Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Kaliaganj

Kaliyaganj: রোগীর পরিবারকে অসহায়তার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের রোগী অসহায়তার (Patient Harass) অভিযোগ উঠছে কালিয়াগঞ্জে (Kaliyaganj)। বেশ কয়েকদিন আগেই দেখা গিয়েছিল টাকার অভাবে শববাহী গাড়ি না পেয়ে, হাসপাতালের সহায়তা না পেয়ে নিজের ৫ মাসের মৃত বাচ্চাকে ব্যাগে নিয়ে বাড়ি ফেরে এক অসহায় বাবা। এই অমানবিক চিত্র আগেই দেখেছে গোটা রাজ্য। যা নিয়ে কয়েকদিন ধরেই নিন্দার ঝড় উঠেছিল রাজ্য-রাজনৈতিক মহলে। কিন্তু তারপরেও খুম ভাঙেনি প্রশাসনের। তাই ফের রোগীর পরিবারকে অসহায়তা করার অভিযোগ উঠছে কালিয়াগঞ্জে। তবে এবার অভিযোগ উঠছে খোদ চিকিৎসকদের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে চিকিৎসকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই রোগীর পরিবার। পুলিস সূত্রে খবর, এই বিষয় নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই চিকিৎসা কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিস (police)। পরে পুলিসের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়।   

নির্যাতিত ওই রোগীর পরিবারের অভিযোগ, কালিয়াগঞ্জের শিমূলতলা এলাকার বাসিন্দা গোবিন্দ পাল। তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা চলছিল এক চিকিৎসকের  কাছে। চিকিৎসকের কথা মতই তাঁর স্ত্রীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। তবে চিকিৎসকের কথা মতো রায়গঞ্জের পরীক্ষা সেন্টার থেকে এই পরীক্ষা নিরীক্ষা গুলি না করে কালিয়াগঞ্জের একটি পরীক্ষা সেন্টার থেকে করানো হয়। শনিবার স্ত্রীকে নিয়ে চিকিৎসা করতে গেলে ওই চিকিৎসক সেই রিপোর্ট না দেখেই ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ রোগীর পরিবারের তরফে। রোগীর পরিবারের দাবি, চিকিৎসকের পরামর্শ দেওয়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলেই রোগীকে দেখননি চিকিৎসকের। উপরন্তু রোগী ও রোগীর স্বামী গোবিন্দ পালকে ব্যাপক হয়রানি করা হয়। 

তবে এই ঘটনায় ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই চিকিৎসক। ওই চিকিৎসকের দাবি, রোগী কোথা থেকে পরীক্ষা করবে সেটি তার নিজেস্ব ব্যাপার। রোগী নাম লেখানোর পরেও নাম কেটে দেন। কিন্তু পরে তিনি নিজের স্ত্রীকে নিয়ে চেম্বারে আসেন। তাই আগামী সপ্তাহে নাম লিখিয়ে তাঁদের চিকিৎসকের চেম্বারে আসতে বলেন চিকিৎসকের। এ ছাড়া আর কোনও ঘটনা ঘটেনি চেম্বারের ভিতরে, এমনটাই দাবি করছেন চিকিৎসক।

11 months ago
SIT: কালিয়াগঞ্জকাণ্ডে সিট গঠনের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দলের (SIT) সদস্যদের বিরুদ্ধে অভিযোগ  এবং হাইকোর্টের (High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। কালিয়াগঞ্জে (Kaliaganj) কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগের মামলায় বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, কালিয়াগঞ্জ মামলার সিটের মাথায় থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। সঙ্গে রাখা হয়েছিল প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এবং প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত।

রাজ্যের বক্তব্য, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিস অফিসার যে কোনও মামলার ক্ষেত্রে তদন্ত করতে পারেন না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে।

