Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mumbai

Mumbai: শহরে নারী নিরাপত্তা নিশ্ছিদ্র করতে আরও তৎপর মুম্বই পুলিস, নেওয়া হবে প্রযুক্তির সাহায্য

মুম্বই পুলিসের (Mumbai Police) সাফল্য, কৃতিত্ব, কাজের প্রশংসা সর্বত্র। অনেক অসাধ্য সাধন করেছেন তারা। মহিলাদের নিরাপত্তা (Women Safety)  সুনিশ্চিত করতে আবারও এক পদক্ষেপ নিল মুম্বই পুলিস। মহিলাদের সুরক্ষার জন্য নির্ভয়া দল (Nirbhaya Squad) তৈরি করেছিল তারা। এবার সেই দলের জন্যই আরও কিছু নতুন বিধি (New Protocol) সংযোজিত করেন মুম্বই পুলিস আধিকারিকরা। বলা হয়েছে, শহরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলিতে কিউআর কোডের ব্যবস্থা করা হবে। নির্ভয়া দলের কর্তব্যরত সদস্যরা কোডটি ফোন থেকে স্ক্যান করে তাদের টহলদারি ভ্যানের অবস্থান-সহ অন্যান্য যাবতীয় তথ্য সরাসরি মুম্বই পুলিসকে জানাতে পারবেন।

কিছুদিন আগে এক কোরিয়ান মহিলা ভ্লগারের শ্লীলতাহানি অভিযোগ ওঠে বানিজ্য নগরীতে। এরপরই পুলিস নড়েচড়ে বসে, গ্রেফতার হয় অভিযুক্তরা। পাশাপাশি নতুন পদক্ষেপ নেয়। শহরের বিভিন্ন স্থানে নিয়োগ করা হয় নির্ভয়া দলের সদস্যদের। মহিলারা যেখানেই বিপদে পড়বেন, সেখানেই সাহায্য যাতে পেতে পারেন, সেই ব্যবস্থা করেন। এই কোডগুলির সাহায্যে নির্ভয়া দল আরও তৎপরতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে এমন আশা মুম্বই পুলিসের।

উল্লেখ্য, মুম্বই পুলিস জানায়, নির্ভয়া দলে ১ জন মহিলা পুলিস, ২ জন কনস্টেবল এবং এক জন গাড়িচালক থাকবেন মহিলাদের সুরক্ষার জন্য। কিন্তু এই নয়া নিয়ম নিয়ে পরিষ্কারভাবে কিছু বলেনি মুম্বই পুলিস।

one year ago
Shraddha: শ্রদ্ধা খুনে বন্ধুর বয়ান রেকর্ড দিল্লি পুলিসের, দেরাদুন প্রসঙ্গ হত্যাকাণ্ডে

শ্রদ্ধা ওয়ালকর খুনে (Shraddha Walker Murder) এবার বয়ান রেকর্ড শুরু করল দিল্লি পুলিস (Delhi Police)। মুম্বইয়ে গিয়ে তাঁর বন্ধু লক্ষ্মণ নাদারের বয়ান রেকর্ড করল দিল্লি পুলিস। শুক্রবার মুম্বইয়ের কাছে ভাসাইয়ের এক থানায় লক্ষ্ণণকে ডেকে পাঠানো হয়েছিল। ঘণ্টা তিনেক ধরে তাঁর বয়ান রেকর্ড করে দিল্লি পুলিস। লক্ষ্মণের বয়ান রেকর্ড করা ছাড়া শ্রদ্ধার মা-বাবার বাড়িতেও তল্লাশি চালাবে দিল্লি পুলিস। সেই সঙ্গে ভাসাইয়ের যে এলাকায় শ্রদ্ধা মা-বাবার সঙ্গে থাকতেন, সেখানকার বন্ধুবান্ধব এবং পাড়া-পড়শি কথা বলবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শ্রদ্ধাকে খুনের অভিযোগে ১২ নভেম্বর তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করে দিল্লি পুলিস। আদতে মুম্বই শহরতলির ভাসাইয়ের পাট চুকিয়ে দিল্লিতে চলে আসেন। মেহরৌলির একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন শ্রদ্ধা-আফতাব। মে মাসে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহকে ৩৫ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয় আফতাব। 

এদিকে, পুলিস আফতাবকে গ্রেফতার করলেও শ্রদ্ধা ওয়ালকরের দেহাংশ বিশেষ করে কাটা মুন্ডু এখনও মেলেনি। শুধু দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করে ফরেন্সিকে পাঠিয়েছে পুলিস। তবে সেগুলি যে শ্রদ্ধারই, তা নিশ্চিত হওয়া যাবে ডিএনএ পরীক্ষার পরই।

এর মধ্যেই একটি সম্ভাবনা জোরালো হয়েছে। এই হত্যাকাণ্ডের আগে শ্রদ্ধা এবং আফতাব উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন। এবার আফতাবের বাড়ি এবং দিল্লির বিভিন্ন জঙ্গলে দেহাংশ না মেলায়, দেহরাদুন প্রসঙ্গ সামনে আসতে শুরু করেছে। পুলিসের একটি অংশ মনে করছে, শ্রদ্ধার দেহাংশ তাহলে কি দেহরাদূনেই ফেলে এসেছেন আফতাব? 

one year ago
Mumbai: প্রতারণার ফাঁদ পাতা ভুবনে! বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ৮৮ হাজার খোয়ালেন এক মহিলা

আজকাল চারপাশে যেন প্রতারণার (fraud) ফাঁদ পাতা, পা ফসকালেই বিপদ। কেবল সুযোগের অপেক্ষা। বাড়ি ভাড়া দেবেন বলে এক অনলাইন সাইটে (Online Site) বিজ্ঞাপন দিয়েছিলেন বাড়ির মালকিন। সেই বিজ্ঞাপন দেখে ফোন আসে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এক সদস্যের। তিনি বাড়ি ভাড়া (house rent) নিতে চান এবং তার জন্য অগ্রিম ভাড়াও দিয়ে রাখতে চান। আর সেই ফাঁদে পা দিয়ে বসেন প্রতারিত হওয়া ওই বাড়ির মালকিন।

মুম্বই পুলিস সূত্রে খবর, ওই মহিলা তারপরই দেখেন তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৮৮ হাজার টাকা গায়েব। সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারেন, ওই অভিযুক্ত নিজের ভুয়ো পরিচয় দিয়েছেন। তিনি ওই মহিলাকে জানিয়েছিলেন, ভারতীয় সেনায় কর্মরত। কর্মসূত্রে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে বদলি হচ্ছেন। তাই তিনি বাড়ি ভাড়া খুঁজছেন।

উল্লেখ্য, স্থানীয় পুলিসের সাহায্যে মথুরার মেহরানা অঞ্চল থেকে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

one year ago


Uber: চালকের অপেশাদার আচরণে যাত্রীর বিমান মিস! উবেরকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধরালো কোর্ট

আজকাল কোথাও যেতে গেলে অনেকেই ক্যাব (Cab) বুক করে থাকেন। তবে অনেকসময় দেখা যায়, ক্যাব ড্রাইভাররা নির্ধারিত সময়ে আসছেন না। অনেকে আবার খারাপ ব্যবহারও করেন যাত্রীদের সঙ্গে। সম্প্রতি উবের (Uber) নামক অনলাইন (Online) ক্যাব সংস্থাকে দেরি করে আসার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হল। যাত্রী পরিষেবায় গাফিলতির অভিযোগ উঠল ওই সংস্থার বিরুদ্ধে। সেকারণে ২০ হাজার টাকা জরিমানা (Fine) করল মুম্বইয়ের (Mumbai) এক আদালত। এক মহিলা যাত্রী অভিযোগ করেছিলেন, উবের গাড়ি দেরি করার কারণে তিনি বিমানে উঠতে পারেননি।

ঘটনাটি ২০১৮-র। এরপর থেকে আদালতে মামলা চলছিল। অভিযোগকারী কবিতা শর্মার মুম্বইয়ের ডোম্বিভলির বাসিন্দা, পেশায় আইনজীবী। তিনি জানান, তাঁর বাড়ি থেকে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় ৩৬ কিলোমিটার। আর ফ্লাইট ছিল সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। সে কারণে তিনি সাড়ে ৩টে নাগাদ বিমানবন্দরে যাওয়ার জন্য উবের ক্যাব বুক করেছিলেন।

