
ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন খান (Salman Khan)। চলতি বছরের মার্চ মাসে হঠাৎই সলমন খানের অফিসে হুমকি (Threat) ইমেল আসে। জানা গিয়েছিল, যে সলমন খানকে হুমকিতে ভরা ইমেল পাঠিয়েছে, সে হরিয়ানার মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র৷ তবে সে বর্তমানে ব্রিটেনে পড়শোনা করছে। এবারে এই ব্যক্তির নামেই লুক আউট (Lookout Notice) নোটিস জারি করল মুম্বই পুলিস (Mumbai Police)।
সূত্রের খবর, এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছিল সেই হুমকি মেল। যেখানে গোল্ডি ব্রারের মতো অপরাধীর নাম করে হুমকি দেওয়া হয়েছিল ভাইজানকে। এরপরই তড়িঘড়ি মুম্বই পুলিস সলমনের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে না পারলেও মুম্বই পুলিস ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এবার সেই হুমকি ইমেল পাঠানো অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ পুরো বিষয়টা নিয়ে তদন্ত চলছে৷
উল্লেখ্য, হুমকি ইমেল পাওয়ার পর থেকই সলমন খানের বাড়ির আশেপাশে নিরাপত্তা জোরালো করা হয়েছে। 'Y+' ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন ভাইজান৷ মুম্বই পুলিস অভিনেতার নিরাপত্তার জন্য এই সুরক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা৷ আর এবারে অভিযুক্তের বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিস।