যশিল্পী। তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই রেলওয়ে স্টেশনে শ্রেয়া 'লেকে পেহলা পেহলা প্যার' গানে নেচে চলেছেন। তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে হতবাক নেটিজেনরা। তবে অনেকেই তাঁর বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছে। কারণ কয়েকদিন আগেই দিল্লি মেট্রোর এমন কিছু ভিডিও উঠে এসেছে, যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকরা। মেট্রো যাত্রীরাও তাঁদের ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলে-মেয়েরা নাচতে শুরু করেছে, এতে তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে। আবার অনেককে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। কাউকে আবার স্বল্পবসনায় দেখা গিয়েছে। ফলে এইসব দেখে সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছে। সেই একই ঘটনা মুম্বই রেলওয়ে স্টেশনে দেখা গেলেও শুরু হয়েছে সমালোচনা।

12 months ago
Mumbai: নিজের সন্তানকে মেঝেতে তিনবার আছড়ে ফেললেন বাবা! স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিনেত্রীর

ভয়াবহ! ১৫ মাসের খুদেকে মেঝেতে তিনবার আছড়ে দিলেন নিজের বাবা। নিজের স্বামীর বিরুদ্ধে এমনটা অভিযোগ এনে পুলিস স্টেশনে (Police Station) মামলা রুজু করলেন টিভি পর্দার অভিনেত্রী চন্দ্রিকা সাহা (Chandrika Saha)। আর সেই দৃশ্যই সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই খুদেকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, ৪১ বছর বয়সী অভিনেত্রী চন্দ্রিকা সাহা নিজের থেকে ২০ বছর কম বয়সের ছেলেকে বিয়ে করেছেন। ২১ বছর বয়সী সেই ব্যক্তির নাম অমন মিশ্র। অভিনেত্রী অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তিনি বেডরুম থেকে তাঁর সন্তানের কান্নার আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন শিশুটি রক্তাত্ব অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই দেখা যায়, তাঁর স্বামী তিনবার তাঁদের সন্তানকে মেঝেতে আছড়ে ফেলেছেন। এরপরই অমনের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ৭৫ ধারার অধীনে বাঙ্গুর পুলিস স্টেশনে মামলা রুজু করেছেন চন্দ্রিকা। খুব শীঘ্রই অমনকে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হবে বলে খবর।

উল্লেখ্য, বিবাহবিচ্ছেদের পর চন্দ্রিকার সঙ্গে অমনের দেখা হয় ও তারপরেই তাঁরা সম্পর্কে চলে যান। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার পরেই তাঁরা বিয়ে করেন। তবে গর্ভপাত করানোর জন্য বলেছিলেন অমন। তবে তিনি অমনের কথা না শুনে সন্তানকে জন্ম দিয়েছিলেন। চন্দ্রিকাকে এর আগে সিআইডি, সাবধান ইন্ডিয়ার মত ধারাবাহিকে দেখা গিয়েছে।

12 months ago


Salman: সলমনকে খুনের হুমকি! অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি মুম্বই পুলিসের

ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন খান (Salman Khan)। চলতি বছরের মার্চ মাসে হঠাৎই সলমন খানের অফিসে হুমকি (Threat) ইমেল আসে। জানা গিয়েছিল, যে সলমন খানকে হুমকিতে ভরা ইমেল পাঠিয়েছে, সে হরিয়ানার মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র৷ তবে সে বর্তমানে ব্রিটেনে পড়শোনা করছে। এবারে এই ব্যক্তির নামেই লুক আউট (Lookout Notice) নোটিস জারি করল মুম্বই পুলিস (Mumbai Police)।

সূত্রের খবর, এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছিল সেই হুমকি মেল। যেখানে গোল্ডি ব্রারের মতো অপরাধীর নাম করে হুমকি দেওয়া হয়েছিল ভাইজানকে। এরপরই তড়িঘড়ি মুম্বই পুলিস সলমনের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে না পারলেও মুম্বই পুলিস ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এবার সেই হুমকি ইমেল পাঠানো অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ পুরো বিষয়টা নিয়ে তদন্ত চলছে৷

উল্লেখ্য, হুমকি ইমেল পাওয়ার পর থেকই সলমন খানের বাড়ির আশেপাশে নিরাপত্তা জোরালো করা হয়েছে। 'Y+' ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন ভাইজান৷ মুম্বই পুলিস অভিনেতার নিরাপত্তার জন্য এই সুরক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা৷ আর এবারে অভিযুক্তের বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিস।