কবিতার অভিযোগ, প্রথমত, ওই  ক্যাবচালক আসতে ১৪ মিনিট দেরি করেন। তারপর তাঁকে সোজা পথ দিয়ে নিয়ে না গিয়ে ঘুরপথ দিয়ে নিয়ে যান। এমনকি গাড়ির জন্য প্রয়োজনীয় জ্বালানি (সিএনজি) কিনতেও থেমেছিলেন। যার ফলে কবিতা ফ্লাইট ধরতে পারেননি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বুক করার সময় ক্যাব ভাড়া দেখাচ্ছিল ৫৬৩ টাকা। কিন্তু তাঁর কাছ থেকে ৭০৫ টাকা নেওয়া হয়েছিল।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।  বিচারক তাঁর রায়ে জানিয়েছেন, ক্ষতিপূরণ হিসাবে কবিতাকে ২০ হাজার টাকা দেবে উবের। এর মধ্যে ১০ হাজার টাকা মামলার খরচ আর বাকি ১০ হাজার কবিতার মানসিক চাপ বাড়ানোর কারণে।

2 years ago
Airport: ফের বোমাতঙ্ক! বোমা মেরে আস্ত বিমান উড়িয়ে দেওয়ার হুমকি, হুলুস্থূল মুম্বই বিমানবন্দরে

ফের বোমাতঙ্ক। এবার হুমকি চিঠি (Threatening Letter) গেল মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, হুমকি দিয়ে ইমেল (E-Mail) করা হয়েছে শনিবার সন্ধ্যায়। এরপরই নিরাপত্তা বাড়ানো হয় বিমানবন্দরে। চালানো হয় তল্লাশি। সিআইএসএফ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা প্রতিটি উড়ানে তন্নতন্ন করে তল্লাশি শুরু করেন। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শনিবার রাতে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে। বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, “শনিবার রাতে মুম্বই বিমানবন্দর একটি ই-মেল পেয়েছিল, যাতে লেখা ছিল যে ইন্ডিগোর ফ্লাইট নম্বর ৬ই৬০৪৫-এ বোমা রাখা হয়েছে।” এই  ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে দেয় বিমানবন্দর কর্তপক্ষ। যে বিমানটিতে বোমা রাখা হয়েছে বলে হুমকি এসেছিল, সেটি মুম্বই থেকে আহমেদাবাদ যাওয়ার কথা ছিল। এরপরই চিরুণি তল্লাশি চালানো হয়।

কোনও সন্দেহজনক কিছু না মেলায় শেষমেশ আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লি বিমানবন্দরে এরকমই বোমাতঙ্কের কারণে হুলস্থূল পড়ে গিয়েছিল। ওই ঘটনায় মোট চার জনকে আটক করেছিল স্থানীয় নিরাপত্তারক্ষীরা।

2 years ago


Raj Kundra: 'আমাকে ফাঁসিয়েছে মুম্বই পুলিসের কর্তারা', সিবিআইকে চিঠি লিখে বিচার চান রাজ কুন্দ্রা

গত বছর জুলাইয়ে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে দু'মাস হেফাজতে থাকার পর জামিন পান তিনি। এবার পর্নোগ্রাফি (Pornography) মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করে সিবিআইকে (CBI) চিঠি পাঠিয়েছেন রাজ। তাঁর অভিযোগ, মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চের ঊর্ধ্বতন অফিসাররা ফাঁসিয়েছেন তাঁকে। কেবল তাই নয়, প্রধানমন্ত্রীর কাছেও এবিষয়ে আর্জি জানিয়েছেন।

চিঠিতে লিখেছেন, তিনি বহুদিন ধরে লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন। আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছেন। এবার তিনি ন্যায়বিচার চান। অবিলম্বে  চিঠিতে উল্লিখিত অফিসারদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন অভিনেত্রীর স্বামী।

২০২১ সালের জুলাইয়ে পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন রাজ কুন্দ্রাকে। এই মামলায় দু’মাস জেলে থাকতে হয়েছিল তাঁকে। সম্প্রতি নিজের টুইটারে রাজ কুন্দ্রা জানিয়েছেন, 'যদি সম্পূর্ণ গল্প না জেনে থাকেন, তাহলে চুপ থাকুন।' উল্লেখ্য, শোনা যাচ্ছে, বিগ বস সিজন ১৬-তে দেখা যাতে পারে রাজকে। তবে এবিষয়ে এখনও কিছু বলেননি রাজ নিজে।

2 years ago
Maldah: মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু ১ মাছ ব্যবসায়ীর, মারধর করে খুন বলে অভিযোগ পরিবারের

