Breaking News
ED: আদালতের পথে হাঁটবে ইডি? মিলল না কাকুর কণ্ঠস্বর      Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে     

Mumbai

Hardik: হার্দিককে ১৫ কোটির প্রস্তাব! তবে কি গুজরাত ছেড়ে মুম্বইয়ে হার্দিক!

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে কী ছেড়ে দিচ্ছে গুজরাত ? একটি ক্রিকেট পোর্টালে খবর গুঞ্জন। ডিসেম্বর মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন হতে চলেছে। তার আগে, ওই ক্রিকেট পোর্টালের খবর, গুজরাত ছেড়ে ফের নাকি মুম্বইয়ে ফিরতে চলেছেন হার্দিক। ভারতীয় এই ক্রিকেটারকে বিশাল টাকা অফার করছে মুম্বই।

ওই ক্রিকেট পোর্টালের খবর, হার্দিকের কাছে ইতিমধ্যেই নাকি ১৫ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে তাঁর বেতন-সহ বাকি সুবিধা। ওই ক্রিকেট পোর্টালের খবরকে এখনও পর্যন্ত অস্বীকার করেনি গুজরাত।

উল্লেখ্য পায়ের চোটের কারণে, ঘরের মাঠে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন হার্দিক। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কারণ, ডিসেম্বরের গোড়াতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক।

2 weeks ago
Urfi: মুম্বই পুলিসের হাতে গ্রেফতার অভিনেত্রী উরফি জাভেদ

মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন বলিউডের চর্চিত অভিনেত্রী উরফি জাভেদ। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই অভিনেত্রীর গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে একজন মহিলা পুলিশ অফিসার উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন। উরফি যখন তাঁকে হেফাজতে নেওয়ার কারণ জিজ্ঞাসা করেছিলেন, তখন অফিসার জবাবে জিজ্ঞাসা করেছিলেন, ‘এত ছোট জামাকাপড় পরে কে ঘুরে বেড়ায়?’

প্রসঙ্গত, উরফিকে ডেনিম প্যান্টের সঙ্গে একটি ব্যাকলেস লাল টপ পরতে দেখা গিয়েছে। অভিনেত্রী কর্মকর্তাদের কাছে কারণও জানতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে থানায় যেতে বলা হয়। তারা তাঁকে কথা বলতে বলতেই হেফাজতে নিয়ে যায়। 

a month ago
Mamata: মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা খারিজ করল আদালত

জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননার মামলা খারিজ আদালতের। বিজেপির এক নেতা আদালতে অভিযোগ করেন, জাতীয় সঙ্গীত ও আবৃতি করা একই বিষয় নয়। এই নিয়ে অবমাননার মামলা করেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বইয়ের মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মুম্বইয়ে একটি কর্মসূচিতে মমতা জাতীয় সঙ্গীত গাননি। আবৃত্তি করেছিলেন। তাই তাঁকে অবমাননায় অভিযুক্ত করা যায় না।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্ত রাও চহ্বান প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। কর্মসূচির শেষে চেয়ারে বসেই জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমন কী জাতীয় সঙ্গীত না গেয়েই মঞ্চ ছেড়ে চলে যান বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত।

এরপরই ক্যাফে প্যারেড থানায় অভিযোগ দায়ের করেন ওই বিজেপি নেতা। পুলিশ কোনও পদক্ষেপ না করায় মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে অভিযোগ করেন তিনি। এরপর মামলা গড়ায় বম্বে হাই কোর্টেও।

a month ago


Sreelekha: মাথায় সিঁদুর, দ্বিতীয়বার বিয়ে করলেন শ্রীলেখা? নিজেই দিলেন উত্তর

মায়ানগরী মুম্বই গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফলে মুম্বইয়ে উড়ে যাওয়ার আগেই বিমানবন্দরেই নিজের এক ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁরা মাথা ভর্তি সিঁদুর। আর সেই ছবি দেখতেই ধেয়ে আসে একাধিক প্রশ্ন। তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু ছবির ক্যাপশনেই পুরোটা জানিয়ে দেন তিনি।

শ্রীলেখা জানিয়েছেন, তিনি মুম্বই যাচ্ছেন, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য। জানা গিয়েছে, তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। ফলে তাঁর জন্যই তাঁর মুম্বই যাত্রা। কিন্তু মুম্বইয়ে উড়ে যাওয়ার আগেই তাঁর ছবি নিয়ে শুরু হয়ে সমালোচনা। তাঁর মাথা ভর্তি সিঁদুর দেখতেই অনেকের মনেই প্রশ্ন আসবে যে, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন কিনা। ফলে ক্যাপশনেই পুরোটা স্পষ্ট করে জানিয়ে দিয়ে লিখেছেন, 'মুম্বইয়ে যাচ্ছি মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। যদি মনে হয় সিঁদুর কেন পরেছি, তবে জানিয়ে রাখি, না, আমি আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। হয়েছে শান্তি?'


View this post on Instagram

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

a month ago
Olympic: অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট, সাংবাদিক বৈঠকে দাবি কমিটির

২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ফের সংযুক্ত হতে চলেছে ক্রিকেট। দ্যা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মুম্বইয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে আরও চারটি খেলাকে অলিম্পিকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুম্বইয়ের ওই বৈঠক শেষে কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়, T20 ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস এবং স্কোয়াস লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হবে। অলিম্পিক কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সাংবাদিক বৈঠকেই জানানো হয়েছে ভোট দাতাদের মধ্যে ২ জন এই প্রস্তাবের বিরোধিতা করেন। এবং একজন ভোট দান থেকে বিরত ছিলেন।

2 months ago


Mumbai: ৩৯ দিনের শিশুকে ১৪ তলা থেকে ফেলে দিলেন মা!

মাত্র ৩৯ দিনের শিশুকন্যার কি মর্মান্তিক পরিণতি! পুরো ঘটনা জানলে গা শিউরে উঠবে আপনারও। ১৪ তলা থেকে একরত্তিকে ফেলে দেওয়া হয়। তাও আবার অন্য কেউ নয়, শিশুটির মা-ই তাকে ফেলে দেয় বলে সূত্রের খবর। বৃহস্পতিবারের ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) মুলুন্দের (Mulund)। ইতিমধ্যেই মুম্বইয়ের মুলুন্দের বাসিন্দা ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, মহারাষ্ট্রের পশ্চিম মুলুন্দের জাফের রোডের একটি বহুতলের ১৪তলা থেকে ফেলে দেওয়া হয় শিশুটিকে। এর পরই জানা যায়, সেই মহিলা শারীরিক ভাবে প্রতিবন্ধী। কানে শুনতে পান না। চোখেও দেখতে পান না। আরও জানা যায়, ওই ঘটনার সময় অন্য ঘরে ছিলেন শিশুটির কাকা। তিনি শব্দ পেয়ে ছুটে যান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ছোটেন তিনি। কিন্তু তত ক্ষণে মারা যায় শিশুটি।

এর পরই খবর দেওয়া হয় পুলিসে। কেন এমন এক মহিলা নিজের সন্তানকে ফেলে দিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিস সূত্রে খবর, এর আগেও ২০২২ সালে এই মহিলার এক পুত্র সন্তান ছিল। কিন্তু সাত মাস বয়সে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, সদ্যোজাত ছেলে মায়ের দুধ খাওয়ার সময় মারা যায়। আর তার পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল সে। তার পরেই সে এমন এক কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।

3 months ago
Airport: জানলার কাঁচে ফাটল, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের

মুম্বইগামী বিমানের (Flight) জরুরি অবতরণ (Emergency Landing) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। বিমানের জানলার কাঁচে চিড় দেখা গিয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

সূত্রের খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ বুধবার সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পায় কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতিতে ৭ঃ৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। সমস্ত যাত্রীরাই সুরক্ষিত। বিমানের মেরামতির কাজ চলছে।

3 months ago
Mumbai: পুলিসি হেফাজতেই আত্মঘাতী বিমান সেবিকা খুনে মূল অভিযুক্ত!

