
এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body) ঘিরে চাঞ্চল্য। হাওড়ার (Howrah) চ্যাটার্জীহাট থানা এলাকার ঘটনা। ঘটনাস্থলে চ্যাটার্জি থানার পুলিস (Chatterjeehat Police) এসে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি ওই মৃত বৃদ্ধের নাম নির্মল দত্ত। হাওড়া চ্যাটার্জী থানার অন্তর্গত চৌধুরীপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালবেলা প্রতিবেশীরা ওই বৃদ্ধকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গত তিন মাস আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। বৃদ্ধের কোনও সন্তানও ছিল না। তাই স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন এই বৃদ্ধ। বাড়িতে একাই থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে তাঁর এক আত্মীয় এসে খোঁজ খবর নিতেন। প্রতিবেশীরা আরও জানান, পাড়ায় সু-সম্পর্ক বজায় রেখেছিলেন নির্মলবাবু। কোনও দিন কারোর সঙ্গে বিবাদও ছিল না তাঁর।
তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জীহাট থানার পুলিস। কী কারণে এই ঘটনা ঘটল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।