মুম্বইয়ে (Mumbai) কাজে গিয়ে মারা (Death) যান মালদহের (Maldah) ১ মৎস্য ব্যবসায়ী। প্রথমে জানা যায়, ম্যালেরিয়ায় (Malaria) মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। পরবর্তী সময়ে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছলে দেখা যায়, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে মারধর (Beaten) করে খুন (Murder) করা হয়েছে।

ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর মৃতদেহ কবরস্থ করা হয়েছে। এই পরিস্থিতিতে সঠিক তদন্তের জন্য মৃতদেহ যাতে কবর থেকে তুলে পোসমার্টাম করা হয় সেই দাবি জানান পরিবারের সদস্যরা। এই নিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেয়নি পুলিস বলে অভিযোগ। বাধ্য হয়ে এবার জেলাশাসক ও পুলিস সুপারের দ্বারস্থ হন ওই পরিবার।

পুলিস সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম আফজাল হক। চলতি মাসের ৮ তারিখে মুম্বইতে তাঁর মৃত্যু হয়। মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলা গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ী পরিবার।

2 years ago
Shubman: নবাবিয়ানায় মেতেছেন ভারতীয় ক্রিকেটার? মুম্বই রেস্তোরাঁয় দেখা গেল শুভমন গিল আর সারা আলিকে

সারাতেই মগ্ন ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। 'সারা' থেকে কিছুতেই যেন বেরোতে পারছেন না তিনি! এতদিন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারাকে ডেট করছিলেন শুভমন, এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও দুজনের কেউ এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু এবার নবাব কন্যা সারা আলি খানে (Sara Ali Khan) মজেছেন শুভমন।

সম্প্রতি সইফ-কন্যা ও শুভমনকে একসঙ্গে দেখা দিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। ব্যস, সেই থেকে গুজব তাঁরা ডেট করছেন। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে নেট নাগরিকরা লিখেছেন, ‘সচিনের মেয়ে থেকে পতৌদির নাতনি, অনেক এগিয়ে গিয়েছেন শুভমন।’ অন্য এক জন লেখেন, 'সারা নামের প্রতি আকৃষ্ট শুভমন।'


উল্লেখ্য, কিছুদিন আগে সারা তেন্ডুলকর এবং শুভমন গিল ইনস্টাগ্রামে একে-অন্যকে আনফলো করেন। তারপর থেকে তাঁদের ব্রেকআপের খবর রটে যায়। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন। সেই সফরেই তিনি তাঁর ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এই পারফরম্যান্সের ভিত্তিতে, তিনি জিম্বাবোয়ে সফরে প্লেয়ার অফ দ্য সিরিজও হন। এবং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতেও সক্ষম হন।

2 years ago


Migrant Death: মুম্বইতে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া নেমেছে এলাকায়

ফের পরিযায়ী শ্রমিকের (Migrant worker) মৃত্যু (Death)। সংসার চালাতে বাণিজ্য নগরীতে (Mumbai) পাড়ি দিয়েছিলেন বছর ৩৫-এর ইউনুস আলি। মুম্বইতে গিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ইউনুস। রবিবার গভীর রাতে অশোকনগর (Ashokanagar) থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় মৃতদেহ এসে পৌঁছায়। মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নয় বছর ধরে মুম্বইতে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।  বৃহস্পতিবার কাজ করার সময় বাঁশ ভেঙ্গে পড়ে গিয়ে আহত হন। অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ডাক্তার মৃত বলে ঘোষণা করেন তাঁকে। 

পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন ইউনুস আলি। স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে তাঁর। আগামী দিনে কিভাবে তাঁদের সংসার চলবে? দুশ্চিন্তায় পরিবার সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন।

2 years ago
Mumbai: ২৬/১১-র মতো মুম্বই হামলার হুমকি, উত্তরভারতের দুই রাজ্যে পাড়ি দিচ্ছে মুম্বই পুলিস

