
প্রবীণ দম্পতির উপর হামলা চালিয়ে, হাত মুখ বেঁধে চুরি (Theft) করে পালাল দুষ্কৃতীরা। রবিবার এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) তারদেওতে। দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হয়ে মৃত্য়ু হয় বৃদ্ধার। কোনওরকমে প্রাণে বেঁচে যান বৃদ্ধ। পুলিস সূত্রে খবর, বৃদ্ধ দম্পতির নাম সুরেখা আগরওয়াল এবং মদনমোহন আগরওয়াল। দক্ষিণ মুম্বইয়ের ইউসুফ মঞ্জিল নামক আবাসনে থাকতেন তাঁরা। যদিও ওই আবাসনে আর কেউ থাকত না ওই দম্পতি ছাড়া।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ এবং বৃদ্ধা। ঠিক সেই সময় তাঁদের রাস্তা আটকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। তারপর ওই দম্পতির হাত বেঁধে, মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়। যাতে ওই দম্পতি চিৎকার করতে না পারেন। সেই সুযোগে দুষ্কৃতীরা ওই প্রবীণ দম্পতির ফ্ল্য়াটে ঢুকে লুটপাট চালায়। টাকা, সোনার গয়না সহ দামী জিনিসপত্র চুরি গিয়েছে।
বৃদ্ধ কোনওরকমে ফ্ল্য়াটের 'ফায়ার অ্য়ালার্ম' বাজাতে পেরেছিলেন। সেই শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলা ঘোষণা করেন। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।