12 months ago
Mumbai: 'সেলস এক শিল্প', নিজের কাজকে ভালোবেসে কর্ম করে চলেছেন ৭৪ বছরের বৃদ্ধা

এক ৭৪ বছর বয়সী বৃদ্ধার জীবন-কাহিনী শুনলে অনুপ্রেরণা পাবেন আপনিও। জীবনে বাঁচতে গেলে যে কাজ করতে হয়, এমনটা ভুল প্রমাণ করেন তিনি। কারণ তিনি কাজ না করে থাকতে পারেন না, কাজই যেন তাঁর জীবন। ফলে এই মন্ত্রেই এখনও নিজের পছন্দের কাজ করে চলেছেন তিনি। হাসান আলি নামের এই ব্যক্তি প্রায় দীর্ঘ বছর আগে তাঁর কাজ থেকে অবসর নিয়েছেন। কিন্তু অবসর নেওয়ার পরও নতুন করে কাজ শুরু করেছেন। হাসান এখন মুম্বই বরিভালি স্টেশনে রুমাল বিক্রি করেন।

হাসানের অনুপ্রেরণামূলক কাহিনী 'হিউম্যান অফ বোম্বে' থেকে শেয়ার করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে তাঁর জীবনের গল্প। জানা গিয়েছে, হাসান একসময় এক জুতোর দোকানে সেলসম্যানের কাজ করতেন। বিক্রি করার বিভিন্ন টেকনিক তাঁর জানা। তাঁর কথায়, 'বিক্রি করা এক শিল্প। কারণ ক্রেতা কিছু না বলতেই আপনার জানা উচিত যে তাঁরা কোন জিনিসটা চান। এই কাজই আমি বছরের পর বছর শিখেছি। এবং সেটাই আমি এখন করছি।'

View this post on Instagram

A post shared by Humans of Bombay (@officialhumansofbombay)

আরও জানা গিয়েছে, হাসান এই রুমাল বিক্রি কাজ গত ১৭ বছর ধরে করছেন। তাঁকে তাঁর বাড়ির সদস্যরাও বলেছেন, জীবনের এই সময়ে আরাম করতে, অবসর নিতে। কিন্তু তাঁর যে এই কাজই পছন্দ বলে জানিয়েছেন 'কাকা'। হাসান জানিয়েছে, তাঁর গ্রাহকরা তাঁকে কাকা বলে ডাকতেন। আর তাই মুম্বইয়ের বরিভালি স্টেশনে কাকা নামেই পরিচিত। কাজের প্রতি এত ভালোবাসা ও তাঁর জীবনের কাহিনী নেটিজেনদের অনুপ্রেরণা দিয়েছে। ফলে এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল।

one year ago
Mumbai: ছেলে-বৌমার অত্যাচারে আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি, বাড়ি ছাড়া নির্দেশ

মুম্বইয়ের (Mumbai) এক বয়স্ক দম্পতির সহায় এবার আদালত। অভিযোগ, বাড়ি দখল করার জন্য ছেলে এবং বৌমার কাছে নির্যাতনের শিকার ওই বৃদ্ধ দম্পতি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধা (Old Couple)। তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশ, এক মাসের মধ্যে দম্পতির বাড়ি ছাড়তে হবে ছেলে-বৌমাকে। পাশাপাশি, জরিমানা (Fine) হিসেবে বৃদ্ধ দম্পতিকে ২৫ হাজার টাকাও দিতে হবে।

রবিবার সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালতের কাছে আবেদনে জানিয়েছেন ওই বৃদ্ধা। বাড়িটি তাঁর স্বামীর নামে থাকা সত্ত্বেও, তা জবরদখল করার জন্য বিয়ের পর থেকে বৌমার সঙ্গে মিলে অত্যাচার চালাচ্ছেন ছেলে। এমনকি, তাঁদের আত্মীয়স্বজনের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিয়েছেন। বাড়িটি দখল করার জন্য এক বার তাঁকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলেন ছেলে-বৌমা। ওই বাড়িতে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ছেলে-বৌমা বসবাস করছেন বলে দাবি বৃদ্ধার। আদালতের কাছে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেন তিনি। বৃদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে-বৌমাকে আদালতে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে তাঁরা আদালতের সেই নির্দেশ অমান্য করেন। হাজিরা না দেওয়ায় বৃদ্ধার অভিযোগ সত্য বলে ধরে নেওয়া হয়েছে। 


one year ago


Mumbai: মধুচক্র ধরতে অভিজাত হোটেলে ছদ্মবেশি পুলিস, জনপ্রিয় অভিনেত্রীর পর্দা ফাঁস