ফের ২৬/১১-র হুমকি(threat)। পাকিস্তানের(Pakistan) ফোন নম্বর থেকে মেসেজে(message) মুম্বই পুলিসকে(Mumbai police) বার্তা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। ভয়াবহ স্মৃতির হামলা উসকে দিয়েছিল এই বার্তা। এবার সেই ভয়ঙ্কর সতর্কতামূলক বার্তার পর তত্পর মুম্বই পুলিস। মোবাইল ফোন(mobile phone) নম্বরের প্রযুক্তিগত বিশ্লেষণের পর উত্তর ভারতের দুই রাজ্যে পাড়ি দিচ্ছে তারা। উল্লেখ্য গত শুক্রবার অর্থাত্ ১৯ আগস্ট এই হুমকি মেসেজ আসে।

সূত্রের খবর, এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভিরার এলাকা থেকে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চের তরফে তাকে আটক করা হয়েছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা জানাচ্ছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে একাধিক তথ্য সামনে আসতে পারে।

গত তিন দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ(crime branch)। তদন্তের স্বার্থে মুম্বই পুলিস শীঘ্রই হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও যাবে বলে সূত্রের খবর । বেশ কয়েকটি মোবাইল ফোন নম্বরের প্রযুক্তিগত বিশ্লেষণের পর এই রাজ্যগুলিতে সেগুলির উৎসের সন্ধান পেয়েছে পুলিস।

মুম্বই পুলিস সূত্রে জানা গেছে, ট্রাফিক কন্ট্রোল সেলের হেয়াটসঅ্যাপ নম্বরে একের পর এক মেসেজ আসতে থাকে। যেখানে বলা হয়, ২৬/১১- হামলা, উদয়পুরে দরজি খুন বা পঞ্জাবে সিধু মুসেওয়ালা খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। ভারতে ৬ জন জঙ্গি হামলা করবে। মুম্বইয়ে এই হামলা চালানো হবে। প্রাথমিকভাবে পুলিস সূত্রে জানা গেছে, দেশ থেকে নয়, বিদেশি নম্বর থেকেই এই মেসেজ করা হয়েছিল। তবে, হুমকি বার্তায় যে সাতটি মোবাইল নম্বরের উল্লেখ করা হয়েছিল, সেই নম্বরগুলি ভারতীয় বলে জানতে পেরেছে মুম্বই পুলিসের অপরাধ দমন শাখা। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মোবাইল ফোন নম্বরগুলি উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বলে সনাক্ত করা হয়েছে৷  ফলে অপরাধ দমন শাখার বেশ কয়েকটি দল এই নম্বরগুলি কাদের, তাদের পরিচয় এবং বার্তা প্রেরক কীভাবে এই নম্বরগুলি পেয়েছে ,এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এই রাজ্যগুলিতে যাবে।


2 years ago


Mumbai: কিশোরী বন্ধুর গণধর্ষণ দাঁড়িয়ে দেখল যুবতী! কুকর্মে অভিযুক্তদের ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার

নৃশংস থেকে নৃশংসতর। মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। ১১ বছরের নাবালিকা বন্ধুকে চারজন পুরুষ দিয়ে গণধর্ষণ (gang-raped) করানোর অভিযোগ উঠল তারই এক বন্ধুর বিরুদ্ধে। কেবল তা নয়, গোটা ঘটনা সামনে দাঁড়িয়ে দেখছিলেন অভিযুক্ত ২১ বছর বয়সী ওই যুবতী। ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বই (Mumbai) শহরতলির ভিরার (পশ্চিম) (Virar) এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তদের ঘটনার ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার (Arrested) করেছে পুলিস।

ঘটনাটি সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে। যখন ওই নাবালিকা তার বাড়ির কাছে একটি দোকানে মোবাইল ফোন মেরামত করতে গিয়েছিল। সেখানে তার ২১ বছর বয়সী অই অভিযুক্ত মহিলা বন্ধুর সঙ্গে দেখা হয়।  যে গল্প করার ছলে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এগিয়ে যায় তারা।

তখন ওই অভিযুক্ত মহিলাটি একটি বিচ্ছিন্ন স্থানে নিয়ে যায় নাবালিকাকে। এবং তাঁর তিনজন পুরুষ বন্ধুকে ডেকে নেয়। তারা মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে আসন্ন গণেশ পুজোর জন্য তৈরি করা প্যান্ডেলের পিছনে একটি স্থানে নিয়ে যায়। এবং নাবালিকাকে বন্দী করে রাখে।