সেই পার্কস্ট্রিট ধর্ষণের সময় থেকেই দময়ন্তী সেন চর্চায় উঠে এসেছিলেন। তারপর তাঁর বদলি সারা রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল। তাছাড়া উপেন বিশ্বাস সিবিআইয়ের চাকরি ছাড়ার পর তৃণমূলের বিধায়ক হয়েছিলেন বাগদা থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যা যা অভিযোগ করেছেন শাসকদলের বিরুদ্ধে তা বিস্ফোরক বললেও কম বলা হয়। এই দু’জনের পাশাপাশি রাখা হয়েছে প্রাক্তন পুলিসকর্তা পঙ্কজ দত্তকে। যাঁকে নিয়ে সম্প্রতি বিস্তর আলোচনা হয়েছে। না জানিয়ে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তারপর আদালত বলে, পঙ্কজ দত্তের নিরাপত্তা ফিরিয়ে দিতে হবে। নানান সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সরকার বিরোধিতায় গলার স্বর তীব্র করে সমালোচনা করছেন পঙ্কজবাবু। সিটের সদস্যদের নাম নিয়েও তাই চর্চা শুরু হয়েছিল। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, আগামী ২৮ জুনের মধ্যে সিটকে রিপোর্ট দিতে হবে। কিন্তু ডিভিশন বেঞ্চে তা চ্যালেঞ্জ হওয়ায় এবার কী নির্দেশ হয় সেটাই দেখার।

12 months ago
SIT: কালিয়াগঞ্জের শিশু নিগ্রহের ঘটনায় ৩ জনের সিট গঠন করল কলকাতা হাইকোর্ট

'সত্য সবার সামনে আসুক।' কালিয়াগঞ্জ শিশু নিগ্রহের ঘটনায় মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। কালিয়াগঞ্জের (Kaliaganj) নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে তিনজন অফিসারকে নিয়ে এই সিট গঠন করা হয়। সূত্রের খবর, কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার দময়ন্তী সেন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। ও সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসকে নিয়ে এই ঘটনার তদন্তে সিট গঠন করলো কলকাতা পুলিস। হাইকোর্টের নজরদারিতে কাজ করতে এই সিট।

সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। অভিযোগ ওই নাবালিকার মৃতদেহকে রেখে বিক্ষোভ চালাতে থাকে স্থানীয়রা। এরপরেই ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই ছবি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। গোটা ঘটনায় তদন্তে নামে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি ও মৃতার পরিবার।

এই মামলার তদন্তে নেমে প্রাথমিকভাবে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস এবং ৪ পুলিস কর্মীকে সাসপেন্ড করে উত্তর দিনাজপুর পুলিস।

12 months ago


Kaliaganj: দ্বিতীয়বার ময়না তদন্তের দরকার নেই, পুলিসের গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু স্বীকার রাজ্যের

কালিয়াগঞ্জের (Kaliaganj) যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় আদালত (Court) সাফ জানিয়ে দিল, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় বর্মনের (Mrityunjoy Barman)। সেই ঘটনায় এবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল আদালত। দ্বিতীয়বার ময়নাতদন্তের দরকার নেই বলে জানিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছেন। আগামী ১২ মে এবিষয়ে সিআইডিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে তিনি জানিয়ে দিয়েছেন, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় বর্মনের।

বিচারপতি আরও জানিয়েছেন, ঘটনায় যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তাই তারাও চাইলে রিপোর্ট জমা দিতে পারে। গত ২১ এপ্রিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের পর খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ। পুলিসের ওই ছাত্রীর মৃতদেহ অসংবেদনশীল ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই কালিয়াগঞ্জের রাধিকাপুর সংলগ্ন চাঁদগ্রামে ২৬ এপ্রিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার দিন রাত দুটো নাগাদ স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে পুলিসের পোশাকে বেশ কয়েক জন একটি গাড়িতে চেপে হাজির হয়। বিষ্ণু সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে প্রথমে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তোলা হয়। তার পর গুলিও চালায় পুলিসের পোশাকপরা ওই কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, সেই গুলির আঘাতেই মৃত্যু হয় বিষ্ণুর ভাই মৃত্যুঞ্জয়ের।

