
মুম্বইয়ের (Mumbai) হোটেলে মধুচক্রের জন্য এক ভোজপুরী অভিনেত্রীকে গ্রেফতার (Arrested) করল পুলিস (Police)। মুম্বইয়ের আরে কলোনি এলাকার নামী একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। মধুচক্রের পর্দাফাঁস করার জন্য শুক্রবার রাতে আচমকাই হোটেলে হানা দেয় মুম্বই পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত ওই অভিনেত্রীর নাম সুমন কুমারী। অভিনেত্রী সুমন ‘ল্যায়লা মজনু’-সহ একাধিক জনপ্রিয় ভোজপুরী ছবিতে কাজ করেছেন। কমেডি শো-তেও তাঁকে দেখা গিয়েছে। আর তিনিই এই মধুচক্রের মাথা।
পুলিসের দাবি, ধৃত ওই ভোজপুরী অভিনেত্রীই মডেলদের জোগান দিতেন। তিনি প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন। সেই মডেলগুলি দেশের নানা প্রান্ত থেকে মুম্বইয়ে গিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু অভিনেত্রী সুমন তাঁদের ফাঁদে ফেলে বেশ্যাবৃত্তি গ্রহণেও বাধ্য করেন।
পুলিস জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এই মধুচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানও করা হচ্ছে। মুম্বইয়ে সম্প্রতি এই ধরনের মধুচক্রের বাড়বাড়ন্তে চিন্তিত পুলিসও। তাই গোপন সূত্রে ওই হোটেলে মধুচক্রের কথা জানতে পেরে এক পরিকল্পনা করে পুলিস। ওই হোটেলে পুলিস এক তরুণীকে ছদ্মবেশে পাঠান। আর তারপরই ধরা পড়ে অভিযুক্ত অভিনেত্রী।