
'সত্য সবার সামনে আসুক।' কালিয়াগঞ্জ শিশু নিগ্রহের ঘটনায় মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। কালিয়াগঞ্জের (Kaliaganj) নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে তিনজন অফিসারকে নিয়ে এই সিট গঠন করা হয়। সূত্রের খবর, কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার দময়ন্তী সেন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। ও সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসকে নিয়ে এই ঘটনার তদন্তে সিট গঠন করলো কলকাতা পুলিস। হাইকোর্টের নজরদারিতে কাজ করতে এই সিট।
সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। অভিযোগ ওই নাবালিকার মৃতদেহকে রেখে বিক্ষোভ চালাতে থাকে স্থানীয়রা। এরপরেই ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই ছবি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। গোটা ঘটনায় তদন্তে নামে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি ও মৃতার পরিবার।
এই মামলার তদন্তে নেমে প্রাথমিকভাবে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস এবং ৪ পুলিস কর্মীকে সাসপেন্ড করে উত্তর দিনাজপুর পুলিস।