
গোপন সূত্রে খবর পেয়ে ৩ কেজি সোনার (Gold) বাট সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল রেল (Rail police) পুলিস। বৃহস্পতিবার দুপুরে তাদের কলকাতা (kolkata) স্টেশন থেকে আটক করা হয় বলে খবর। পুলিশ জানিয়েছে, ' বৃহস্পতিবার গোপন সূত্রে সোনা পাচারের খবর আমরা পাই, খবর পেয়েই একটি স্পেশাল টিমকে কাজে লাগিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ' পুলিস আরও জানিয়েছে, দুই পাচারকারীর থেকে বিভিন্ন আকারের বিস্কুটের মত ৩ কেজি সোনা উদ্ধার হয়। শুক্রবার রেল পুলিশের ওই রেঞ্জের ডিআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ' প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে রাজস্থান থেকে তারা সোনা পাচারের চেষ্টা করছিল। ' আজ তাদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে রেল পুলিস।