
ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু (Death) হল এক পরিযায়ী শ্রমিকের (Worker)। বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া লোন শোধ করতেই ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন ওই শ্রমিক। বৃহস্পতিবার নতুন নির্মিত খোলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম উত্তম মাল। বাড়ি মুরারই থানার রাজগা গ্রামে।
জানা গিয়েছে, গত দশ দিন আগে বাড়ি থেকে শ্রমিকের কাজ করতে মুম্বই নেভি নগর গিয়েছিলো উত্তম মাল। তাঁর স্ত্রীর বেসরকারি ব্যাঙ্কের ঋণের টাকা শোধ করবে বাড়তি কাজ করে। বৃহস্পতিবার স্ত্রীকে ফোন করে ঋণের কিস্তি আগামী সোমবার ব্যাঙ্কের মাধ্যমে পাঠানোর কথাও বলেছিলেন। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বুধবার রাতে বাকি অন্যান্য শ্রমিকদের সঙ্গে ছাদে শুয়ে ছিলেন উত্তম। এরপর এদিন সকালে অন্য শ্রমিক ও এলাকার লোক নব নির্মিত বহুতল বাড়ির নিচে ওই শ্রমিকের মৃতদেহ দেখতে পান বলে জানা গিয়েছে। এই খবর পেয়ে এদিন দুপুরে ওই পরিবারের সঙ্গে দেখা করেন মুরারই এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় জন প্রতিনিধি। ওই পরিবারের সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্য ও শুকনো খাবারও দেওয়া হয়। পাশাপাশি দ্রুত ময়না তদন্ত করে ভিন রাজ্য থেকে কিভাবে মৃত দেহ গ্রামে আনা যায় তাঁর ব্যবস্থা করছে প্রশাসন। ঘুমের মধ্যে নিচে পড়ে গিয়েছিল অন্য কোনও কারণে মৃত্যু হল সেই বিষয় তদন্ত শুরু করেছে মুম্বইয়ের স্থানীয় থানার পুলিস।