এই বিষয়ে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের আইনজীবীর দাবি, এটি পুলিসের গুলিতে মৃত্যুর ঘটনা। কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে। ঘটনার পর পুলিস সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর। আদালতের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন তাঁরা। যদিও রাজ্যের আইনজীবী অমল সেনের দাবি, গ্রামবাসীরা পুলিসকে আক্রমণ করে। এএসআই মোয়াজেম হোসেনকে আক্রমণ করেন গ্রামবাসীরা। আত্মরক্ষার জন্য পুলিস গুলি চালাতে বাধ্য হয়। কিন্তু ঘটনায় অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


12 months ago
NCPCR: কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য ও কেন্দ্র কমিশন তরজা গড়াল হাইকোর্টে

কালিয়াগঞ্জের নাবালিকা যৌন নিগ্রহ ও খুনের অভিযোগের ঘটনায় (Kaliaganj) কে থাকবে, জাতীয় শিশু অধিকার কমিশন (NCPCR) না রাজ্য কমিশন (WBCPCR) সেই তরজা গড়াল হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শুনানিতে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য শিশু অধিকার কমিশন যুক্ত হতে চায় বলে আবেদন করে। রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের গন্ডগোল বাংলায় নতুন নয়। সম্প্রতি তিলজলা, গাজোলে তেমন ছবিই দেখা গেছে। একে অপরকে আক্রমণ করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দুই কমিশনের প্রতিনিধিরা।

মঙ্গলবার সেই বচসা হাইকোর্টে এসে পড়ল। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এদিন জাতীয় শিশু সুরক্ষা কমিশন দাবি করে, খুন হওয়া মেয়েটির মায়ের আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো নিজে তদন্ত করেছেন। এদিকে রাজ্যের তরফেও একই দাবি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষের আইনজীবীর দাবি, ‘২১ এপ্রিল এসপি ও ডিএমকে চিঠি দেয় রাজ্য কমিশন। পরের দিনই ঘটনাস্থলে যায় দল। আমাদের কারওর সঙ্গে কোনও বিরোধ নেই। কেন্দ্রীয় কমিশনকে সহযোগিতা করতে পারে রাজ্য কমিশন।’ কালিয়াগঞ্জের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। পাশাপাশি, রাজ্য পুলিসের তরফে যে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কি, জানতে চায় হাইকোর্ট। রাজ্যের তরফে জানানো হয়, ইট, পাথর লাঠি নিয়ে প্রায় দু’শো লোক টায়ার জ্বালিয়ে দেহ আটকে রেখেছিল। সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। সেই ঘটনার এফআইআরে ১৭ জনের নাম রয়েছে। তিনজন গ্রেফতারও হয়েছে।

জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এদিন আদালতে জানায়, তারা পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা বলেছে। কমিশন পুলিসের তরফে ঘটনা নিয়ন্ত্রণে ত্রুটি পেয়েছে। সেই নিয়ে রিপোর্ট দেওয়া হবে। শুনানি শেষে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনকে এই মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন। আগামী ৮ মে পুলিশ ও জাতীয় কমিশন তাদের তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি ওইদিনই।

12 months ago


Kaliyaganj: কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুতে তদন্তভার সিআইডির হাতে, সিবিআই চেয়ে নারাজ পরিবার

কালিয়াগঞ্জে (kaliaganj) পুলিসের গুলিতে যুবকের মৃত্যুতে তদন্তভার গেল সিআইডির (CID)  হাতে। পুলিস সূত্রে খবর, মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারের তরফে রায়গঞ্জ (Raiganj)  পুলিস জেলার পুলিস সুপারের দফতরে একটি অভিযোগ দায়ের করা হয়। গত বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের করল পরিবার।

মৃতের পরিবারের অভিযোগ, কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। পাল্টা মৃতের পরিবারের দিকে আঙুল তুলেছেন ওই পুলিস আধিকারিক। তাঁর বক্তব্য সেদিন রাত্রিবেলা তাঁর উপর হামলা চালানো হয়েছে। এই দুই অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে।