মেয়েটির বন্ধু তাকে হুমকি দিয়ে একজন পুরুষের সঙ্গে যৌন সংগম করতে বলেন। সেই প্রস্তাবে রাজি হয়নি নাবালিকা। তখনই তিনজন মিলে গণধর্ষণ করে তাকে। গোটা ঘটনাটি দাঁড়িয়ে দেখছিল নাবালিকার বন্ধু ওই যুবতী। পরের দিন সকালে একটি গাড়িতে করে নাবালিকাকে বাড়ির কাছে ফেলে পালিয়ে যায় চারজন।

নির্যাতিতা বাড়িতে পৌঁছে ঘটনাটি পরিবারের সকলকে জানায়। তার বয়ানের ভিত্তিতেই মুম্বইয়ের ভিরার থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিস। অভিযুক্ত পুরুষদের মধ্যে একজন কলেজ ছাত্র এবং অন্য একজন সবজি বিক্রেতা, উভয়ই ভিরারের বাসিন্দা। এখনও একজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, পলাতক ওই অভিযুক্ত মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।

অভিযুক্ত ব্যক্তিদের গণধর্ষণ এবং অস্বাভাবিক যৌনতা এবং পকসো POCSO ধারার জন্য IPC ধারায় মামলা করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

2 years ago
Gujarat: এক হাজার কোটিরও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত

এক কথায় বড় সাফল্য মুম্বই পুলিসের (Mumbai Police)। অভিযান চালিয়ে এক হাজার কোটিরও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত (seized drugs) করল মুম্বই পুলিস। গুজরাতের (Gujarat) ভারুচ জেলার অঙ্কলেশ্বর (Ankleshwar) এলাকায় একটি মাদক তৈরির কারখানায় শনিবার মুম্বই পুলিসের মাদক নিয়ন্ত্রণ শাখার পুলিস হানা দেয়। সেখান থেকেই উদ্ধার করা হয় মোট ৫১৩ কেজির মাদক।

বাজেয়াপ্ত করা মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য ১ হাজার ২৬ কোটি টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই পাচারচক্রের মূল চক্রী গুজরাতের রসায়নের স্নাতকোত্তর বিভাগের ছাত্র গিরিরাজ দীক্ষিত। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, অভিযুক্ত এবং তাঁর এক সঙ্গী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মেফেড্রোন নামক ওই মাদক তৈরির সূত্র  তৈরি করেছিল। সেই দিয়েই এরা মাদক তৈরি করত ও পাচার করত।

সাম্প্রতিক সময়ে এত বিপুল অঙ্কের মাদক উদ্ধারের ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিস। এর আগে, মুম্বই পুলিস মহারাষ্ট্রের নালাসোপাড়ার একটি গোডাউন থেকে একই গ্যাং দ্বারা তৈরি ১ হাজার ৪০০ কোটি টাকার এমডি বাজেয়াপ্ত করেছিল। এখনও পর্যন্ত মোট ২ হাজার ৪৬ কোটি টাকার এমডি নামক মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৭ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

2 years ago
Crime: 'স্পেশাল ২৬' নকল করে পুলিস অফিসার সেজে হানা, ৫-৭ লক্ষ টাকা লুঠ

মুম্বই পুলিসের (Mumbai Police) অফিসার সেজে দিল্লির (Delhi) নেতাজি সুভাষ প্লেস কমপ্লেক্সে অবস্থিত একটি ওয়েলনেস সেন্টারে (wellness centre) ডাকাতির অভিযোগে দিল্লি, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে দুই মহিলা সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা বলিউডের ছবি ‘স্পেশাল ২৬’ (Special 26) দেখেই অপরাধের পরিকল্পনা করেছিল। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে পুলিস ৮ জন অপরাধীর মধ্যে ৭ জনকে গ্রেফতার (arrested ) করতে সক্ষম হয়েছে।

সূত্রের খবর, বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। একজন মহিলা সহ চারজন মুম্বই পুলিস অফিসার হিসাবে নিজেদের জাহির করে ওয়েলনেস সেন্টারের অফিসে প্রবেশ করে। সেখানকার কর্তৃপক্ষকে বলে, তারা নির্দেশমতো একটি অভিযান চালাতে এসেছে। যা পাঁচ ঘণ্টা চলে। তারা ৫-৭ লক্ষ টাকা ছিনতাই করেছে বলে পুলিস জানিয়েছে।