মুম্বইয়ের (Mumbai) হোটেলে মধুচক্রের জন্য এক ভোজপুরী অভিনেত্রীকে গ্রেফতার (Arrested) করল পুলিস (Police)। মুম্বইয়ের আরে কলোনি এলাকার নামী একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। মধুচক্রের পর্দাফাঁস করার জন্য শুক্রবার রাতে আচমকাই হোটেলে হানা দেয় মুম্বই পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত ওই অভিনেত্রীর নাম সুমন কুমারী। অভিনেত্রী সুমন ‘ল্যায়লা মজনু’-সহ একাধিক জনপ্রিয় ভোজপুরী ছবিতে কাজ করেছেন। কমেডি শো-তেও তাঁকে দেখা গিয়েছে। আর তিনিই এই মধুচক্রের মাথা। 

পুলিসের দাবি, ধৃত ওই ভোজপুরী অভিনেত্রীই মডেলদের জোগান দিতেন। তিনি প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন। সেই মডেলগুলি দেশের নানা প্রান্ত থেকে মুম্বইয়ে গিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু অভিনেত্রী সুমন তাঁদের ফাঁদে ফেলে বেশ্যাবৃত্তি গ্রহণেও বাধ্য করেন। 

পুলিস জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এই মধুচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানও করা হচ্ছে। মুম্বইয়ে সম্প্রতি এই ধরনের মধুচক্রের বাড়বাড়ন্তে চিন্তিত পুলিসও। তাই গোপন সূত্রে ওই হোটেলে মধুচক্রের কথা জানতে পেরে এক পরিকল্পনা করে পুলিস। ওই হোটেলে পুলিস এক তরুণীকে ছদ্মবেশে পাঠান। আর তারপরই ধরা পড়ে অভিযুক্ত অভিনেত্রী।

one year ago
City: তিলোত্তমার মুকুটে নয়া পালক! চতুর্থ ধনীতম শহর কলকাতা, প্রথম দশে আর কারা?

কলকাতার (Kolkata) মুকুটে জুড়ল এবার নতুন পালক। ভারতের ধনীতম শহরগুলির মধ্যে ৪ নম্বরে রয়েছে কলকাতা অর্থাৎ ‘সিটি অফ জয়’ (City of Joy)। বিশ্বের ধনীতম শহরগুলির তালিকা প্রকাশ করেছে ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামে লন্ডনের একটি সংস্থা। প্রত্যেকটি শহরে কত সংখ্যক কোটিপতি রয়েছেন, সেই নিরিখে ধনী শহরের তালিকা তৈরি করেছে ওই সংস্থা। ওই সংস্থায় ধনী শহরের তকমা পেল পশ্চিমবঙ্গের (West Bengal) রাজধানী।

দেশের মধ্যে ধনীতম শহরের তালিকায় এক নম্বরে রয়েছে মুম্বই। বাণিজ্যনগরীতে কোটিপতির সংখ্যা ৫৯ হাজার ৪০০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে কোটিপতির সংখ্যা ৩০ হাজার ২০০ জন। তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। সেখানে কোটিপতির সংখ্যা ১২ হাজার ৬০০। আর অল্পের জন্য দেশের মধ্যে ধনী শহরের তালিকায় ৪ নম্বরে রয়েছে কলকাতা। পাশাপাশি, বিশ্বের মধ্যে ধনীতম শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক। সেখানে কোটিপতির সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার। দ্বিতীয় স্থানে রয়েছে টোকিয়ো। সেখানে এই সংখ্যা ২.৯০ লক্ষ। তৃতীয় স্থানে রয়েছে দ্য বে এরিয়া। সেখানে কোটিপতির সংখ্যা ২.৮৫ লক্ষ। লন্ডন রয়েছে ৪ নম্বরে। লন্ডনে কোটিপতির সংখ্যা ২.৫৮ লক্ষ।

one year ago