প্রসঙ্গত, গত বুধবার রায়ঞ্জের রাধিকাপুরে একটি বাড়িতে পুলিস অভিযান চালায় বলে অভিযোগ। কালিয়াগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে যায় পুলিস। সেখানেই ফের অশান্তি বাধে। তাতেই গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই ঘটনায় লাগে রাজনীতির রং। মৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি করে পথে নামে বিজেপি। রায়গঞ্জে অবরোধ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ি মোড়ে অবস্থানে বসেন। সেখানে সাংসদ, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা যায় বিষ্ণু বর্মণকেও।

12 months ago
BJP: কালিয়াগঞ্জ থানা ভাঙচুরের ঘটনায় প্রশাসনের রোষে বিজেপি, প্রতিবাদে বাংলা বনধের ডাক

কালিয়াগঞ্জ (Kaliaganj) থানা ভাঙচুরের ঘটনায় ১৪ দিনের জেল হেফাজত বিজেপি (BJP) নেতার বাবার। সূত্রের খবর, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা বিষ্ণু বর্মনের বাবা সবেন বর্মন। সূত্রের খবর, থানা ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে পুলিস তাঁদের গ্রেফতার করতে গেলে বাধা দেয় বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয়। অভিযোগ তখনই পুলিসের (Police) ছোড়া গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই ব্যক্তির। যদিও বিজেপির দাবি মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই ব্যক্তি বিজেপি কর্মী ছিলেন। কালিয়াগঞ্জে পরপর মৃত্যুর ঘটনায় প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শুক্রবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিল বিজেপি। 

যদিও এই বনধকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অবশ্য দাবি, 'বিজেপি নেতাকে পুলিস মারেনি, ওরা ষড়যন্ত্র করছে।'

কালিয়াগঞ্জ-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা, আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যকে রিপোর্ট পেশ করার কথা বলে, পাশাপাশি ওই নির্যাতিতার ময়না তদন্তের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

12 months ago
Internet: বন্ধ ইন্টারনেট, পরপর মৃত্যুতে থমথমে কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জে নাবালিকাকে (Minor) যৌন নিগ্রহ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি (Politics)। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি ময়নাতদন্তের ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার কালিয়াগঞ্জের ঘটনায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের (Kaliyaganj) কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত কিছুদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। সোশ্যাল মিডিয়ায় নাবালিকা মৃত্যু নিয়ে একাধিক তথ্য ছড়িয়ে পড়ছে। প্রশাসনের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুয়ো বা প্ররোচনামূলক তথ্য ছড়াতে পারে সোশাল মিডিয়ার মাধ্যমে। সূত্রের খবর, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেই জন্যই আগামী কয়েকদিন প্রশাসনের তরফে এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফোন, এসএমএস বা খবরের কাগজ পৌঁছনো নিয়ে কোনও বিধিনিষেধ থাকছে না। কালিয়াগঞ্জের মানুষ ফোন ব্যবহার করতে পারবেন। খবরের কাগজও পৌঁছাবে। শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। মঙ্গলবার দোষীদের শাস্তির দাবিতে ফের আন্দোলনে নামেন স্থানীয়রা। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি, বাইকে আগুন ধরিয়ে দেয়। মারধর করা হয় পুলিশ, সিভিক ভলান্টিয়ারদেরও। কালিয়াগঞ্জের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার নেপথ্যে বিজেপির ভূমিকা আছে বলে মনে করছেন। তাঁর দাবি, বিহার থেকে লোক এনে এই অশান্তি করা হয়েছিল। মহিলা পুলিশ কর্মীদের গায়ে হাত দিয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তিও নষ্ঠ করা হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

12 months ago


Kaliaganj: পুলিসের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ

পুলিসের (Police) গুলিতে এক ব্যক্তির মৃত্যুর (Dead) অভিযোগের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ (Kaliaganj)। পুলিস জানিয়েছে ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। পুলিসের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও স্থানীয় বিজেপি কর্মীদের দাবি মৃত ওই ব্যক্তি বিজেপি করত। 

বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুধবার গভীর রাতে বিষ্ণু বর্মন নামে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিস। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা ও জামাইবাবুকে মারতে মারতে ভ্যানে তুলছিলেন তাঁরা। অভিযোগ তখনই বিষ্ণুর ভাইপো পুলিসকে বাধা দেন। কেন একজন বৃদ্ধকে মারধর করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। তখনই পুলিস গুলি ছোড়ে। মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ও বিজেপির সক্রিয় সদস্য বলে দাবি পরিবারের। 

এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। বিশাল পুলিসবাহিনীর টহল চলছে গোটা এলাকায়। আদিবাসী নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে কালিয়াগঞ্জ। শুক্রবারের ওই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। গত মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাধে। পুলিসকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ধেয়ে যায় পুলিস। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অচিরেই আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপুরের পর কালিয়াগঞ্জ থানায় আগুন লাগানো হয়। প্রাণের ভয়ে একটি বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকা পুলিস কর্মীদের টেনে বার করে চলে বেধড়ক মার।

ভয়ঙ্কর এই ঘটনায় জড়িতদের ধরতে বুধবার গভীর রাতে থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিস। বিজেপির অভিযোগ পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে কোনওভাবেই বিজেপির কোনও যোগ নেই। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ বলেন, 'নাবালিকা খুনের ঘটনায় বিজেপি পথে নামলেও তা আগাগোড়াই ছিল শান্তিপূর্ণ। তবুও বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বাইরে থেকে কারা এসে অশান্তি করছে সেই ফুটেজ আমরাও জোগাড় করছি।'

12 months ago
Governer: রাজ্যে পরপর শিশু নিগ্রহের ঘটনা, কালিয়াচক কান্ডেও রিপোর্ট তলব রাজ্যপালের

কালিয়াগঞ্জের পর এবার কালিয়াচক কাণ্ডেও (Kaliaganj) নবান্নের (Nabanna) রিপোর্ট তলব করল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor)। এদিন রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে চিঠি পাঠানো হয় রাজভবন থেকে। সেখানেই কালিয়াগঞ্জ ও কালিয়াচকে নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের অভিযোগের ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। শীঘ্রই সেই সফর কাটছাঁট করে তিনি কলকাতায় ফিরছেন বলে খবর।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পরিস্থিতি চরমে ওঠে। জনরোষ এমন পর্যায়ে পৌঁছয় যে, দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখা যায় থানার ভিতর। অন্যদিকে মালদহের কালিয়াচকেও আদিবাসী এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। দিল্লি সফরে ব্যস্ত থাকলেও রাজ্যের সমস্ত খবরই পৌঁছয় রাজ্যপালের কানে। এরপরই মঙ্গলবার সন্ধেয় রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয় রাজভবন থেকে।

কালিয়াগঞ্জে আজ জনরোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। তা পুরোটাই রাজ্যপালের কানে যায়। এরপরই নবান্নে আসে আনন্দ বোসের চিঠি। কালিয়াগঞ্জে ঠিক কী ঘটেছিল, ওই নাবালিকার মৃত্যুর তদন্ত কতদূর এগোল, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন- সেসব নিয়েই একটি পূর্নাঙ্গ রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। এমনকি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিসকে কড়া পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি।

অন্যদিকে, মালদহের কালিয়াচকে আদিবাসী নাবালিকাকে যৌন নিগ্রহের পর খুনের ঘটনায় ইতিমধ্যেই মালদহ জেলার পুলিস সুপারকে চিঠি পাঠিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। এদিন সেই ঘটনারও রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। উল্লেখ্য, পরপর দু’টো একই ঘটনা নিয়ে বর্তমানে উত্তপ্ত উত্তরবঙ্গ। বুধবার সেই নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে আসছেন বিজেপির উত্তরবঙ্গের আট বিধায়ক।