ওয়েলনেস সেন্টারের একজন কর্মী বুঝতে পারায় তাঁকে বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা। নগদ টাকা ছাড়াও তারা একটি ল্যাপটপ, ১০টি ফোন এবং ভিকটিমদের ব্যাঙ্কের নথি নিয়ে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দিল্লি পুলিস তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের সঙ্গে একদল লোক ছিল, যারা অফিসের বাইরে পাহারা দিচ্ছিল।

পুলিস সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তদন্তের ভিত্তিতে বাইরে পাহারা দেওয়া লোকদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে।  এবং গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম প্রশান্ত কুমার পাতিল। জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। পুলিস ছিনতাই হওয়া নগদ টাকা, ফোন এবং ল্যাপটপের অংশ এবং জাল মুম্বই পুলিশ আইডি উদ্ধার করেছে। পরবর্তীকালে, দুই মহিলা অভিযুক্ত জ্যোতি এবং নেহা কাশ্যপকেও রোহিনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

অন্য দুই অভিযুক্ত জাহিদ খান এবং সঞ্জয় মনোচাকে মেওয়াত থেকে গ্রেফতার করা হয়েছে। এবং ফয়সাল এবং ইমরানকে এমপি থেকে গ্রেফতার করা হয়েছিল।

2 years ago


Mukesh Ambanii: মুকেশ আম্বানি ও পরিবারের নামে হুমকি ফোন, তদন্তে মুম্বই পুলিস

স্বাধীনতা দিবসে (Independence Day) হুমকি ফোন (Threat Call) পেলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবার। মুম্বই পুলিস ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা এই সংক্রান্ত আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন তিনটি হুমকি ফোন এসেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (Reliance Foundation Hospital)। তাদের পক্ষ থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরই মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি গাড়িতে উদ্ধার হয়েছিল ২০ টি বিস্ফোরক জিলেটিন স্টিক এবং একটি হুমকি-চিঠি। সঙ্গে সঙ্গে পুলিস ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করে দিয়েছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্তভার হাতে নিয়েছিল মুম্বইয়ের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট। ইউনিটের প্রধান নিজে ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখেছিলেন। কিছুদিন পরেই থানের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়, যিনি ঘটনাচক্রে সেই গাড়ির মালিক, যে গাড়িটি উদ্ধার হয়েছিল মুকেশ আম্বানির বাড়ির কাছে। তারপরই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএ-র হাতে। ওই ব্যবসায়ী অবশ্য দাবি করেছিলেন, তাঁর গাড়িটি ঘটনার এক সপ্তাহ আগেই চুরি হয়ে গিয়েছিল।

এবার ফের হুমকির ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

2 years ago
Mumbai: একটু দূরে ট্রেন, লাইনে কুকুর! সাতপাঁচ না ভেবে প্ল্যাটফর্ম থেকে লাইনে নামলেন যুবক, তারপর...

প্ল্যাটফর্মে জনাকয়েক মানুষ। ভাইরাল হওয়া ভিডিওটি (Viral Video)দেখে আঁতকে উঠেছেন সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীরা। সম্প্রতি মুম্বইয়ের একটি স্টেশনে (Mumbai Station) ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদের শিরোনামে রয়েছেন এক যুবক।  নিজের জীবন বাজি রেখে কুকুরকে বাঁচাতে (save a dog) প্ল্যাটফর্মে নেমে পড়েন সেই যুবক। সে সময় ওই লাইনে ঢুকছিল ট্রেন। বাকি যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন।  কুকুরটি লাইনের মধ্যে চলে আসে। আর সেসময় প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ঘোষণা হয়। তখনই যুবকের চোখে পড়ে কুকুরটিকে। সাত-পাঁচ না ভেবেই লাইনে নেমে পড়েন ওই পশুপ্রেমী। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সকলে তাঁর কাণ্ড দেখে হইচই জুড়ে দেন।

View this post on Instagram

A post shared by Mumbai Meri Jaan (@mumbai7merijaan)

ভিডিওতে দেখা গিয়েছে, দূর থেকে ওই যুবকে প্ল্যাটফর্মে  নামতে দেখে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। কুকুরটিকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তুলে দেন। তারপর নিজে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওই পশুপ্রেমী যুবকের এমন কাণ্ড দেখে সকলে অবাক হলেও প্রশংসা করছেন নেটাগরিকরা। এবং তাঁর সাহসকে কুর্নিশও জানাচ্ছেন।

2 years ago