
এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন তাঁরা? সোমবার অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল, কাজে ঠিক সময়ে পৌঁছতে এক অজ্ঞাত ব্যক্তির গাড়িতে চেপে বসেন। অন্য়দিকে অনুষ্কাকেও নিরাপত্তারক্ষীর গাড়িতে দেখা যায়। তাঁদের এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। আর এই দেখেই শুরু হয়ে সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, 'হেলমেট কোথায়? আইন সবার জন্যই এক হওয়া উচিত।' আর এই খবরই পৌঁছে গিয়েছে মুম্বই পুলিসের কাছে।
সোমবার বিগ বি-কে দেখা গিয়েছিল এক অজানা ব্যক্তির বাইকে চড়ে তাঁর শ্যুটিং-এর জায়গায় যেতে। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এতেই যে, বিগ বি-এর মাথায় নেই হেলমেট। আবার অন্যদিকে অনুষ্কাকেও দেখা গিয়েছে, যানজটের কারণে বডিগার্ডের বাইকে চড়ে শ্যুটিং-এর জায়গায় যেতে। তাঁর মাথাতেও ছিল না হেলমেট। এরপর এই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাফিক আইন লঙ্ঘন করায় মুম্বই পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিগুলো। আর এরপরেই মুম্বই ট্রাফিক পুলিস লিখেছে, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা পরে জানিয়ে দেওয়া হবে।' ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বড়সড় কোনও পদক্ষেপই নিতে চলেছে মুম্বই পুলিস।