12 months ago


Police: ক্ষিপ্ত জনতার মারের মুখে করজোড়ে প্রাণভিক্ষা পুলিসের, ভাইরাল ভিডিও

প্রাণের ভয়ে খাটের নীচে লুকিয়ে থাকা পুলিস কর্মীদের (police) টেনে বার করে চলল বেধড়ক মার। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হল কালিয়াগঞ্জ (Kaliaganj)। কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পুলিসকর্মীরা। সেখানে ঢুকে চলল দুষ্কৃতীদের তাণ্ডব।

ওই বাড়ির বাসিন্দারা জানান, জনতার তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে তাঁদের বাড়ি ঢুকে পড়েছিলেন কয়েকজন পুলিস কর্মী। তাঁরাও আশ্রয় দিয়েছিলেন। খাটের নিচে লুকিয়ে পড়েছিলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই কাতারে কাতারে লোক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। সারা ঘরে তাণ্ডব শুরু করে তারা। খাটের নীচ থেকে ওই পুলিস কর্মীদের টেনে বের করে চলে বেপরোয়া মার। বারবার প্রাণভিক্ষার আর্জি জানানো হলেও কেউ কানে তোলেনি।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বাড়ির বাসিন্দারা। তাণ্ডব চালানোর সময় তাঁদের বাড়িতে ওই দুষ্কৃতীরা লুঠপাট করে বলেও অভিযোগ। টাকা ও ঘরে থাকা বেশ কিছু গয়না নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন তাঁরা। জখম পুলিসকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে কালিয়াগঞ্জ। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধে। পুলিসকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ধেয়ে যায় পুলিস। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অচিরেই আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপুরের পর ফের বিক্ষোভকারীদের জমায়েত হয় থানা চত্বরে। একদল লোক ছুটে এসে থানায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য পুলিসও পিছু হটে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পুলিসের উপর এমন নজিরবিহীন হামলার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে গোটা রাজ্যে। কালিয়াচকের নাবালিকা খুনের কিনারা, পুলিসের দাবি ধর্ষণ করে খুন, মূল অভিযুক্ত গ্রেফতার। 

12 months ago
Kaliaganj: নাবালিকা নিগ্রহ-খুনে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ-ভাঙচুর

নাবালিকাকে যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড বাধল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের থামাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিস। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেলও। ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সংঘর্ষের জেরে জনাকয়েক পুলিসকর্মী জখম হয়েছেন বলে কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে। পরে পুলিস কয়েক জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করেছে।

সম্প্রতি কালিয়াগঞ্জে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ঘিরে একাধিকবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জের পরিস্থিতি। তেমন আবহ তৈরি হল আবার। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তপশিলি আদিবাসী সমন্বয় কমিটি। ওই কর্মসূচি থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। ওই কমিটির তরফে বহু মানুষ থানা অভিযান করেন। কর্মসূচির আগাম খবর রেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিস। অভিযোগ, সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এর পর, পুলিসকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিস পরিস্থিতি সামাল দিতে ছোড়ে কাঁদানে গ্যাসের শেল।

এরপর মারমুখী হয়ে ওঠেন আন্দোলনকারীরা। তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় থানার একটি অংশে। একই দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে পুলিস সুপারের দফতর ঘেরাও অভিযান করেছিল বিজেপি। সেই কর্মসূচি ঘিরেও ছড়ায় উত্তেজনা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন।

12 months ago
Malda: এবার কালিয়াচক, চাষের জমি থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ

কালিয়াগঞ্জের (Kaliaganj) পর কালিয়াচকে (Kaliachak), ফের শিশু নিগ্রহের ঘটনা ঘটলো। অভিযোগ ওই কিশোরীকে (Minor) যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার মালদহের কালিয়াচকের উজিরপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার এক নাবালিকার মৃতদেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিস এসে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। 