বিমান সেবিকা (Air Hostess) খুনে অভিযুক্ত ছিল এক ব্যক্তি, তাকে লক আপে রাখা হয়েছিল। কিন্তু আজ, শুক্রবার এই অভিযুক্ত আত্মহত্যা করেছে বলে প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই এক বিমান সেবিকা খুনে অভিযুক্ত হয়েছিল ৪০ বছর বয়সী বিক্রম আটওয়াল। সূত্রের খবর, এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সূত্রের খবর, গত রবিবার প্রশিক্ষণরত বিমানসেবিকা রুপাল ওগ্রেকে আন্ধেরির একটি আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায়। এর পর তাঁর আবাসনের এক সাফাইকর্মী বিক্রম আটওয়ালকে তাঁকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়। সোমবার এই হত্যাকাণ্ডে তাকে গ্রেফতার করা হয়। সে অপরাধের কথা স্বীকার করেছিল বলেই জানিয়েছে পুলিস। এর পর তাকে পুলিসি লক আপে রাখা হলে শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে অভিযুক্ত, বিক্রম আটওয়াল তার প্যান্ট ব্যবহার করে আত্মঘাতী হয়েছে।

কিন্তু পুলিসি নিরাপত্তার মধ্যে থেকেও কীভাবে অভিযুক্ত যুবক আত্মহত্যা করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিস। হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার রাতে আটওয়াল আত্মহত্যা করে বলে পুলিস জানিয়েছে। তবে আটওয়াল কেন আত্মহত্যার পথকে বেছে নিল, তা খতিয়ে দেখতে সেলের অন্য বন্দিদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিস।

3 months ago


Dragged: হাইওয়েতে ওভারটেক করায় গাড়িকে দু'কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, আহত ৪

আবারও প্রকাশ্যে রান অ্যান্ড ড্র্যাগের (Dragged) ঘটনা। দ্রুতগতিতে ছুটে চলেছে ট্রাক। আর তার সামনে নীল রঙের একটি গাড়ি হিঁচড়ে নিয়ে চলেছে। গাড়ির মধ্যে সেসময় ছিলেন দুই শিশু সন্তান সহ এক দম্পতি। জানা গিয়েছে, তাঁরা নয়ডার বাসিন্দা। প্রায় ২ কিলোমিটার গাড়িটিকে নিয়ে যাওয়ার পর অবশেষে পুলিসি তৎপরতায় প্রাণে বাঁচেন তাঁরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আগ্রা-মুম্বই হাইওয়েতে (Agra-Mumbai highway)। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চালককে।

পুলিস সূত্রে খবর, ঘটনার দিন আগ্রা-মুম্বই হাইওয়ে ধরে মধ্যপ্রদেশের ঢোলপুরে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের নয়ডার অমরভূষণ জৈন, স্ত্রী কবিতা এবং তাঁদের দুই সন্তান। অমর সিকন্দপুর শহরের কাছে ট্রাকটিকে ওভারটেক করে। আর তখনই ট্রাকটি পিছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে। ট্রাকের সামনের অংশে গাড়িটি আটকে যায়। ওই অবস্থায় ট্রাকটি আরও গতি বাড়িয়ে এগোতে থাকে। গাড়ির ভিতর থেকে চিৎকার করতে থাকেন কবিতা ও তাঁদের দুই সন্তান। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

স্থানীয়রা চেষ্টা করেও ট্রাকটিকে থামাতে না পেরে পুলিসে খবর দেন। পুলিস এসে ট্রাকটিকে থামায়। গ্রেফতার করে ট্রাকচালককে। এরপর ওই দম্পতি ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিস। অমর ও সন্তানরা সামান্য চোট পেলেও, স্ত্রী কবিতা মাথায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

3 months ago
Mamata: বিজেপি 'বিশ্বাসঘাতক', রাজবংশীদের নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে জানিয়ে টুইট মমতার

রাজবংশীদের নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মুম্বই থেকে টুইট করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিজেপিকে 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী।

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমার একটা পা যদি হয় রাজবংশী। তাঁর এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি এই মন্তব্যকে ইস্যু করে আক্রমণ শানাচ্ছে। তারই জবাবে মুম্বই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন,"রাজবংশীদের উন্নতির জন্য আমরা যে কাজ করেছি, সেটাই তাঁদের প্রতি এবং তাঁদের সংস্কৃতির প্রতি আমার ভালবাসা এবং শ্রদ্ধাকে প্রতিফলিত করে। যারা মানুষের প্রতি আমার ভালবাসা, ঐক্য এবং গভীর শ্রদ্ধা মিশ্রিত বক্তব্যের মধ্যে ঘৃণা ঢুকিয়েছে, বাংলার সেই বিশ্বাসঘাতকদের ধিক্কার।"