সূত্রের খবর, স্থানীয়রা প্রথমে ওই যুবতীকে চাষের জমিতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে, খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিস। গ্রামের স্থানীয়দের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন গ্রামবাসীরা। এছাড়া ওই যুবতী স্থানীয় নন বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কে বা কারা তাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেছ্‌ তা জানা যায়নি। যদিও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিস।

কালিয়াগঞ্জের পর কালিয়াচকে শিশু নিগ্রহের ঘটনা। রাজ্যে পরপর শিশু নিগ্রহের ঘটনায় বিরোধীরা আঙ্গুল তুলেছে প্রশাসন ও সরকারের দিকে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা। যদিও এ ঘটনার সিবিআই তদন্তের দাবি স্থানীয়দের। 

12 months ago


Police: কালিয়াগঞ্জ-কাণ্ডের তিন দিন পর সাসপেন্ড চার এএসআই, জারি ১৪৪ ধারা

কালিয়াগঞ্জকাণ্ডে পুলিসের ৪ এএসআই সাসপেন্ড। মৃতার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল। পুলিসের ভূমিকায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড়। ঘটনার ৩ দিন পর পদক্ষেপ জেলা পুলিসের। সূত্রের খবর, কালিয়াগঞ্জ নাবালিকা নিগ্রহের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের একটি দল। এই ঘটনায় গত সপ্তাহের শুক্র ও শনিবার লাগাতার উত্তপ্ত হয়েছে কালিয়াগঞ্জ। পরিস্থিতি সামাল দিতে পুলিসকে লাঠিচার্জ করতে হয়েছে। সাত দিনের জন্য ওই এলাকাতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

সূত্রের খবর নাবালিকার নিগ্রহ ও খুনের ঘটনার পর, নাবালিকার মৃতদেহকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। নাবালিকার মৃতদেহ উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় পুলিসকে, বিক্ষোভ অবরোধের মুখে নাবালিকার মৃতদেহ উদ্ধার করা সহজ কাজ ছিল না মোটেও। এরপর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকে ছত্রভঙ্গ করে, ওই নাবালিকার মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয়। এ ছবি ভাইরাল হতেই টনক নড়ে প্রশাসনের। এ ঘটনার তিনদিন পর আজ অর্থাৎ সোমবার এ ঘটনায় জড়িত চার পুলিসকর্মীকে সাসপেন্ড করলে উত্তর দিনাজপুর জেলা পুলিস।

12 months ago
NCPCR: রাজ্যে পৌঁছল জাতীয় শিশু সুরক্ষা কমিশন, কালিয়াগঞ্জে বিক্ষোভ অব্যাহত

একদিকে যখন রাজ্যে এসে পৌঁছল এনসিপিসিআরের (NCPCR) দল, অন্যদিকে তখন দোষীদের (Accused) শাস্তির দাবিতে উত্তপ্ত কালিয়াগঞ্জ (Kaliaganj)। শুক্রবারের পর শনিবারও লাগাতার উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ। শনিবার বিকেলে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার জন্য এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য কোচবিহার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছয় এনসিপিসিআরের একটি দল। যেখানে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো। পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তর দিনাজপুর জেলা পুলিস সুপারের অফিসে ধরনায় বসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

লাগাতার কিশোরী নিগ্রহের ঘটনায় শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ এলাকা। শনিবার বিকেলে অবরোধ-বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তারপর তাদেরকে হটাতে বিশাল পুলিসবাহিনী এসে পৌঁছয়। কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় যৌন নিগ্রহের যোগ আছে, এই জানার পরেই উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। শুক্রবার উত্তপ্ত হওয়ার পর তাদেরকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে। এছাড়া স্থানীয়দের তরফ দোষীদের শাস্তির দাবিতে জ্বালিয়ে দেওয়া হয় আশেপাশের দোকানপাট। শুরু হয় পথ অবরোধ। যার পরে শনিবারও রীতিমতো লাঠিচার্জ করে পুলিস বিক্ষোভ মিছিল হঠাতে শুরু করে।

12 months ago