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সব সম্প্রদায়ের মানুষকে তিনি একই চোখে দেখেন । সকলের প্রতি তাঁর ভালবাসা একই। আর সেটা বোঝাতে নিজের অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে হিন্দু, মুসলমান, রাজবংশীদের তুলনা করেছিলেন। সেখানেই তিনি রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন "আমার একটা হাত যদি হয় হিন্দু, আর একটা হাত মুসলমান। আমার একটা চোখ যদি হয় পঞ্জাব, আর একটা চোখ খ্রিস্টান। আমার একটা পা যদি হয় আমার রাজবংশী, আর একটা পায়ে আমি চলি, তাঁদের দেখে নমস্কার করি, সেটা হচ্ছে মতুয়া । আমি পায়ে নমস্কার করে তবে বলি।"

3 months ago


Mumbai: মুম্বইয়ের হোটেলে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩, আহত ৫ জন

মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ এলাকার হোটেল গ্যালাক্সিতে বিধ্বংসী আগুন (Fire broke out)। জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ ভয়াবহ আগুন লাগে সান্তাক্রুজের হোটেল গ্যালাক্সিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় মৃত্যু (Death) হয়েছে ৩ জনের। অগ্নিদগ্ধ হয়ে জখম কমপক্ষে পাঁচ জন। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৪টে ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কয়েকজন হোটেলের মধ্যে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী ও পুলিস।

সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই হোটেলের তিন তলায় প্রথমে আগুন লাগে। তারপর আগুন হোটেলের সর্বত্র ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃতদের রয়েছে ৬১ বছরের এক প্রৌঢ়। দমকল বাহিনীর এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনকে উদ্ধার করে নিকটবর্তী কুপার হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, কীভাবে, কোথা থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে দমকল কর্মী ও পুলিস।

3 months ago
Death: ব্যাঙ্ক লোন শোধ করতে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি! ছাদ থেকে পড়ে মৃত্যু শ্রমিকের

ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু (Death) হল এক পরিযায়ী শ্রমিকের (Worker)। বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া লোন শোধ করতেই ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন ওই শ্রমিক। বৃহস্পতিবার নতুন নির্মিত খোলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম উত্তম মাল। বাড়ি মুরারই থানার রাজগা গ্রামে।

জানা গিয়েছে, গত দশ দিন আগে বাড়ি থেকে শ্রমিকের কাজ করতে মুম্বই নেভি নগর গিয়েছিলো উত্তম মাল। তাঁর স্ত্রীর বেসরকারি ব্যাঙ্কের ঋণের টাকা শোধ করবে বাড়তি কাজ করে। বৃহস্পতিবার স্ত্রীকে ফোন করে ঋণের কিস্তি আগামী সোমবার ব্যাঙ্কের মাধ্যমে পাঠানোর কথাও বলেছিলেন। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

বুধবার রাতে বাকি অন্যান্য শ্রমিকদের সঙ্গে ছাদে শুয়ে ছিলেন উত্তম। এরপর এদিন সকালে অন্য শ্রমিক ও এলাকার লোক নব নির্মিত বহুতল বাড়ির নিচে ওই শ্রমিকের মৃতদেহ দেখতে পান বলে জানা গিয়েছে। এই খবর পেয়ে এদিন দুপুরে ওই পরিবারের সঙ্গে দেখা করেন মুরারই এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় জন প্রতিনিধি। ওই পরিবারের সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্য ও শুকনো খাবারও দেওয়া হয়। পাশাপাশি দ্রুত ময়না তদন্ত করে ভিন রাজ্য থেকে কিভাবে মৃত দেহ গ্রামে আনা যায় তাঁর ব্যবস্থা করছে প্রশাসন। ঘুমের মধ্যে নিচে পড়ে গিয়েছিল অন্য কোনও কারণে মৃত্যু হল সেই বিষয় তদন্ত শুরু করেছে মুম্বইয়ের স্থানীয় থানার পুলিস। 

4 months ago
Mumbai: প্রবীণ দম্পতির হাত-মুখ বেধে লুট দুষ্কৃতীর, মৃত্যু বৃদ্ধার

প্রবীণ দম্পতির উপর হামলা চালিয়ে, হাত মুখ বেঁধে চুরি (Theft) করে পালাল দুষ্কৃতীরা। রবিবার এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) তারদেওতে। দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হয়ে মৃত্য়ু হয় বৃদ্ধার। কোনওরকমে প্রাণে বেঁচে যান বৃদ্ধ। পুলিস সূত্রে খবর, বৃদ্ধ দম্পতির নাম সুরেখা আগরওয়াল এবং মদনমোহন আগরওয়াল। দক্ষিণ মুম্বইয়ের ইউসুফ মঞ্জিল নামক আবাসনে থাকতেন তাঁরা। যদিও ওই আবাসনে আর কেউ থাকত না ওই দম্পতি ছাড়া। 

জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ এবং বৃদ্ধা। ঠিক সেই সময় তাঁদের রাস্তা আটকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। তারপর ওই দম্পতির হাত বেঁধে, মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়। যাতে ওই দম্পতি চিৎকার করতে না পারেন। সেই সুযোগে দুষ্কৃতীরা ওই প্রবীণ দম্পতির ফ্ল্য়াটে ঢুকে লুটপাট চালায়। টাকা, সোনার গয়না সহ দামী জিনিসপত্র চুরি গিয়েছে। 

বৃদ্ধ কোনওরকমে ফ্ল্য়াটের 'ফায়ার অ্য়ালার্ম' বাজাতে পেরেছিলেন। সেই শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলা ঘোষণা করেন। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  

4 months ago


Robbery: ছিনতাই করতে গিয়ে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, গ্রেফতার অভিযুক্ত যুবক

চলন্ত ট্রেন (Train) থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) অন্যতম ব্যস্ত স্টেশন দাদর রেলওয়ে স্টেশনে (Dadar Railway Station)। সূত্রের খবর, ছিনতাইয়ের চেষ্টা করে এক যুবক, এরপর বাধা দিতেই ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এক মহিলাকে। আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অভিযোগের ভিত্তিতেই জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়। এফআইআর দায়েরের আগেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এক মহিলা উদয়ন এক্সপ্রেসে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) যাচ্ছিলেন। তিনি বসেছিলেন অসংরক্ষিত মহিলা কামরায়। এরপর সেই কামরাতেই রাত সাড়ে ৮ টা নাগাদ এক ব্যক্তি ওঠে। অভিযোগ, সুযোগ পেতেই সেই মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বাধা দিলে হেনস্থা করে বলেও অভিযোগ করেছেন মহিলা। এরপর তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত। পরে ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায় অভিযুক্ত, দাবি মহিলার। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে সোমবার সকালেই তিনি জিআরপি-তে সেই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তারপরেই গ্রেফতার করা হয় তাকে।

4 months ago
Birbhum : আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক

ভিন রাজ্যে কাজে গিয়ে আবারো মৃত্যু বাংলার (west bengal) দুই যুবকের। তারা দুজনেই বীরভূমের (Birbhum) বাসিন্দা । মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আফিউদ্দিন শেখ বয়স ৩৫ বছর ও আরেকজনের নাম ছোটু শেখ  বয়স ২৩ বছর। ঘটনাটি ঘটেছে গত কাল মুম্বাইয়ের(Mumbai) কান্দিভ্যালিতে।

তারা দুজনেই বীরভূমের পাইকর থানার লক্ষী নারায়ণপুর গ্রাম থেকে মুম্বাইয়ের  কান্দিভ্যালিতে রাজমিস্ত্রির কাজ  করার  জন্য যান। সোমবার  সকালে বহুতলে কাজ করার সময়  আবাসন থেকে পরে মৃত্যু হয় তাঁদের। দুপুরে পরিবারের কাছে  খবর আসলে শোকের ছায়া নেমে আসে। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের পরে তাদের দেহ পাঠানো হবে তাদের পরিবারের কাছে। এই এলাকায় এই ঘটনা নতুন নয় ,এই এলাকার মুরারই এক ও দুই নম্বর ব্লকের অধিকাংশ শ্রমিকই  ভিন রাজ্যে কাজ করতে চলে যান। এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে।   

প্রসঙ্গত দু দিন আগেই মুরারই দুই নম্বর ব্লকে উড়িষ্যা কাজ করতে গিয়ে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ।তার কয়েকমাস আগে একই ব্লকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে  ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে । কয়েকমাস আগেই এই একই ব্লকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে  ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে । বেশি আয়ের জন্য ভিন রাজ্যে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। 

শোকের ছায়া নেমে এসেছে  দুই পরিবারের উপর।  

4 months ago